অ্যাপশহর

Digha Beach: দিঘায় বেড়াতে গিয়ে পোকার কামড়ে অসুস্থ হুগলির ব্যক্তি!

Digha থেকে ঘুরে এসে হাসপাতালে ভর্তি হলেন হুগলির (Hooghly) পাণ্ডুয়ার ব্যক্তি। দিঘায় বেড়াতে গিয়ে বিষাক্ত পোকার কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির বাঁ পা ফুলে গিয়েছে। পায়ে আঁচরের দাগও রয়েছে। তার সঙ্গে গোটা শরীরে প্রচণ্ড যন্ত্রণা এবং জ্বর এসেছে। বর্তমানে ওই ব্যক্তি পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি।

Produced byShukla Bhattacharjee | Lipi 30 Jul 2022, 6:11 pm

হাইলাইটস

  • দিঘায় বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন হুগলির ব্যক্তি!
  • সমুদ্র স্নানে নেমে পোকার কামড়েই তিনি অসুস্থ হয়ে পড়লেন বলে প্রাথমিক অনুমান।
  • বর্তমানে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি।
দিঘার সৈকতে ডলফিনের দেখা! উচ্ছ্বাস পর্যটকদের মধ্যে
দিঘায় (Digha) বেড়াতে গিয়ে বিষাক্ত পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। ওই ব্যক্তির বাঁ পা ফুলে গিয়েছে। পায়ে আঁচরের দাগও রয়েছে। তার সঙ্গে গোটা শরীরে প্রচণ্ড যন্ত্রণা এবং জ্বর এসেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হুগলির (Hooghly) বাসিন্দা ওই ব্যক্তি বর্তমানে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। কিন্তু কী পোকা কামড়েছে তা এখনও স্পষ্ট নয়। ফলে আতঙ্ক ছড়িয়েছে।
Mahishadal: ক্যানেল থেকে মাছ ধরেই স্বনির্ভর হচ্ছেন মহিষাদলবাসী, জালে উঠছে চিংড়িও!
জানা গিয়েছে, পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তির নাম নরেশ বর্মন। হুগলি (Hooghly) জেলার পাণ্ডুয়ার শান্তিনগরের বাসিন্দা গত মঙ্গলবার দিঘা বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সকালে তিনি বাড়ি ফিরে লক্ষ্য করেন, তাঁর বাঁ পা ফুলে গিয়েছে। পায়ে আঁচরের দাগ রয়েছে। এরপর শরীরে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। সেই সঙ্গে প্রচণ্ড জ্বর আসে। এরপর শনিবার সকালেই পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হন তিনি।

Digha: পর্যটক টানতে নতুন রূপে সেজে উঠছে দিঘা, কী কী থাকছে? জানুন
ঠিক কী কারণে নরেশবাবুর পা ফুলল এবং জ্বর, শরীরে যন্ত্রণা শুরু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কী পোকা কামড়েছে সে বিষয়ে সন্দিহান চিকিৎসকেরাও। তবে সমুদ্রে কোনও জলজ পোকা কামড়েছে বলে অনুমান নরেশবাবুর। তিনি বলেন, "গত মঙ্গলবার পরিবার ও বন্ধুদের সঙ্গে বাসে করে দিঘা বেড়াতে গিয়েছিলাম। পরের দিন দিঘার সমুদ্রে স্নান করতে নামি। তখন কিছু বুঝতে না পারলেও পরে বাড়ি ফিরে দেখতে পাই, পা ফুলে গিয়েছে। ভেবেছিলাম, বাসে করে যাতায়াত করা হয়েছে, তাই পা ঝুলিয়ে বসার জন্য পা ফুলে গিয়েছে। পরে দেখতে পাই পায়ে আঁচড়ের দাগ রয়েছে। মনে হয়, বিষাক্ত কোনও পোকা কামড়ে দিয়েছে। এরপর শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়। সঙ্গে জ্বর ও বমি-বমি ভাব।"

Tamluk News: হোমের আবাসিক ও বিশেষভাবে সক্ষমদের বুস্টারডোজ তমলুক স্বাস্থ্যকেন্দ্রে
শুক্রবার বাড়ি ফেরার পর থেকে সময় যত এগোতে থাকে, ততই নরেশবাবুর পা ফুলতে থাকে এবং শরীরে যন্ত্রণা ও জ্বর বাড়তে থাকে। ঝুঁকি এড়াতে নরেশবাবুর পরিবারের লোকজন তাঁকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে পুরুষ বিভাগে ভর্তি করে নেয়।

Digha Sea Beach: দিঘায় বাড়ছে পর্যটকের ভিড়! স্বাধীনতা দিবসের আগে কড়া নজরদারি পুলিশের
কী পোকার কামড়ে নরেশবাবুর এই সমস্যা হতে পারে তা এখনও স্পষ্ট নয়। পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা তাঁকে রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করতে বলেছেন। ওই সমস্ত পরীক্ষার রিপোর্ট এলেই রোগ ধরা পড়বে বলে মনে করছেন চিকিৎসকেরা। ফলে দিঘা থেকে ঘুরে এসে আপাতত পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতলে ভর্তি নরেশবাবু।
লেখকের সম্পর্কে জানুন
Shukla Bhattacharjee

পরের খবর