অ্যাপশহর

Sisir Adhikari on Suvendu Adhikari: ‘নতুন পথ দেখাচ্ছে শুভেন্দু’, কাঁথিতে ছেলের প্রশংসায় পঞ্চমুখ শিশির!

শুভেন্দুই বাংলাকে পথ দেখাচ্ছে দাবি শিশির অধিকারীর। কাঁথির সভা থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদের মুখে বিজেপি নেতার প্রশ্ংসা

Produced byএলিনা দত্ত | Lipi 27 Jan 2023, 10:15 pm
Purba Medinipur News : কাগজে কলমে তিনি এখনও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congess) সাংসদ৷ সেই অশীতিপর রাজনীতিক শিশির অধিকারীর (Sisir Adhikari) কণ্ঠে এবার নিজের ছেলে এবং BJP নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দরাজ প্রশংসা। আর এর ফলেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি এবার তিনি ছেলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পথেই BJP-তে যোগ দেবেন? যদিও এই প্রশ্নের উত্তর মেলেনি। বৃহস্পতিবার কাঁথির (Contai) একটি সরস্বতী পুজোর (Saraswati Puja) অনুষ্ঠানে যান শিশির অধিকারী (Sisir Adhikari)। নাতি দেবদীপ অধিকারীর ক্লাব ‘আন্তরিক’-র সরস্বতী পুজোর ফিতে কেটে শুভ উদ্বোধন করেন বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী। সেখানেই তিনি বলেন, “কাঁথি জন্ম দিয়েছে শুভেন্দুর। যে শুভেন্দু আজ বাংলার মানুষকে আলো দেখাচ্ছেন। শুভেন্দু তাঁর সর্বস্ব দিয়ে লড়াই করে গণতান্ত্রিক জগৎকে আলোকিত করে রেখেছেন। আর এই কথা কিন্তু আমি নিজের ছেলে বলে বলছি না।”
EiSamay.Com siSir adhikari


এদিন সরাসরি কাঁথি থানার পুলিশকে (Kanthi Police Station) আক্রমণ করেছেন বর্ষীয়ান সাংসদ। তিনি বলেন, “‌গত দেড় বছর ধরে কাঁথি শহরে পুলিশকে স্যালুট করে চলতে হচ্ছে। পুলিশের বড়বাবুটা ভাল কাজ করছেন। কেউ কোথাও অন্য পার্টি করলে তাঁকে ডেকে পাঠাচ্ছেন। হাজিরা দিতে হচ্ছে। পয়সার তো একেবারে বন্যা বইছে। কত টাকা ঘুষ নিয়েছেন? এরকম জিনিস কোথাও শুনিনি আগে কখনও। কিছু মানুষ টাকা দিচ্ছেন”। সরাসরি নাম না করে নরেন্দ্র মোদীকে রামচন্দ্রের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, “‌রামচন্দ্র এখন রাষ্ট্রনেতা হয়েছেন”। এছাড়াও তিনি বলেন, “শুভেন্দু অধিকারীর নামে যদি ২৮ টি মামলা হয়, সৌমেন্দু অধিকারীর নামে ১০ টি মামলা হয়, তাহলে রামের নামে ৪ টে মামলা হয়!”

Governor C V Ananda Bose: ‘হাতেখড়ি’ সেরেই দিল্লি গেলেন রাজ্যপাল, ‘জয় বাংলা’ ধ্বনি দেওয়ায় শাহর তলব?

বৃহস্পতিবার পুজো উদ্বোধনী অনুষ্ঠানে শিশির ছাড়াও BJP প্রতীকে জেতা দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস সহ এলাকার কাউন্সিলর উপস্থিত ছিলেন। এত কিছুর সঙ্গে শিশিরের সংযোজন, “লন্ডন থেকে আমাকে সকালে ফোন করছে, কলকাতার একটি জনপ্রিয় পেপারে কাঁথির ইতিহাস বেরিয়েছে। বুকটা ফেটে যায়।” কাঁথির সাংসদ শিশির অধিকারীর এই বক্তব্যে নতুন করে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। জল্পনা ছড়িয়েছে তাঁর সরাসরি BJP-তে যোগদান নিয়েও। ২০২০ সালে শুভেন্দু অধিকারী BJP-তে যোগ দেওয়ার পর থেকেই শিশির অধিকারী এবং দিব্য়েন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের সম্পর্ক কার্যত ছিন্ন হয়েছে। যদিও খাতা কলমে এখনও দু' জনেই তৃণমূল সাংসদ। শিশির অধিকারী ছেলে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হলেও, শিশিরের এই বক্তব্যকে কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর