অ্যাপশহর

Nandigram Bomb Blast : পঞ্চায়েত নির্বাচনের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূল কর্মীর বাড়ি সামনে বোমাবাজির অভিযোগ

নন্দীগ্রামের এক তৃণমূল কর্মীর বাড়ির সামনে বোমাবাজি এবং নির্মীয়মান বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

হাইলাইটস

  • নন্দীগ্রামের কালীচরণপুরে এক তৃণমূল কর্মীর বাড়ির সামনে বোমাবাজি, নির্মীয়মান বাড়িতে অগ্নিকাণ্ড।
  • গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
  • তৃণমূল কর্মী সঞ্জয় দাস এই ঘটনার জন্য স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
Nandigram News: নন্দীগ্রাম থেকেই কি ঘুরে দাঁড়াতে চাইছে বামেরা!
Purba Medinipur News : নন্দীগ্রামের কালীচরণপুরে এক তৃণমূল কর্মীর বাড়ির সামনে বোমাবাজি, নির্মীয়মান বাড়িতে অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ স্থানীয় বাসিন্দা ও এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত সঞ্জয় দাসের নির্মীয়মান বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল কর্মী সঞ্জয় দাস এই ঘটনার জন্য স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। সঞ্জয় দাস কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় 'প্রতিহিংসা' থেকেই এরকম ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তাঁর। তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ (Nandigram Police Station)। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত (Kalicharanpur gram panchayat) এলাকার কালীচরণপুরের বাসিন্দা সঞ্জয় দাস।
Howrah Incident : ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক, মানসিক চাপে আত্মঘাতী গৃহবধূ
আজ ভোর সাড়ে তিনটে নাগাদ তৃণমূল কংগ্রেস কর্মী সঞ্জয় দাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। সঞ্জয় দাসের অভিযোগ, আজ ভোরে সাড়ে তিনটে নাগাদ বাড়ির বাইরে বোমাবাজির এর আওয়াজ শুনতে পাওয়া যায়। বিকট আওয়াজ শুনেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। বাইরে বেরিয়ে দেখেন তাঁদের নতুন নির্মীয়মান মাটির বাড়িতে আগুন জ্বলছে। বিষয়টি দেখেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সকলে। সঙ্গে সঙ্গে এলাকার লোকজনদের চিৎকার করে ডাকেন সঞ্জয় দাস। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা হয়। যদিও ততক্ষণে পুরো বাড়ির অধিকাংশ অংশই পুড়ে যায়। সঞ্জয় দাস বলেন, "আজ ভোর সাড়ে চারটে নাগাদ আমার স্ত্রী বিকট আওয়াজ শুনে বাইরে এসে দেখেন সামনের নির্মীয়মান বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা স্থানীয় কয়েকজনকে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।" অগ্নিকাণ্ডের সময় তাঁর বাড়ির সামনে থেকে দুই দুষ্কৃতীকে বাইক নিয়ে পালিয়ে যেতে দেখা গিয়েছে বলে দাবি সঞ্জয়ের। ঘটনার তদন্তে নন্দীগ্রাম থানার পুলিশ।

Raiganj News: বাড়িতে ঢুকে ভরসন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতি, চাঞ্চল্য রায়গঞ্জে
তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতা বলেন, "তৃণমূলের আর কোনও কাজ নয়, আমাদের নামে দুর্নাম করা ছাড়া। কোনও পারিবারিক গণ্ডগোলের কারণে এরকম ঘটনা ঘটেছে। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।" অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা জানান, "শান্ত নন্দীগ্রামকে অশান্ত করতে চাইছে বিজেপি। সঞ্জয় দাসের একমাত্র দোষ সে বিজেপির সঙ্গে ছেড়ে তৃণমূলে এসে নাম লিখিয়েছে। অশান্তি কায়েম করে রাখতে চাইছে বিজেপি। তবে এটা আমরা হতে দেব না।"
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর