অ্যাপশহর

West Bengal Panchayat Election : নন্দীগ্রামে 'নির্দল' কাঁটা, পৃথক মঞ্চ করে পঞ্চায়েতে লড়ার 'হুংকার' তৃণমূল বিক্ষুব্ধদের

নন্দীগ্রামে তৃণমূল বিক্ষুব্ধ কিছু নেতা পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত নিলেন।

Produced byদেবদীপ চক্রবর্তী | Lipi 10 Jun 2023, 6:43 pm

হাইলাইটস

  • নন্দীগ্রামে তৃণমূলের নির্দল কাঁটা
  • 'অঞ্চল উন্নয়ন পর্ষদ' নামে নতুন মঞ্চ নির্মাণ
  • নির্দল প্রার্থী দেওয়া হবে পঞ্চায়েত নির্বাচনে


EiSamay.Com Nandigram Trinamool Congress
নন্দীগ্রামে বিক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। নিজস্ব চিত্র
আগামী পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের পঞ্চায়েত আসনগুলির দিকে বিশেষ নজর থাকবে রাজনৈতিক দলগুলির। তবে এর মাঝেই শাসক দলের জন্য নতুন কাঁটা দেখা গেল নন্দীগ্রামে। তৃণমূল বিক্ষুব্ধ কিছু নেতৃত্ব ভিন্ন ছাতার তলায় আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের বার্তা দিলেন। 'অঞ্চল উন্নয়ন পর্ষদ' নামে তৈরি হচ্ছে নতুন সংগঠন। নির্দল হিসাবে লড়বেন প্রত্যেক আসনে।
West Bengal Panchayat Election : ১ দিন অতিক্রান্ত, মহিষাদলে মনোনয়ন জমা করল না তৃণমূল
তৃণমূলের জন সংযোগ বজায় রাখতে দলের পক্ষ থেকে 'নব জোয়ার' কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচি শেষ হতে চলেছে। কিন্তু পঞ্চায়েত ভোটে দলে স্বচ্ছতা বজায় রাখা হয়নি বলে অভিযোগ তৃণমূলের একাংশের। তাঁদের অভিযোগ, যারা অস্বচ্ছ বলে পরিচিত তাদের দিয়ে দল চালানো হচ্ছে।
এই অভিযোগকে সামনে রেখে নন্দীগ্রামের আদি তৃণমূল নেতা-কর্মীরা তৃণমূল ছেড়ে 'অঞ্চল উন্নয়ন পর্ষদ' গঠন করে নন্দীগ্রাম বিধানসভার ১৭ টি অঞ্চলে প্রার্থী দিয়ে লড়াই করার বার্তা দেন তৃণমূল নেতৃত্বরা। তৃণমূল নেতা কুরবান মল্লিক ও বাবুলাল আক্তার নেতৃত্বে নতুন এই সংগঠন গঠন করে পৃথক ভাবে লড়াইয়ের বার্তা দিলেন।

Purba Medinipur News : নিজের স্ত্রীকে মারধর-ছেলেকে খুনের অভিযোগ! হাড়হিম করা ঘটনা নন্দকুমারে
কুরবান মল্লিক ও বাবুলাল আক্তাররা জানান, আমরা ২০০৭ সাল থেকে তৃণমূল থেকে নানা মামলা মাথায় নিয়ে দলটা করেছি। দীর্ঘদিন দলের সঙ্গে রয়েছি। কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। যারা অসৎ, যাদের নামে একাধিক অপরাধের রয়েছে তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি নন্দীগ্রাম বিধানসভায় ১৭ টি অঞ্চলে "অঞ্চল উন্নয়ন পর্ষদ " নামে সংগঠন করে প্রার্থী দেব।

Purba Medinipur News : করমণ্ডল বিপর্যয়ের বলি ৪ তরতাজা প্রাণ, দেহ ফিরতেই চোখে জল গোটা গ্রামের
তাঁরা বলেন, "আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবারে স্বচ্ছ পঞ্চায়েত গঠন করা হবে। আমার আশাপূর্ণ হয়েছিলাম। কিন্তু পরে দেখলাম যারা প্রমাণিত অপরাধী তারাই পঞ্চায়েত নির্বাচনেই প্রাধান্য পাচ্ছে। সেই কারণেই আমরা পুরনো কর্মীরা আলাদা হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।"
উলেখ্য, শুক্রবার রাতে নন্দীগ্রামের তিনবারের বিজেপির প্রার্থী, বর্তমান সোনাচূড়ার পর্যবেক্ষক বিজন দাস দলে কাজ করার সুযোগ না পাওয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।

Akhil Giri: অভিষেকের নিরাপত্তারক্ষীদের ধাক্কা, আহত অখিল গিরি!

দলে কাজ করা বা গুরুত্ব না পাওয়ায় যেনন বিজেপি নেতা তৃণমূলে তেমনি তৃণমূলের নেতৃত্বরা গুরুত্ব না পাওয়ায় এবার নির্দলে লড়াই করার বার্তা। এখন দেখার পঞ্চায়েত ভোটে 'অঞ্চল উন্নয়ন পর্ষদ' প্রার্থীরা পঞ্চায়েত ভোটে লড়াই করে না দলে আবার ফিরে আসে।
কয়েক সপ্তাহ আগেই পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম এলাকায় নব জোয়ার কর্মসূচি করে এসেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্ব স্তরের নেতৃত্বকে এক হয়ে লড়াইয়ের বার্তা দেন। তার মাঝেই দলের মধ্যেই এই ভাঙন নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও বিষয়টি এখনও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোনও মন্তব্য প্রকাশ করেননি।
লেখকের সম্পর্কে জানুন
দেবদীপ চক্রবর্তী
১২ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত দেবদীপ। দৈনিক কাগজের রিপোর্টিং থেকে ডেস্কের কাজ সবেতেই সাবলীল। সাপ্তাহিক পত্রিকা থেকে কর্মজীবনের শুরু। রাজনীতি ও অপরাধমূলক খবরের প্রতি বিশেষ ঝোঁক। কোচবিহার থেকে কাকদ্বীপের ছোট-বড় সব ঘটনাই নিয়মিত পাঠকের সামনে তুলে ধরেন। জাতীয় রাজনীতি, বিজ্ঞান ও প্রযুক্তির খবর ভালোবাসার জায়গা। খবরের ভেতরের খবর খুঁজে বের করার মানসিকতা বজায় রাখেন সব সময়। সাংবাদিকতার পাশাপাশি ছবি তোলা ও ঘুরতে যাওয়ার শখ রয়েছে।... আরও পড়ুন

পরের খবর