অ্যাপশহর

লক্ষ্মীর ভাণ্ডারের নামে প্রতারণা, অ্যাকাউন্ট থেকে উধাও ৫ হাজার টাকা

রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের নামে প্রতারণা। অ্যাকাউন্ট থেকে টাকা উধাও ছয় মহিলার। ঘটনার তদন্তে নেমেছে মহিষাদল থানা

Lipi 17 Sep 2021, 6:38 pm

হাইলাইটস

  • ৫০০ টাকা পেতে গিয়ে ৫০০০ টাকা উধাও
  • লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামে প্রতারণার
  • প্রতারিত মহিষাদলের ছয় মহিলা
EiSamay.Com cash
এই সময় ডিজিটাল ডেস্ক : লক্ষ্মীর ভাণ্ডারের ৫০০ টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। অথচ নিজেদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৫০০০ টাকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের এক্তারপুরে এলাকায়।
পুলিশ জানায়, মহিষাদল ব্লকের এক্তারপুরে এলাকার জানা পরিবারের ছয় মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। ওই ছয় মহিলার মধ্যে ৫ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫,০০০ টাকা করে এবং আরেকজনের অ্যাকাউন্ট থেকে ১,৫০০ টাকা সহ মোট ২৬,৫০০ টাকা উধাও হয়ে গিয়েছে। এই ঘটনায় মহিষাদলের গোপালপুরের বাসিন্দা তুষার অধিকারী নামে এক যুবককে আটক করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মহিষাদল থানার OC স্বপন গোস্বামী।

শরীর থেকে রক্ত বার করে তিলক কেটে, প্ল্যাকার্ড লিখে নিয়োগের দাবি চাকরিপ্রার্থীদের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সমস্ত মহিলার মত মহিষাদল ব্লকের এক্তারপুরে এলাকার জানা পরিবারের ছয় মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেছিলেন। কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার পর অনেকগুলো দিন কেটে গেলেও তাঁদের ফোনে মেসেজ আসেনি। এরপর গত ১৫ সেপ্টেম্বর ওই এক্তারপুর এলাকায় দুয়ারে সরকার শিবির হয়েছিল। সেই শিবিরে জানা পরিবারের ওই ছয় মহিলা যান এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মেসেজ কেন আসেনি সে বিষয়ে শিবিরে উপস্থিত লোকেদের জিজ্ঞাসাবাদ করেন। সেখানে পুনরায় তাঁদের নাম ও ফোন নম্বর নেওয়া হয়। এর পরের দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর মহিষাদলের গোপালপুরের বাসিন্দা তুষার অধিকারী জানা বাড়িতে যান। তিনি ওই পরিবারের ছয় মহিলার থেকে পরিচয়পত্র, ব্যাঙ্কের নথি নেওয়ার পাশাপাশি আঙুলের ছাপও নেন। এরপর সেদিন বিকালেই দেখা যায়, ওই ছয় মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে। ৫ জনের অ্যাকাউন্ট থেকে ৫০০০ করে এবং একজনের অ্যাকাউন্ট থেকে ১,৫০০ টাকা কেটে নেওয়া হয়েছে। হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়ায় আকাশ ভেঙে পড়েন জানা পরিবারের ছয় মহিলার। সঙ্গে সঙ্গে তাঁরা মহিষাদল থানায় গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন।ঘটনার তদন্তে নেমে মহিষাদল থানার পুলিশ শুক্রবার তুষার অধিকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

অন্যদিকে, এই ঘটনার সঙ্গে প্রশাসনের কোনও যোগ নেই বলে জানিয়েছেন মহিষাদল ব্লকের BDO যোগেশ চন্দ্র মণ্ডল। তিনি বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। আমরা সরকারি নিয়ম মেনেই দুয়ারে সরকারের শিবির ১৫ সেপ্টেম্বর শেষ করেছি। এই ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। অভিযুক্তের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। পুলিশকে ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল