অ্যাপশহর

পুরীর হোটেলে হাওড়ার তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু!

এছাড়া হাওড়ার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই মহিলাকেও সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ।

EiSamay.Com 5 Jul 2017, 2:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পুরীর হোটেলে হাওড়ার তৃণমূল কাউন্সিলর রজত সরকারের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য। মঙ্গলবার পুরীর সমুদ্রসৈকতের অদূরে একটি হোটেলের পাশে তাঁর রক্তাক্ত দেহ পাওয়া যায়। পুলিশ তদন্ত শুরু করতেই মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে নানা প্রশ্ন।
EiSamay.Com
পুরীর হোটেলে হাওড়ার তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু!


উল্টোরথ উপলক্ষে হাওড়া পুরসভার কয়েকজন কাউন্সিলর ও মেয়র পারিষদ পুরী বেড়াতে যান। তাঁদের সঙ্গেই ছিলেন হাওড়া পুরসভার ১ নম্বর বরো চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজত সরকার। পুলিশ সূত্রের খবর, হোটেলের তিনতলায় ৩০৪ নম্বর ঘরে ছিলেন তিনি। ঘরের সামনেই বারান্দা। সেই বারান্দা থেকেই নীচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। হোটেলকর্তৃপক্ষের দাবি, হোটেলের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রজত সরকার।

তদন্ত শুরু হতেই একের পর এক সন্দেহজনক মোড় তৈরি হচ্ছে। রজত সরকার যে হোটেলের ঘরে ছিলেন, সেই হোটেলের বারান্দায় মিলেছে মদের বোতল, সিগারেটের প্যাকেট ও কাজুবাদাম। তাঁর দেহে মাথার পিছনে গভীর ক্ষত দেখা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করা হতে পারে তৃণমূল কাউন্সিলরকে। হাওড়া থেকে তৃণমূলের একটি দল পুরী গিয়েছে। ‌যৌথভাবে তদন্ত শুরু করেছে হাওড়া ও ওড়িশা থানার পুলিশ।

এছাড়া হাওড়ার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই মহিলাকেও সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ। কারণ রজত সরকারের সঙ্গে ছিলেন তাঁরা। হোটেলে দুই মহিলার ঘর থেকে রজত সরকারের একাধিক সামগ্রীও পাওয়া গিয়েছে। দু'জনকেই মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে।
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল