অ্যাপশহর

রিষড়ায় পিস্তল-সহ গ্রেফতার বিজেপি নেতা

সূত্রের খবর, দিন কয়েক আগে কুখ্যাত এক দুষ্কৃতীকে গ্রেফতার করে হুগলি পুলিশ। জেরায় ওই দুষ্কৃতী জানায়, জগদ্ধাত্রী পুজোর সময়ে বিজেপি নেতা ভাস্কর শীলের বাড়িতে সে আশ্রয় নিয়েছিল। ওই বাড়িতে একটি পিস্তল সে রেখে আসে। বৃহস্পতিবার রাতে ওই নেতার বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ।

EiSamay.Com 29 Nov 2019, 11:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যের তিন বিধানসভা আসনের উপনির্বাচনে পরাজয়ের অস্বস্তির মধ্যেই বিজেপির বিড়ম্বনা বাড়ালেন দলেরই এক নেতা। হুগলির রিষড়ায় আগ্নেয়াস্ত্র-সহ বিজেপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ছাড়াও দু-রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
EiSamay.Com Gunman-Lucknow-Crime-Robbery


ধৃত বিজেপি নেতার নাম ভাস্কর শীল। বাড়ি রিষড়ায় লক্ষ্মীপল্লিতে। তিনি বিজেপির রিষড়া মণ্ডলের সহ-সভাপতি।

সূত্রের খবর, দিন কয়েক আগে কুখ্যাত এক দুষ্কৃতীকে গ্রেফতার করে হুগলি পুলিশ। জেরায় ওই দুষ্কৃতী জানায়, জগদ্ধাত্রী পুজোর সময়ে বিজেপি নেতা ভাস্কর শীলের বাড়িতে সে আশ্রয় নিয়েছিল। ওই বাড়িতে একটি পিস্তল সে রেখে আসে। বৃহস্পতিবার রাতে ওই নেতার বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ। উদ্ধার হয় সেই পিস্তলটি। সেইসঙ্গে দু-রাউন্ড গুলি। গ্রেফতার করা হয় বিজেপির রিষড়া মণ্ডলের সহ-সভাপতিকে।

দলীয় নেতা গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় রিষড়া থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। শুক্রবার সকালে ভাস্কর শীলকে আদালতে পেশা করার সময়, সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিজেপির দাবি, ভাস্কর শীল দলের অত্যন্ত ভালো সংগঠক। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আর রিষড়া পুরসভার চেয়ারম্যান ও শহর তৃণমূল সভাপতি বিজয় সাগর মিশ্রের প্রতিক্রিয়া, 'এখন বিজেপি নেতাদের ঘরে ঘরে অস্ত্র। সকলের বাড়িতেই তল্লাশি চালানো উচিত।'

ধৃত বিজেপি নেতা ভাস্কর শীলের অভিযোগ, হেফাজতে নিয়ে তাঁকে বেধড়ক মারধর করেছে পুলিশ। বিচারকের নির্দেশে তাঁকে আপাতত হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মাস খানেক আগে ঘুষ নেওয়ার অভিযোগে বিজেপি নেতা বাবান ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তিনি দলের মজদুর ইউনিয়নের সভাপতি। বেহালার সরশুনা এলাকার এক ব্যবসায়ী অভিযোগ, সংসদে রেলের স্থায়ী কমিটি সদস্যপদ পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৪৬ লক্ষ টাকা নিয়েছিলেন বাবান। এফআইআরে নাম ছিল বিজেপি নেতা মুকুল রায়েরও। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল