অ্যাপশহর

মুখে সম্প্রীতির বার্তা, মান্নানের বাড়ি গেলেন রাজ্যপাল

উদ্বোধনের সময় না পেলেও চাঁপদানির ওই পুজো রাজ্যপাল দেখতে যেতে চান বলে ষষ্ঠীর রাতে বিরোধী দলনেতাকে বার্তা দেওয়া হয় রাজভবন থেকে।

EiSamay.Com 8 Oct 2019, 1:37 pm

ই সময় ডিজিটাল ডেস্ক: তিনি রাজ্যপাল। নতুন দায়িত্বে আসার পর পরই যাদবপুর ঘটনায় বেশ খানিক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন জগদীপ ধনখড়। নবমীতে কংগ্রেস নেতা আব্দুল মান্নানের আমন্ত্রণে হুগলি জেলার চাঁপদানিতে একটি দুর্গাপুজোর মণ্ডপ সোমবার ঘুরে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল।

EiSamay.Com none should cross laxman rekha, says west bengal governor jagdeep dhankhar
জগদীপ ধনখড়

সেখানে গিয়েই রাজ্যপাল বলেন, ‘আমার সব পূর্বসূরীরাই জ্ঞানী ও মহান ব্যক্তি ছিলেন। কিন্তু আমিই এই রাজ্যের প্রথম রাজ্যপাল যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের সকলের একটাই ধর্ম, নিজেদের অধিকারের সীমা মনে রাখা। সকলেরই ধর্ম, নিজেদের কাজ করে যাওয়া। অধিকারের লক্ষ্মণরেখা আমি কখনও অতিক্রম করব না। আমি আশা করি, বাংলায় সকলেই নিজেদের অধিকারের সীমার মধ্যে কাজ করবেন।’’

উদ্বোধনের সময় না পেলেও চাঁপদানির ওই পুজো রাজ্যপাল দেখতে যেতে চান বলে ষষ্ঠীর রাতে বিরোধী দলনেতাকে বার্তা দেওয়া হয় রাজভবন থেকে। সেই মতোই এ দিন পুজো-মণ্ডপ ঘোরার অবসরে চাতরা কুমোরপাড়ায় মান্নানের বাড়িতে গিয়ে প্রাতরাশ সারেন রাজ্যপাল ধনখড় ও তাঁর স্ত্রী সুদেশ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল