অ্যাপশহর

কুড়ি হাজারে কিনে পাচারের চেষ্টা কিশোরীকে, তরুণী-সহ আটক ৪

বন্ধুত্বের ফাঁদ পেতে ভিন্‌ রাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছিল এক কিশোরীকে। ট্রেনের ওঠার কিছুক্ষণ আগে নাবালিকার উপস্থিত বুদ্ধিতে ভেস্তে গেল পাচার-পরিকল্পনা।

EiSamay 3 Sep 2018, 2:07 pm
এই সময়, হাওড়া: বন্ধুত্বের ফাঁদ পেতে ভিন্‌ রাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছিল এক কিশোরীকে। ট্রেনের ওঠার কিছুক্ষণ আগে নাবালিকার উপস্থিত বুদ্ধিতে ভেস্তে গেল পাচার-পরিকল্পনা। মাত্র কুড়ি হাজার টাকার বিনিময়ে কিশোরীকে বারাণসীতে বিক্রি করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনায় এক তরুণী-সহ চার জনকে আটক করেছে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ।
EiSamay.Com nat2


পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে দার্জিলিংয়ের প্রধান নগরের বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে আলাপ হয় এলাকারই সুস্মিতা রায় ওরফে মাম্পি নামে এক তরুণী এবং রূপম নামে এক যুবকের। কলকাতায় বেড়াতে যাওয়ার নাম করে ৩০ অগস্ট কিশোরীকে সঙ্গে নিয়ে শিলিগুড়ি থেকে ট্রেনে ওঠে তারা। পরের দিন ট্রেন থেকে নেমে শিয়ালদা সংলগ্ন একটি হোটেলে ওঠে। সেখানে কিশোরীকে বিশ্রাম নিতে বলে ঘর থেকে চলে যায় দুই যুবক-যুবতী। সন্ধ্যায় সেখানে আসে সুস্মিতা ও আরও তিন অপরিচিত। অভিযোগ, ওই তিন জন কিশোরীর সঙ্গে অসভ্যতা শুরু করে। কিশোরীর প্রতিবাদ করলে তারা সাফ বলে দেয়, তাকে কুড়ি হাজার টাকায় কিনে নেওয়া হয়েছে। শনিবার বারাণসী নিয়ে যাওয়ার কিশোরীকে তারা নিয়ে আসে হাওড়ায়।

বেলা সাড়ে ১১টা নাগাদ সাবওয়ে দিয়ে হেঁটে স্টেশনে যাওয়ার সময় হঠাৎ পুলিশ দেখে চিৎকার করে ওঠে নাবালিকা। আশপাশের লোকজনের সঙ্গে ছুটে আসেন আরপিএফ জওয়ানরা। পরে খবর যায় গোলাবাড়ি থানায়। হাওড়া সিটি পুলিশের একটি দল এসে উদ্ধার করে ওই কিশোরীকে। তার অভিযোগের ভিত্তিতে আটক করা হয় সুস্মিতা-সহ চার জনকে। বাকিরা হল শরদ গুপ্তা, প্রদীপকুমার সিং ও দীনেশ গুপ্তা। প্রত্যেকেই বারাণসীর বাসিন্দা। হাওড়া জেলা হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা হয়েছে। খবর দেওয়া হয়েছে তার পরিবারকেও। তবে রূপম পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চার জনের বিরুদ্ধে পকসো আইনেও অভিযোগ আনা হয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল