অ্যাপশহর

উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে যারা

মধা তালিকার ভিত্তিতে প্রথম দশ স্থানাধিকারীর নাম

EiSamay.Com 30 May 2017, 1:31 pm
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি মহুয়া দাস। মধা তালিকার ভিত্তিতে প্রথম দশ স্থানাধিকারীর নাম দেওয়া হল:
EiSamay.Com higher secondary 2017 merit list
উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে যারা



অর্চিষ্মান পাণিগ্রাহী

প্রথম: প্রথম হয়েছে অর্চিষ্মান পাণিগ্রাহী (হুগলি কলেজিয়েট স্কুল) ৯৯.২ শতাংশ

দ্বিতীয়: মায়াঙ্ক চট্টোপাধ্যায় (হুগলির মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়) , উপমন্যু চক্রবর্তী (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন) ৯৮.৪ শতাংশ।

তৃতীয়: সুরজিত লোহার (বাঁকুড়া জেলা স্কুল) , শুভম সিংহ (আরামবাগ হাইস্কুল) ৯৭.৮ শতাংশ

চতুর্থ: চিন্ময় অধিকারী (ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল), আদর্শ অগ্রবাল (কলকাতা শ্রী জৈন বিদ্যালয়) ৯৭.২ শতাংশ

পঞ্চম: হিরন্ময় রায় (ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল), সমীক দত্ত, (উষা গ্রাম বয়েজ হাইস্কুল), রোহিত কুমার (আসানসোল ওল্ড স্টেশন হাইস্কুল), শুভদ্বীপ সিংহ মহাপাত্র (বাঁকুড়া জেলা স্কুল) ৯৭ শতাংশ

ষষ্ঠ: ধ্রুবজ্যোতি সেন (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), মঞ্জিষ্ঠা সাহা (কলকাতা বিদ্যাভারতী গালর্স) ৯৬.৮ শতাংশ

সপ্তম: রণদ্বীপ কুমার মাহাতো (রায়গঞ্জ করোনেশন স্কুল), রৌনক চক্রবর্তী (গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইন্সটিটিউশন, মুর্শিদাবাদ), রণদ্বীপ কুমার মাহাতো (রায়গঞ্জ করোনেশন স্কুল), রৌনক চক্রবর্তী (গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইন্সটিটিউশন, মুর্শিদাবাদ) প্রাপ্ত নম্বর ৯৬.৬ শতাংশ

অষ্টম: দেবাশিষ সাহা (কোচবিহার- তুফানগঞ্জ এন এন এম স্কুল), কৌশিক দাস (কোচবিহার রামভোলা হাইস্কুল), আরাধ্যা পান্ডে (পুরুলিয়া জেলা স্কুল), অরণ্য দত্ত(নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন) এদের প্রাপ্ত নম্বর ৯৬.৪ শতাংশ।

নবম: দেবমাল্য সরকার (কোচবিহারের জেনকিন্স স্কুল), শুভদ্বীপ রায়(কোচবিহারের জেনকিন্স স্কুল), ঋদ্ধিমান সাহা (কোচবিহারের জেনকিন্স স্কুল) অনন্য নিমো (হুগলির বেঙ্গলি হাই স্কুল), দিব্যদ্বীপ চট্টোপাধ্যায় উত্তর পাড়া গভমেন্ট হাইস্কুল, পিনাকি চট্টোপাধ্যায় বাঁকুড়া কেন্দুয়াদিহি হাইস্কুল, শুভজিত্ মণ্ডল (বাঁকুড়া জেলা স্কুল)। তৃষা চট্টোপাধ্যায় (বেলুড় হাইস্কুল)। এদের প্রাপ্ত নম্বর ৯৬.২ শতাংশ।

দশম: সৌরিশ বন্দ্যোপাধ্যায় (বীরভূম জেলা স্কুল), কুষল মোদক (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল), জয়শ্রী নন্দী (বাঁকুড়া রাজগ্রাম বি রাহা ইন্সটিটিউশন), বৈষ্ণ বিশ্বাস (সাউথ পয়েন্ট হাইস্কুল), কুহু ঘোষ (টাকি গভমেন্ট হাইস্কুল), ইমান বর্মন (হাওড়া জেলা স্কুল), সৌমিক দাস(রামকৃষ্ণ মিশন রহড়া) এদের প্রাপ্ত নম্বর ৯৬.০ শতাংশ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল