অ্যাপশহর

Suvendu Adhikari: ''২০ জন রেফার রোগী মারা গিয়েছেন...'' হাওড়ায় ঢুকতে না দেওয়া প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু

রাত ১টা থেকে আমার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা শুরু হয়। উলুবেড়িয়ায় জারি করা হয় ১৪৪ ধারা। সেখানে যেতে চেয়েও ‘গ্রেফতার’ হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুভেন্দু বলেন, "সোমবার আদালতে যাব। আমাকে একা হাওড়ার দলীয় কার্যালয় পরিদর্শনের অনুমতি দেওয়ার জন্য আবেদন করব। "

Produced byMaitreyi Mukherjee | Lipi 12 Jun 2022, 4:51 pm

হাইলাইটস

  • শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে পুলিশি পাহারা
  • শনিবার রাত থেকেই গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় পুলিশের তরফে।
  • হাওড়া যেতে চেয়ে ‘গ্রেফতার’ হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
পদ্মশ্রী, পদ্মভূষণ কোনও দিন পাবেন না মমতা: শুভেন্দু
শনিবার হাওড়ার (Howrah) পাঁচলায় গিয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এলাকা পরিদর্শন করেছিলেন তিনি। এরপর ফের অশান্তি ছড়িয়ে পড়ে হাওড়ার বিভিন্ন এলাকায়। উলুবেড়িয়ায় (Uluberia) জারি করা হয় ১৪৪ ধারা। সেখানে যেতে চেয়েও ‘গ্রেফতার’ হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই পরিস্থিতে রবিবার হাওড়ায় যাওয়ার কথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। যদিও তাঁকে হাওড়ায় যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে। তাঁর হলদিয়ার বাড়ির সামনে শনিবার রাত থেকেই গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় পুলিশের তরফে। এমনকী, সকাল থেকেও তাঁর বাড়ির সামনে পুলিশি পাহারা দেখতে পাওয়া যায়। এই ঘটনায় রাজ্য সরকারের (State Government) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, "আমার বাড়িতে বয়স্ক বাবা-মা থাকেন। সেখানে রাত থেকে গার্ডরেল এনে অসভ্যতার কোনও মানে হয় না। এই ধরনের প্রতিহিংসার রাজনীতি আমি কখনও দেখিনি।" এমনকী, হাওড়ায় অবরোধের জেরে একাধিক জেলা মিলিয়ে মোট ২০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তিনি।
BJP নেতা কালোসোনা মণ্ডলকে তলব CBI-এর
হাওড়ায় রবিবারও থমথমে রয়েছে পরিস্থিতি। এদিকে উলুবেড়িয়ায় বিজেপির যে দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে রবিবার তা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এদিকে শনিবার রাত থেকেই তাঁর বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, "রাত ১টা থেকে আমার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা শুরু হয়। সুকান্তবাবুর বাড়ির সামনে যেমন হয়েছিল তেমনই হচ্ছে। অশোক দিন্দার মায়ের মৃত্যু হয়েছে। সেই কারণে শ্রাদ্ধের অনুষ্ঠানে যোগ দিতে আমি এসেছিলাম। তো মুখ্যসচিবকে সেই কার্ডও আমি পাঠিয়েছি। এরপর তাঁকে হোয়াটসঅ্যাপে লিখেছিলাম যে হাওড়া গ্রামীণ শুরু হয় কোলাঘাটের পর থেকে। তাহলে এখানে কি রয়েছে? আমার যাওয়ার কথা রয়েছে উলুবেড়িয়া মনসাতলায়। তাহলে এখানে গার্ডরেল লাগিয়ে কী হবে? তারপর কী করেছে আমি জানি না। রাজ্যপালকেও বিষয়টা জানিয়েছি।"
Sukanta Majumdar: গ্রেফতারির কয়েক ঘণ্টা পর ছাড়া পেলেন সুকান্ত মজুমদার

এরপর আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। বলেন, "আমাকে আদালতে যেতে হবে। কারণ বাংলায় বিরোধী দল গণতন্ত্র সবই বেঁচে রয়েছে বিচার ব্যবস্থার জন্য। তাই আমাকে আদালতেই যেতে হবে। আমার কলকাতাতেও অনুষ্ঠান রয়েছে। সেই কারণে মুখ্যসচিবকে লিখেছিলাম যে ১৪৪ ধারা যেহেতু জারি রয়েছে তাই আমাকে একা যেতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। ৪ জনের নিচে থাকলেই তো হবে। ৫ মিনিট থেকে আমি চলে আসব। কিন্তু, আমি জানি যে সরকার রাজি হবে না। আমি আইন মেনে চলব। কিন্তু, রাজ্যের মানুষ এই অসভ্যতা দেখুক। আমার বাড়িতে বয়স্ক বাবা-মা থাকেন। সেখানে রাত থেকে গার্ডরেল এনে অসভ্যতার কোনও মানে হয় না। এই ধরনের প্রতিহিংসার রাজনীতি আমি কখনও দেখিনি। আমি সোমবার আদালতে যাব। IC কাঁথি, SP পূর্ব মেদিনীপুর, DGP ও মুখ্যসচিবের বিরুদ্ধে অভিযোগ জানাব। বিরোধী দলকে আটকানোর জন্য পুলিশ এখন যা করছে সেটা আগে করলে ভালো হত। তাহলে আর বিভিন্ন জেলা মিলিয়ে ২০ জন রেফার রোগীর মৃত্যু হত না।"
Howrah News: ১৪৪ ধারা জারি, থমথমে উলুবেড়িয়া! অগ্নিদগ্ধ কার্যালয় পরিদর্শন দিলীপের

রাজ্য সরকারের পাশাপাশি এই ঘটনায় CPIM-এর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, "বিজেপিকে দোষ দিয়ে কী হবে? আসলে বিজেপি রাস্তায় নেমে লড়াই করছে সেই কারণেই বিজেপিকে দোষ দেওয়া হচ্ছে। আনিস খানের ঘটনায় মহম্মদ সেলিম রাস্তায় নেমেছিলেন। কিন্তু, মহম্মদ সেলিমকে এখন কেন দেখতে পাওয়া যাচ্ছে না? আমাদের দলীয় কার্যালয় যদি পোড়ানো না হত তাহলে তো আমরা কিছুই করতাম না। সুকান্ত মজুমদারের দুটি দলীয় কার্যালয় পরিদর্শনের কথা ছিল। সেগুলো আমাদের কেনা পার্টি অফিস। আমার উদ্দেশ্য সেখানে যাব আর কতটা ক্ষতি হয়েছে তা দেখব। FIR হয়েছে কিনা খতিয়ে দেখব। পুলিশ গ্রেফতার করলে করবে। আমরা তো প্রায়ই গ্রেফতার হচ্ছি।" হাওড়ায় ঢুকতে না দিলে সোমবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।
লেখকের সম্পর্কে জানুন
Maitreyi Mukherjee

পরের খবর