অ্যাপশহর

Anis Khan Update: অবশেষে ছেলের মোবাইল হস্তান্তর, TI প্যারেডে কাউকে চিনতে পারলেন না আনিসের বাবা!

মৃত আনিস খানের (Anis Khan) মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিলেন তাঁর বাবা। শুক্রবার উলুবেড়িয়া সংশোধনাগারে পৌঁছন আনিসের বাবা (Anis Khan Father) সালেম খান। সেখানে TI প্যারাডে অংশ নেন তিনি। যদিও কাউকেই শনাক্ত করতে পারেননি সালেম খান। দাবি করেছেন তাঁর আইনজীবী। আনিসের বাড়িতে এদিন পৌঁছন বাম শীর্জেষ নেতৃত্ব। জেনে নিন বিস্তারিত...

EiSamay.Com 25 Feb 2022, 9:02 pm

হাইলাইটস

  • অবশেষে মৃত আনিস খানের মোবাইল পুলিশের হাতে তুলে দিলেন তাঁর বাবা।
  • ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদে পাঠানো হবে আনিসের মোবাইল।
  • ছেলের হত্যাকারীকে চেনাতে TI প্যারেডে দাঁড়াতে রাজি হন আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা।
TI প্যারেডে গেলেন Anish Khan-এর বাবা!
এই সময় ডিজিটাল ডেস্ক: সাত দিন পর অবশেষে মৃত আনিস খানের (Anis Khan) মোবাইল পুলিশের হাতে তুলে দিলেন তাঁর বাবা। শুক্রবার TI প্যারেডের জন্য উলুবেড়িয়া সংশোধনাগার পৌঁছন আনিসের বাবা সালেম খান। সেখানেই SIT-এর তদন্তকারীদের হাতে ছেলের মোবাইল হস্তান্তর করেন তিনি। সূত্রের খবর, ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদে পাঠানো হবে আনিসের মোবাইল।
এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শুক্রবার TI প্যারেডে পৌঁছন আনিসের বাবা সালেম খান। যদিও উলুবেড়িয়া সংশোধানাগারে TI প্যারেডে ধৃত কাউকেই চিনতে পারলেন না সালেম খান। এমনটাই দাবি করেছেন তাঁর আইনজীবী।

Anis Khan: পুলিশ-CBI মুদ্রার এপিঠ ওপিঠ! আনিসকাণ্ডে উচ্চ আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবি সুজাত-রঞ্জিতের
ছেলের হত্যাকারীকে চেনাতে TI প্যারেডে দাঁড়াতে রাজি হন আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা। কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পরই শুক্রবার উলুবেড়িয়া সংশোধনাগারে TI প্যারেড করার সিদ্ধান্ত নেন আধিকারিকরা। সেইমতো প্যারেডে যোগ দেওয়ার জন্য আনিসের বাবাকে অনুরোধ করা হয়। প্রথমে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে প্যারেডে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। পরে তাঁকে TI প্যারেডের জন্য তাঁকে নিয়ে যান আইনজীবী।

এদিকে, এদিন মৃত আনিসের বাড়িতে পৌঁছন বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব। আনিসের বাবা সালেম খানের সঙ্গে কথা বলেন, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) এবং CPIM রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surya Kanta Mishra)। অন্যদিকে, ভবানী ভবন অভিযানের ডাক দিয়েছিল SFI-DYFI। রাসবিহারী মোড়েই তাদের পথ আটকায় পুলিশ। সেখানে SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya), SFI নেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar) সহ একাধিক কর্মীকে আটক করে পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে পুলিশের।

Anis Khan: দোষীদের চিহ্নিত করতে উলুবেড়িয়া সংশোধনাগারে আনিসের বাবা
প্রসঙ্গত, আনিসকাণ্ডে দুই অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই দুই পুলিশকর্মীরই দাবি, তারা ওসির নির্দেশেই সেদিন রাতে আনিস খানের বাড়িতে গিয়েছিলেন। এই ঘটনার পাশাপাশি আনিসের মৃতদেহর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিল আনিসের পরিবার। তার মৃতদেহ পুলিশ দ্বিতীয়বার ময়না তদন্ত করতে পারে এই সম্ভাবনার প্রেক্ষিতে আপত্তি জানিয়েছিল আনিসের পরিবার। এই অভিযোগের পর আনিসকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে গোটা এলাকায় কড়া নিরাপত্তা রয়েছে ও সিসিটিভি লাগানো হয়েছে বলে খবর।

অন্যদিকে, আনিসকাণ্ডের জেরে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে আমতা থানার OC -কে। তাঁর জায়গায় আনা হয়েছে কিঙ্কর মণ্ডলকে। সূত্রের খবর, প্রাক্তন ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। এদিন সকালেই আনিস-কাণ্ডে ধৃত দুই পুলিশকর্মী জানিয়েছিলেন, থানার OC-র নির্দেশেই আনিসের বাড়িতে গিয়েছিলেন তারা। আনিসের মৃত্যু প্রসঙ্গে তাদের জবাব, "আমরা কিছু জানি না। কিছু বুঝতে পারছি না। OC -র অর্ডার মেনেছিলাম। আমাদের বলির পাঁঠা করা হচ্ছে।"

পরের খবর