অ্যাপশহর

নোটের তাড়া দেখিয়ে লক্ষ টাকার গয়না হাতাল ২ যুবা

ঘড়ির কাঁটা তখন বারোটার ঘরে। শেওড়াফুলি স্টেশন লাগোয়া গোস্বামীবাগান লেনে প্রতিদিনের মতো মানুষের ভিড় লেগেই রয়েছে। রাস্তার দু’ধারে সারি দিয়ে হরেক রকমের দোকান। এর মধ্যেই একটি মোটর সাইকেল নিয়ে দুই অল্পবয়সি যুবক একটি সোনার দোকানে দাঁড়িয়ে যায়।

EiSamay.Com 13 Oct 2019, 5:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভর দুপুরে দোকান মালিককে ধোঁকা দিয়ে লক্ষাধিক টাকার গয়না নিয়ে পালাল দুই প্রতারক।
EiSamay.Com ৫৫


ঘড়ির কাঁটা তখন বারোটার ঘরে। শেওড়াফুলি স্টেশন লাগোয়া গোস্বামীবাগান লেনে প্রতিদিনের মতো মানুষের ভিড় লেগেই রয়েছে। রাস্তার দু’ধারে সারি দিয়ে হরেক রকমের দোকান। এর মধ্যেই একটি মোটর সাইকেল নিয়ে দুই অল্পবয়সি যুবক একটি সোনার দোকানে দাঁড়িয়ে যায়। একজন ক্রেতা সেজে দোকানে ঢুকে যায়। তখন দোকানের মালিক কল্যাণ কুমার দে নিজেই দোকানে ছিলেন। সোনার গয়না কেনার নাম করে বিভিন্ন ধরনের গয়না দেখতে শুরু করে ওই যুবক।

অনেক বেশি দামের হলমার্ক দেওয়া গয়না লাগবে বলে ওই যুবক পকেট থেকে একটি মোটা নোটের তোড়া দোকানের মালিকের সামনে বের করে। বড় ধরনের ক্রেতা ভেবে কল্যাণ অন্য ক্রেতার বিয়ের জন্য অর্ডার নেওয়া আধুনিক গয়না যুবককে দেখায়। সে সময় বাইরে অপেক্ষারত যুবকের সঙ্গীও দোকানে ঢুকে পড়ে। এটা সেটা দেখার নাম করে মধ্যবয়সি কল্যাণকে বিভ্রান্ত করে গয়নার বাক্স থেকে কৌশলে লক্ষাধিক টাকার অলঙ্কার হাতিয়ে নেয় তারা। দুই প্রতারক দোকান ছেড়ে বেরিয়ে যেতেই টনক নড়ে মালিকের। কোনও কেনাকাটা না করেই ক্রেতারা কেন দোকান ছেড়ে বেরিয়ে গেল সেটা ভেবেই গয়নার একটি বাক্স খুলে কল্যাণ দেখেন সেখান থেকে অলঙ্কার উধাও। সঙ্গে সঙ্গে ছুটে তিনি দোকানের বাইরে যান। কিন্তু ততক্ষণে দুই প্রতারক মোটর সাইকেল ছুটিয়ে চম্পট দিয়েছে। কল্যাণ বলেন, ‘দুই তরুণ ক্রেতা সেজে দোকানে ঢোকে। প্রথমে যে ঢুকেছিল তার মাথায় টুপি ছিল। আমাকে হরেক রকমের গয়না দেখাতে বলে বিভ্রান্ত করে। এর ফাঁকে আর একজন এসে আমাকে নতুন ধরনের গয়না দেখাতে বলে। আমি একটু ব্যস্ত হয়ে পড়তেই ওরা গয়না নিয়ে পালিয়ে যায়।’ দোকানে থাকা সিসিটিভি ফুটেজে প্রতারকদের গয়না হাতানোর ছবি ধরা পড়েছে। শেওড়াফুলি ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা দিয়েছেন দোকানের মালিক কল্যাণ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ তদন্তে নেমেছে।

যদিও শ্রীরামপুর থানা ও শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ পুজোর আগেই এলাকার সোনার দোকানের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে নানা বিষয়ে সচেতন করে। সেই বৈঠকে পুলিশ দোকানিদের জানিয়ে দেয় সমস্ত সোনার দোকানে যেন সিসিটিভি বসানো হয়। প্রতারকদের থেকে নিজেদের অলঙ্কার সুরক্ষিত রাখারও পরামর্শ দিয়েছিল পুলিশ। কিন্তু তার পরেও এই ঘটনায় ব্যবসায়ীদের সচেতনতার অভাব ধরা পড়েছে। বছর খানেক আগে চন্দননগরে একটি সোনার দোকানে দুই মহিলা ক্রেতা সেজে ঢুকে লক্ষাধিক টাকার গয়না হাতিয়ে চম্পট দেয়।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল