অ্যাপশহর

Shantanu Banerjee : 'শান্তনু নির্দোষ... এত সম্পত্তির কথা জানতাম না', মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কার হদিশ মিলল। তিনি জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে তিনি প্রস্তুত।

Produced byঅরিজিৎ দে | Lipi 18 Mar 2023, 2:31 pm

হাইলাইটস

  • শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়
  • জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁকে আগেই তলব করেছিল ইডি
  • যদিও এদিন ED-র তলবের কথা অস্বীকার করেছেন প্রিয়াঙ্কা
গ্রেফতারি বেশ কয়েকদিন পর শেষমেশ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁকে আগেই তলব করেছিল ইডি। যদিও এদিন ED-র তলবের কথা অস্বীকার করেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা জানিয়েছেন, ইডি ডাকলে সব ধরনের সহযোগিতা করতেও প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি প্রশাসনিক সুরক্ষার দাবিও জানিয়েছেন প্রিয়াঙ্কা।
সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন, "আমাকে নিরুদ্দেশ বলা হচ্ছে। কিন্তু আমি বাড়িতেই রয়েছি, ইডি ডাকলে তাদের নিশ্চয়ই সহযোগিতা করব। আমাকে একবারও ডাকা হয়নি। কোনও চিঠি বা ফোনও আমার কাছে আসেনি। ইডির কাজ তারা করছে, আমাদের এখানে কিছু বলার নেই। স্বামীর বেশ কিছু সম্পত্তির কথা জানতাম, তবে সবটা জানি না। শান্তনুর ২০ কোটি টাকার সম্পত্তি রয়েছে, এটা আমার জানা ছিল না। শান্তনু বিয়ের আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত।"

Shantanu Banerjee SSC Scam:'শান্তনুর স্ত্রীর সন্ধান চাই!' ব্যান্ডেল জুড়ে ছেয়ে বেনামি পোস্টার
এদিন শান্তনুকে নির্দোষ দাবি করার পাশাপাশি দল থেকে বহিষ্কার করা প্রসঙ্গেও মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, "দলের তাদের সিদ্ধান্ত নিয়েছে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমি মনে করি শান্তনু নির্দোষ। ষড়যন্ত্র করে আমার নামে পোস্টার ফেলা হচ্ছে। শান্তনু এখনও বিচারাধীন, দোষী বলে প্রমাণিত হয়নি। আমার ও আমার ছেলের ছবি সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে। আমাদের নিরাপত্তার ব্যাপারও রয়েছে। সেই কারণে আমরা আতঙ্কিত বোধ করেছি। প্রশাসন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক এটাই চাই।"

WB Recruitment Scam : আঁতাঁত 'ত্রিমূর্তি'র, চাকরির কুশীলব কুন্তল-তাপস-শান্তনু
কুন্তল ঘোষ প্রসঙ্গেও মুখ খোলেন তাঁর স্ত্রী। কুন্তল ঘোষকে চিনতেন কিনা সেই প্রসঙ্গেও জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, "কুন্তল ঘোষকে পাড়ার ছেলে হিসেবে চিনতাম। অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে কুন্তল এখানে এসেছিল, আমরাও ওঁনার বাড়িতে গিয়েছিলাম। ধাবা-গেস্ট হাউজের টাকা কোথা থেকে এসেছিল সেটা শান্তনু বলতে পারবে। তাঁর কী কী সম্পত্তি রয়েছে সবটা তো আমি বলতে পারব না। তবে আমি তদন্তে সহযোগিতা করব।"

Shantanu Banerjee : আকাশকে বাড়ি থেকে তুলে গঙ্গাপাড়ের রিসর্টে ED, কলেজের এই ক্লার্কই শান্তনুর ছায়াসঙ্গী?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিরাটের বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয় থেকে ২০০৩ সালে স্নাতক হন প্রিয়াঙ্কা। ২০১৩ সালে কবুরা এলাকা থেকে তৃণমূলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেন। প্রিয়াঙ্কার আঁকার স্কুল ছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে শান্তনু ঘনিষ্ঠ আকাশ ওরফে সুপ্রতিম ঘোষকে তাঁর রিসর্টে টানা দু'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকে নিয়ে গাড়ি করে সেখান থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা।
লেখকের সম্পর্কে জানুন
অরিজিৎ দে
ডিজিটাল মিডিয়াতে অরিজিতের দুই বছরের অভিজ্ঞতা। এই সময় ডিজিটাল জেলা ডেস্কের তিনি একজন সক্রিয় সদস্য। রাজনীতি বিষয়ক সংবাদ পরিবেশনায় তাঁর বিশেষ আগ্রহ। লেখনীর গুণে তিনি ডিজিটাল মাধ্যমের পাঠকদের আকৃষ্ট করতে পারে এমন তথ্যপূর্ণ নিবন্ধ তৈরিতে সদা সচেষ্ট। পশ্চিমবঙ্গ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে নিরন্তর কৌতূহল সাংবাদিক হিসেবে তাঁর দক্ষতাকে অনবরত ঋদ্ধ করে চলেছে। কর্মসূত্রে একাধিক প্রখ্যাত রাজনীতিকের সাক্ষাৎকার তেওয়ার সুযোগ তাঁর হয়েছে। অবসর সময়ে বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ভালোবাসেন ক্রিকেট, রান্না ও নতুন নতুন জায়গা ঘুরে দেখতে।... আরও পড়ুন

পরের খবর