অ্যাপশহর

সড়ক দুর্ঘটনায় সিঙ্গুরে একই সঙ্গে নিহত শ্বশুর-জামাই

শ্বশুর-জামাই মিলে মোটর সাইকেল নিয়ে সিঙ্গুরের খাসের চক বেলতলায় গ্যাসের দোকান থেকে সিলিন্ডার আনতে যান। বেলা সাড়ে ১১টা নাগাদ সিলিন্ডার নিয়ে ফেরার সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের।

EiSamay.Com 22 Sep 2019, 11:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কথা ছিল ছুটির দিন বাড়িতে সবাই মিলে আনন্দ করে খাওয়াদাওয়া করবেন। সময় কাটাবেন একসঙ্গে। কিন্তু দেখা যায়, ঘরে শেষ রান্নার গ্যাসের সিলিন্ডার। সে কারণেই রবিবার শ্বশুর-জামাই মিলে মোটর সাইকেল নিয়ে সিঙ্গুরের খাসের চক বেলতলায় গ্যাসের দোকান থেকে সিলিন্ডার আনতে যান। বেলা সাড়ে ১১টা নাগাদ সিলিন্ডার নিয়ে ফেরার সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের।
EiSamay.Com (representative image)
(প্রতীকী ছবি)


পুলিশ জানায়, মৃতদের নাম অরুণ দাস (৪২) ও কার্তিক মল্লিক (৬৫)। অরুণ ও কার্তিক সম্পর্কে জামাই-শ্বশুর। অরুণের বাড়ি সিঙ্গুরের বাসুবাটীতে। তিনি বইখাতার ব্যবসা করতেন। শ্বশুর কার্তিকের বাড়ি দাদপুর থানার অলিপুরে। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। জোড়া মৃত্যুর ঘটনায় বাসুবাটীতে শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই সিঙ্গুরের বাসুবাটীতে মামাবাড়িতে থেকে মানুষ অরুণ। মিশুকে হিসেবে এলাকায় তাঁর জনপ্রিয়তা ছিল। কলেজ স্ট্রিট থেকে বইখাতা কিনে এনে গ্রাম-সহ নানা স্থানে বিক্রি করতেন তিনি।

বছর আটেক আগে দাদপুর থানার অলিপুরের কার্তিক মল্লিকের মেয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। কোনও সন্তান না থাকায় স্বামী-স্ত্রী মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে গিয়ে যেমন থাকতেন তেমনি শ্বশুর-শাশুড়ই এসে থাকতেন তাঁদের সিঙ্গুরের বাড়িতে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল