অ্যাপশহর

উলটপুরাণ! দ্বিতীয়বার মেয়ে হওয়ায় ব্যান্ড বাজিয়ে সদ্যজাতকে ঘরে আনলেন চুঁচুড়ার সুজয়

উলটপুরাণ! দ্বিতীয় কন্যাসন্তান হওয়ায় আক্ষেপ নয়, বরং তাকে স্বাগত জানাতে অভিনব উদ্যোগও নিলেন হুগলির চুঁচুড়ার বাসিন্দা সুজয় চন্দ। শুক্রবার রীতিমতো শোভাযাত্রা করে সদ্যোজাত ব্র্যান্ড বাজিয়ে, ঢাক পিটিয়ে একটি মারুতি গাড়িকে সাজিয়ে কন্যাসন্তানটিকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এলেন দ্বিতীয়বার মেয়ের বাবা সুজয় চন্দ। যা দেখে অভিভূত এলাকাবাসী, নার্সিংহোম কর্তৃপক্ষ থেকে পুরপ্রধানও।

Produced byShukla Bhattacharjee | Lipi 20 May 2022, 7:11 pm
‘‘আমি নারী, আমি মহীয়সী..’’ একথা রবি ঠাকুর সেই কোন যুগে লিখেছিলেন৷ কিন্তু বাস্তবটাও কি তাই? মহিলারা আজ ঘরকন্না থেকে এভারেস্ট জয়, সবেতেই এগিয়ে৷ তারপরেও সমাজে নারীদের স্থান কোথায়? তবে যে সমাজে আজও ব্রাত্য নারীরা, কন্যাসন্তান জন্মালেই যেখানে ভুরু কুঁচকান পরিবারের লোকেরাই, সেখানে দ্বিতীয়বার কন্যাসন্তান হওয়ায় উৎফুল্ল হুগলির চুঁচুড়ার বাসিন্দা সুজয় চন্দ। যেন উলটপুরাণ! দ্বিতীয় কন্যাসন্তানকে স্বাগত জানাতে অভিনব উদ্যোগও নিলেন তিনি৷ শুক্রবার রীতিমতো শোভাযাত্রা করে সদ্যোজাত কন্যাটিকে বাড়িতে নিয়ে এলেন৷ ব্যান্ড বাজিয়ে, ঢাক পিটিয়ে একটি মারুতি গাড়িকে সাজিয়ে কন্যাসন্তানটিকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এলেন দ্বিতীয়বার মেয়ের বাবা সুজয় চন্দ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চুঁচুড়ায়।
EiSamay.Com Child
কন্যাসন্তানকে বরণ করে ঘরে তুললেন সুজয় চন্দর পরিবার।


Hooghly News: চিকিৎসকের ভুলে পা বাদ গেল প্রিয় পোষ্যের! শাস্তির দাবিতে আদালতের দ্বারস্থ মালিক
পেশায় ব্যবসায়ী সুজয় চন্দের বাড়ি চুঁচুড়ার কারবালা মোড়ের কাছে শুভপল্লি এলাকায়। বাড়ির কাছেই তাঁর একটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট রয়েছে। বছর ছয়েক আগে প্রথম কন্যাসন্তানের জন্ম হওয়ার পরই তিনি এই ইনস্টিটিউটের ব্যবসা চালু করেন। গত রবিবার তাঁর স্ত্রী ত্রিমা স্থানীয় নার্সিংহোমে আবার একটি কন্যাসন্তানের জন্ম দেন। দ্বিতীয়বারও কন্যাসন্তান হওয়ায় এতটুকু আক্ষেপ নেই সুজয়বাবুর। বরং দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হওয়ার পরই সুজয়বাবু পরিকল্পনা করে ফেলেন, মেয়েকে সুসজ্জিত গাড়িতে করে ব্যান্ড বাজিয়ে বাড়িতে নিয়ে আসবেন৷ এদিন তাঁর স্ত্রী ত্রিমা ও সন্তানকে নার্সিংহোম থেকে ছুটি দেয়। এই দিনটি স্মরণীয় করে রাখতে সুজয়বাবু বিশেষ ব্যবস্থা করেন। আত্নীয়স্বজন থেকে পাড়া-প্রতিবেশী সকলে নাচতে-নাচতে মিছিল করে আসেন নার্সিংহোমে। তারপর শোভাযাত্রা সহকারে বাড়িতে নিয়ে যাওয়া হয় ঘরের লক্ষ্মী-কে।
Mrittika Mallick: অনুর্ধ্ব ১৪ জাতীয় দাবায় চ্যাম্পিয়ন বঙ্গ কন্যা মৃত্তিকা
Hilsa Fish: জামাইষষ্ঠী আসছে, ইলিশের দাম শুনে ভিরমি খাচ্ছেন ক্রেতারা!
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হওয়ায় গর্ব বোধ করছেন সুজয় চন্দ। একইসঙ্গে শোভাযাত্রা সহকারে মেয়েকে বাড়িতে নিয়ে আসার প্রসঙ্গে তিনি বলেন, "কন্যাসন্তান হলে অনেকেরই ভ্রু কুঁচকে যায়। কিন্তু নারীই হল সমাজের সৃষ্টিকর্তা। তাই আমি সমাজকে এই বার্তা দিতে চাই যে, পুত্র এবং কন্যা সবাইকে সমদৃষ্টিতে দেখা উচিত। কন্যা মানেই অবহেলার বস্তু নয়। আমি আমার লক্ষ্মীকে ঘরে নিয়ে যাচ্ছি।" একবার পুরী বেড়াতে গিয়ে সমুদ্রে স্নান করার সময় জগন্নাথদেবের মূর্তি পেয়েছিলেন সুজয়বাবু। সেটি বাড়িতে এনে প্রতিষ্ঠাও করেন। সেই প্রসঙ্গ তুলে সুজয়বাবু বলেন, ‘‘আমি আমার পুত্রসন্তান তো পেয়েই গিয়েছি। তাই পুত্রের কোনও অভাব বোধ করি না।"

Duare Biriyani: ৬০ টাকায় 'দুয়ারে বিরিয়ানি', একদিনের বিক্রি শুনলে চোখ কপালে উঠবে
যে নার্সিংহোমে সুজয়বাবুর মেয়ে হয়েছে, সেখানকার অন্যতম কর্ণধার মৈত্রেয়ী চট্টোপাধ্যায়ও ব্যাপারটি বেশ উপভোগ করেন। তিনি বলেন, ‘‘আমিও নিজে নারী। কন্যাসন্তানকে যেভাবে সাদরে সমাদরে বাড়ি নিয়ে যাচ্ছেন, সেটা সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।’’ খবর পেয়ে চলে আসেন হুগলি চুঁচুড়া পুরপ্রধান অমিত রায়। তিনিও জানান, গোটা ঘটনা তাঁর কাছে বেশ ব্যতিক্রমী ঠেকেছে। আজকের দিনে এরকমটা দেখা যায় না। এর জন্য সুজয়বাবুকে তিনি ধন্যবাদও জানিয়েছেন।
লেখকের সম্পর্কে জানুন
Shukla Bhattacharjee

পরের খবর