অ্যাপশহর

Telia Bhola Fish: একটা মাত্র তেলিয়াভোলা, দর উঠল ১৩ লাখ টাকা

Telia Bhola Fish সাধারণত তিন ধরনের হয়। স্ত্রী, পুরুষের পাশাপাশি উভলিঙ্গ বা শঙ্কর প্রজাতির। যা খচ্চর ভোলা নামে স্থানীয় মৎস্যজীবীদের কাছে পরিচিত। সব থেকে বেশি পটকা পাওয়া যায় শঙ্কর প্রজাতির তেলিয়াভোলা থেকে। মৎস্যজীবীরা জানিয়েছেন, পটকার কারণে এই মাছের দাম বেশি। বিদেশের বাজারে পটকা চড়া দামে বিক্রি হয়। ওষুধ ও প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়।

Produced byRupa Saha | Ei Samay 27 Jun 2022, 7:53 am

হাইলাইটস

  • একটা তেলিয়াভোলা মাছ বিক্রি হল ১৩ লাখ টাকায়।
  • দাম শুনে আমি, আপনি অবাক হলেও অবাক নন দিঘা মোহনার মৎস্যজীবীরা।
  • মাছটিকে বিক্রির জন্যে দিঘায় নিয়ে এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবী শিবাজি কবীর।
এই সময়, দিঘা: দশ-বিশটা নয়। মাত্র একটা তেলিয়াভোলা মাছ বিক্রি হল ১৩ লাখ টাকায়। দাম শুনে আমি, আপনি অবাক হলেও অবাক নন দিঘা মোহনার মৎস্যজীবীরা। কেন?
দিন কয়েক আগে ৩০ কেজি ওজনের একটি ভোলা মাছ নয় লাখ টাকায় বিক্রি হয়েছে দিঘা মোহনার পাইকারি মাছের বাজারে। রবিবার কার্তিক বেরার মাছের আড়তে ৫০ কেজি ওজনের ওই বিশাল আকারের তেলিয়া ভোলা মাছটি ২৬ হাজার টাকা কেজি দরে ১৩ লাখ টাকায় বিক্রি হয়। মাছটিকে বিক্রির জন্যে দিঘায় নিয়ে এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবী শিবাজি কবীর।
Hilsa Fish: মরশুমের প্রথম ইলিশ এল মাছ বাজারে, জানুন দাম
কার্তিক বেরা বলেন, ''মাছটির প্রকৃত ওজন ৫৫ কেজি হলেও আড়তের নিয়মে পাঁচ কেজি বাদ দিয়ে ৫০ কেজি ওজনে বিক্রি হয়েছে। মাছটি স্ত্রী প্রজাতির। পেটে ডিম থাকার কারণে পটকার পরিমান কম হওয়ায় কিছুটা কম দামে বিক্রি হয়েছে। প্রথমে মাছের ডাক পাঁচ হাজার টাকা প্রতি কিলোতে শুরু হলেও তিন ঘণ্টা ধরে দরদামের পরে প্রতি কিলো মাছের দাম দাঁড়ায় ২৬ হাজার টাকাতে। কলকাতার একটি সংস্থা মাছটি কিনে নেন।'' মৎস্যজীবীরা জানিয়েছেন, পটকার কারণে এই মাছের দাম বেশি। বিদেশের বাজারে পটকা চড়া দামে বিক্রি হয়। ওষুধ ও প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়।
Digha: তিনবছরের খরা শেষে রূপোলি শস্যের ঢল! এবার ইলিশ অভিযানে সাগরে মৎস্যজীবীরা

তেলিয়া ভোলা সাধারণত তিন ধরনের হয়। স্ত্রী, পুরুষের পাশাপাশি উভলিঙ্গ বা শঙ্কর প্রজাতির। যা খচ্চর ভোলা নামে স্থানীয় মৎস্যজীবীদের কাছে পরিচিত। সব থেকে বেশি পটকা পাওয়া যায় শঙ্কর প্রজাতির তেলিয়াভোলা থেকে। দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, ''এই প্রজাতির মাছ খুব কম ধরা পড়ে। বছরে পাঁচ-সাতটা মাছ ধরা পড়াটা বিরাট ব্যাপার। অনেকটা লটারি পাওয়ার মতো।''
লেখকের সম্পর্কে জানুন
Rupa Saha

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল