অ্যাপশহর

BJP : হুগলিতে বিজেপি কর্মীদের হাতে লাল ঝান্ডা! নয়া কৌশলে ক্ষোভ প্রকাশ বামেদের

বিজেপির মিছিলে বামেদের পতাকা? হুগলিতে মিছিল ঘিরে শাসকদলের কটাক্ষ।

হাইলাইটস

  • রাম-বাম জোট হচ্ছে রাজ্যে?
  • রাজ্যে বিজেপির সভায় লাল পতাকা দেখে এমনই অভিযোগ উঠে আসছে।
  • যদিও অভিযোগ অস্বীকার বামেদের।
EiSamay.Com BJP CPIM
বিজেপিই কর্মীদের হাতে তুলে দিচ্ছে লাল পতাকা
CPIM : বিজেপি (BJP) কর্মীরাই সিপিআইএমের (CPIM) ঝান্ডা জোগাড় করে তাদের কর্মীদের হাতে ধরিয়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছে, বিজেপির মিছিলে যোগ দিয়েছেন লাল ঝান্ডাধারীরাও। স্থানীয় স্তরের রাজনীতিতে এটা বিজেপির নতুন কৌশল বলে অভিযোগ তুলল সিপিআইএম জেলা নেতৃত্ব। বিগত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় রাম-বাম একত্রে মিছিল করার ঘটনার উদাহরণ উঠে এসেছে একাধিকবার। অস্বস্তিতে পড়তে হয়েছে বাম নেতৃত্বকে। কিন্তু স্বতঃপ্রণোদিত বাম কর্মীরা সেই মিছিলে যোগ দিচ্ছে না, সুকৌশলে বিজেপি কর্মীদের হাতেই লাল ঝান্ডা ধরানো হচ্ছে বলে অভিযোগ বামেদের। গতকালই সুগন্ধা পঞ্চায়েতে বিজেপির মিছিলে ফের দেখা মেলে সিপিএমের দলীয় পতাকা। কিছুদিন আগে হারিট পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন কর্মসূচিতে সিপিএমের দলীয় পতাকা দেখা গিয়েছিল। ফের একবার বিজেপির মিছিলে সিপিএমের পতাকা দেখা যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) দুর্নীতির অভিযোগ তুলে সুগন্ধা দিল্লি রোড (Delhi Road) মোড় থেকে মিছিল করে পঞ্চায়েতের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি।
Suvendu Adhikari : 'বামপন্থীরা ভোট না দিলে জিততাম না', নন্দীগ্রামে দাঁড়িয়ে 'স্বীকারোক্তি' শুভেন্দুর
তবে বিষয়টি নিয়ে স্থানীয় সিপিআইএম কর্মী শতদ্রু দাস বলেন, সিপিএমের কোনও মিটিং এ ধরনের সিদ্ধান্ত হয়নি। এরা এইসব পতাকা নিয়ে এসে মিছিল করছে, এটা গ্রহণযোগ্য নয়। সিপিএমের কর্মী হতে পারে, তবে সিপিএমের সিদ্ধান্ত নয়। একটা ঝান্ডা ধরে আসলেই সিপিএমের সিদ্ধান্ত হয়ে যায় না।" সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ বলেন, "কদিন আগে দাদপুরে করেছে। আজ এখানে করল। বিজেপি তার মিছিলে রাস্তা থেকে ঝান্ডা কুড়িয়ে তাঁদের কর্মীদের হাতে দিয়ে বলছে সিপিএমের কর্মী। এটা পুরনো হয়ে গিয়েছে। পুরনো কৌশলকে প্রয়োগ করেছে। আমাদের রাজ্যের রাজনীতিতে এই ধরনের সংস্কৃতি কখনও ছিল না। আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানাবো।" তবে বিজেপি হুগলি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, "৩৪ বছরে সিপিএম এর বহু মিছিল মিটিংয়ে যে সিপিএম কর্মীরা হেঁটেছিল তারাও কিছু পায়নি তাই তারা বিজেপির মিছিলে যোগ দিয়েছে। সিপিএমের উপর তলার নেতৃত্ব এই সব মানুষদের সঙ্গে যোগাযোগ রাখছে না তাই তারা বাধ্য হয়ে আমাদের সঙ্গে এসেছে।"

Dilip Ghosh : নন্দীগ্রামে বামের ভোট পড়েছে পদ্মে, শুভেন্দুর দাবিতে সিলমোহর দিলীপের
তবে রাম - বাম সেটিং নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল। হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের INTTUC সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, "২০১৮ সালের পর থেকে আমরা বলে আসছি রাম এবং বামের সেটিং। বিজেপি এবং সিপিএমের একটা অশুভ আঁতাত রয়েছে সেটা এখন প্রকাশ্যে আসছে। আগের দিন হারিটে দেখা গিয়েছিল, আজ আবার সুগন্ধা অঞ্চলে দেখা গেল। এটা চলবেই যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে। সিপিএমের নিচু তলার প্রকৃত বামপন্থীরা এটা চাই না, কিন্তু উপরতলার নির্দেশে এমনটা হচ্ছে।
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর