অ্যাপশহর

Locket Chatterjee : লোকসভায় লকেটকে না-পসন্দ! হুগলিতে পোস্টারে ছয়লাপ, ‘চক্রান্ত’ বলছে বিজেপি

BJP News: হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ জমেছে দলেরই একাংশের। এবার পার্শ্ববর্তী শ্রীরামপুর কেন্দ্রে দেখা গেল লকেট বিরোধী পোস্টার। শ্রীরামপুর কেন্দ্রে যাতে লকেট চট্টোপাধ্যায়কে বিজেপি থেকে টিকিট দেওয়া না হয়, সেই কারণে পোস্টার দেওয়া হল রাতের অন্ধকারে। পোস্টারের নিচে আমরা বিজেপি কর্মী বলে উল্লেখ করা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাদানুবাদ।

Produced byদেবদীপ চক্রবর্তী | Lipi 7 Feb 2024, 12:08 pm

হাইলাইটস

  • আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী নিয়ে কাঁটাছেড়া শুরু করে দিয়েছে প্রত্যেক রাজনৈতিক দলই
  • লকেট চট্টোপাধ্যায়কে লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না , এই মর্মে একাধিক জায়গায় পড়ল পোস্টার
  • তবে এবার হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে
EiSamay.Com Locket Chatterjee News
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার।
আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী নিয়ে কাঁটাছেড়া শুরু করে দিয়েছে প্রত্যেক রাজনৈতিক দলই। কাকে রাখা হবে, কে বাদ যাবেন, তার হিসেব কষছে প্রত্যেকে দলেরই রাজ্য নেতৃত্ব। এর মধ্যে বিজেপির কাছে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হুগলি। সেই আসনে বিদায়ী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে পুনরায় নির্বাচনী লড়াইয়তে চাইছেন না দলেরই একাংশ। এবার হগলির আরেক কেন্দ্র শ্রীরামপুরেও লকেট বিরোধী পোস্টার পড়ল বুধবার। যা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা।
লকেট চট্টোপাধ্যায়কে লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না , এই মর্মে একাধিক জায়গায় পড়ল পোস্টার। সামনেই লোকসভা ভোট। কোমর বেঁধে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূল স্তরে সংগঠন পোক্ত করতে সকলে প্রস্তুতি নিচ্ছে। সেই সঙ্গে স্থানীয় স্তরে শুরু হয়েছে চর্চা কে প্রার্থী হবেন? গত লোকসভা নির্বাচনে ২০১৯ সালে এই রাজ্যে বিজেপির পাঁচ জন মহিলা প্রার্থী লড়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন হুগলিতে লকেট চট্টোপাধ্যায়।

তবে এবার হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা হয়েছে, ‘কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।’ এই কথার নিচে বন্ধনীতে লেখা হয়েছে, ‘দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।’

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা গিয়েছে এমন পোস্টার। যদিও কে এই ধরনের পোস্টার ফেলেছে তা এখনও সঠিক জানা যায় নি। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘বাংলায় ৪২ টাই তৃণমূল জিতবে। লকেট কোথায় পালাবে, বিধানসভায় হেরেছে আমার কাছে। আর এখানে দাঁড়ালে পাঁচ লাখ ভোটে হারবে। তাই ভয়ে পালাচ্ছে শ্রীরামপুর।’ পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ ঘোরেন। কল্যান বন্দ্যোপাধ্যায়ের আসনে লকেট যদি যায় বিজেপি হারাবে, আমাদের হারাতে হবে না।

BJP In West Bengal: কে হবেন রাজ্যসভার প্রার্থী? বৈঠকে সুকান্ত-শুভেন্দুরা
পালটা শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদক বলেন, ‘এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত তৃণমূলের। যেহেতু চোরদের সরকার হয়ে দাঁড়িয়েছে এবং দুর্নীতিতে ভরে গিয়েছে, তাই তার থেকে দৃষ্টি ঘোরাতে লকেটের নামে শ্রীরামপুরে পোস্টার ফেলা হয়েছে।’ তাঁর কথায়, তিনি হুগলি থেকেই পুনরায় জিতে আসবেন এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। শ্রীরামপুর লোকসভা এলাকায় যে পোস্টার দেওয়া হয়েছে সেটা বিভ্রান্তিমূলক, এটা তৃণমূলের চক্রান্ত।
লেখকের সম্পর্কে জানুন
দেবদীপ চক্রবর্তী
১২ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত দেবদীপ। দৈনিক কাগজের রিপোর্টিং থেকে ডেস্কের কাজ সবেতেই সাবলীল। সাপ্তাহিক পত্রিকা থেকে কর্মজীবনের শুরু। রাজনীতি ও অপরাধমূলক খবরের প্রতি বিশেষ ঝোঁক। কোচবিহার থেকে কাকদ্বীপের ছোট-বড় সব ঘটনাই নিয়মিত পাঠকের সামনে তুলে ধরেন। জাতীয় রাজনীতি, বিজ্ঞান ও প্রযুক্তির খবর ভালোবাসার জায়গা। খবরের ভেতরের খবর খুঁজে বের করার মানসিকতা বজায় রাখেন সব সময়। সাংবাদিকতার পাশাপাশি ছবি তোলা ও ঘুরতে যাওয়ার শখ রয়েছে।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল