অ্যাপশহর

'বুড়ো বয়সে ভীমরতি!' শিশির অধিকারীকে আক্রমণ অখিল গিরির

Sisir Adhikari-কে তীব্র কটাক্ষ TMC Minister and MLA Akhil Giri-এর । একইসঙ্গে দিব্যেন্দু অধিকারীকেও নিশানা অখিলের। একইসঙ্গে স্পষ্ট করলেন কাদের ফেরানো হচ্ছে বা ফেরানো হবে তৃণমূলে।

Lipi 3 Dec 2021, 11:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: 'শিশির অধিকারীর বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, তাই গাড়ি করে BJP পার্টি অফিসে যাচ্ছেন। পুরভোটের আগে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ও দিকে তৃণমূলের সাংসদ হয়ে রয়ে গিয়েছেন।' মহিষাদল এলাকায় এক বিজয়া সম্মিলনীতে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের মৎ্স্যমন্ত্রী ও রামনগর কেন্দ্রের বিধায়ক অখিল গিরি। পাশাপাশি তাঁর ছেলে দিব্যেন্দু সম্পর্কেও একই প্রশ্ন তোলেন অধিকারী পরিবারের চির প্রতিদ্বন্দ্বী অখিল।
EiSamay.Com akhil giri


শুক্রবার মহিষাদল ব্লক তৃণমূলের পক্ষ থেকে এক বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠান মঞ্চেই BJP-র বহু কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের সেচ ও জলপথ দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র, মৎস্যমন্ত্রী অখিল গিরি, চণ্ডীপুরের বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী,তৃণমূলের জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডল,মহিষাদল ব্লক তৃণমূল সভাপতি তথা বিধায়ক তিলক চক্রবর্তী-সহ অন্যরা।

অনুষ্ঠানের শেষে দলত্যাগী তৃণমূল নেতা কর্মীদের ঘর ওয়াপসি নিয়ে কড়া সুরে কথা বলেন অখিল। সাংবাদিকদের তিনি সাফ জানান, ‘যাঁরা ভুল বোঝাবুঝির কারণে দল ছেড়ে BJP-তে গিয়েছিল, তাঁদেরই আমরা তৃণমূলে ফিরিয়ে নিচ্ছি। যাঁরা এক সময় দল ছেড়ে গিয়ে দল সম্পর্কে গরম গরম কথা বলেছেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একের পর এক কুরুচিকর মন্তব্য করে গিয়েছেন, তাঁদের কোনও ভাবেই দলে ফেরানো হবে না। সোজা কথা, যাঁরা নরমপন্থী BJP ছিলেন, তাঁদেরই তৃণমূলে ফিরিয়ে নেওয়া হবে। বাকিদের নয়।’

এ প্রসঙ্গেই উঠে আসে শিশির অধিকারী ও তাঁর ছেলে দিব্যেন্দু অধিকারীর কথা। অখিল গিরি স্পষ্ট বলেন, ‘দিব্যেন্দু অধিকারী, শিশির অধিকারীর অবস্থান সম্পর্কে আমি কিছু বলতে পারব না। মাননীয়া মুখ্যনন্ত্রী ও বিষয়ে যা বলার তা বলবেন আমরা জানি না। শিশিরবাবুর বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তাই গাড়ি চড়ে BJP-র পার্টি অফিসে গিয়ে ঢুকছেন। পুরভোটের আগে এলাকায় এলাকায় ঘুরছেন। এ দিকে ৩ লক্ষ টাকা বেতনের লোভে পদটাও ছাড়তে পারছেন না।’

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গলা চড়িয়েছেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী অখিল গিরি। তিনি বলেন, ‘এক মাস অপেক্ষা করুন ওর বিরোধী দলনেতা পদটাই চলে যাবে। আর দিব্যেন্দু তো তমলুকের সাংসদ। তমলুকের মানুষ ওঁর মুখ দেখে ভোট দিয়েছিল? ওঁকে কি উত্তম কুমারের মতো দেখতে? মানুষ ভোট দিয়েছে প্রতীকে, আর এখন পদ বা দল ছাড়ছেন না। তলে তলে তৃণমূল এর সর্বনাশ করেছেন।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল