অ্যাপশহর

Suvendu Adhikari : ক্ষমা চাননি কুণাল-শশী, মানহানির মামলা দায়ের শুভেন্দুর ভাই সৌমেন্দুর

দুই তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী। জাগো বাংলার সম্পাদকের বিরুদ্ধেও মামলা দায়ে করা হয়েছে।

Produced byঅরিজিৎ দে | Lipi 22 Mar 2023, 3:18 pm

হাইলাইটস

  • শশী পাঁজা ও কুণাল ঘোষের নামে মামলা রুজু করলেন সৌমেন্দু অধিকারী
  • জাগো বাংলা মুখপত্রের সম্পাদকের নামেও মামলা রুজু করা হয়েছে
  • শুভেন্দু অধিকারীর মানহানি করা হয়েছে বলে অভিযোগ
Kunal Ghosh Video: 'বিধানসভা যাওয়ার পথে ওকে গ্রেফতার করা হোক', দাবি কুণালের
শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিচতে যোগদানের পর থেকে রাজ্যের শাসকদলের সঙ্গে অধিকারী পরিবারের বিরোধ চরমে উঠেছে। সেই তালিকায় নবতম সংযোজন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নামে মামলা। দুই তৃণমূল নেতার বিরুদ্ধে কাঁথি আদালতে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতার ভাই তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। ৭২ ঘণ্টার মধ্যে তাঁর পাঠানো নোটিশের উত্তর না দেওয়ায় মামলা দায়ের করেছেন তিনি।
Soumendu Adhikari Shashi Panja : শশী পাঁজাকে আইনি নোটিস সৌমেন্দুর
বুধবার সকালে কাঁথি আদালতে উপস্থিত হন সৌমেন্দু। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। এই দিনই কুণাল ও শশীর বিরুদ্ধে মামলা দায়ের করেন শুভেন্দুর ভাই। এদিন আদালতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমেন্দু বলেন, " কুনাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা আমার দাদা সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছেন। আমি ৭২ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলে তাঁদের নোটিশ পাঠিয়েছিলাম। কোনও সদুত্তর না পাওয়ার কারণে আদালতে মামলা দায়ের করলাম। আইনিভাবে বিষয়টির মোকাবিলা করব।"

সৌমেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, "কাঁথি দেওয়ানি আদালতে এদিন তিনটি মামলা দায়ের করা হয়েছে। মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল নেতা কুণাল ঘোষ ও জাগো বাংলা পত্রিকার সম্পাদকের নামে মামলা করা হয়েছে। কুণাল ও শশীর বিরুদ্ধে ৫০০ ধারায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। কুণালের আইনজীবী নোটিশ পাঠিয়েছিলেন, কোনও উত্তর দেওয়া হয়নি বলে মামলা করা হয়েছে।"

Nisith Pramanik : নিশীথের কনভয়ে হানা: এসপি রিপোর্টে অভিযুক্ত বিজেপিই
রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে। শাসকদলের একের পর এক নেতা ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছেন। আদালতের রায়ে শিক্ষক, গ্রুপ সি ও ডি পদে কর্মরত অনেকের চাকরি গিয়েছে। আদালতের নির্দেশে পূর্ব মেদিনীপুরে গ্রুপ সি হিসেবে কর্মরত ৪৫৫ জনের চাকরি যায়। ১৩ মার্চ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ফেসবুকে শুভেন্দুকে নিশানা করেন। এমনকী জাগো বাংলা পত্রিকায় গ্রেফতার চাই শুভেন্দু অধিকারীর’ এই শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

Partha-Arpita Love Story : '...গজব কাহানি' থেকে 'নন ইস্যু'! অপা-র রঙিন খুনসুটি নিয়ে সাদা-কালোয় শাসক-বিরোধী
অন্যদিকে ১৫ জানুয়ারি কলকাতায় সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করেন মন্ত্রী শশী পাঁজা। তিনি অভিযোগ করেন শুভেন্দু অধিকারীর সুপারিশে ৫৫ জনের চাকরি হয়েছিল। ৫৫ জনের মধ্যে সঞ্জীব শুক্ল শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। দুটিতেই শুভেন্দুর মানহানি হয়েছে বলে দাবি করেছেন সৌমেন্দু। যদিও এই বিষয়ে জেলা বা রাজ্য তৃণমূলের কারও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
লেখকের সম্পর্কে জানুন
অরিজিৎ দে
ডিজিটাল মিডিয়াতে অরিজিতের দুই বছরের অভিজ্ঞতা। এই সময় ডিজিটাল জেলা ডেস্কের তিনি একজন সক্রিয় সদস্য। রাজনীতি বিষয়ক সংবাদ পরিবেশনায় তাঁর বিশেষ আগ্রহ। লেখনীর গুণে তিনি ডিজিটাল মাধ্যমের পাঠকদের আকৃষ্ট করতে পারে এমন তথ্যপূর্ণ নিবন্ধ তৈরিতে সদা সচেষ্ট। পশ্চিমবঙ্গ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে নিরন্তর কৌতূহল সাংবাদিক হিসেবে তাঁর দক্ষতাকে অনবরত ঋদ্ধ করে চলেছে। কর্মসূত্রে একাধিক প্রখ্যাত রাজনীতিকের সাক্ষাৎকার তেওয়ার সুযোগ তাঁর হয়েছে। অবসর সময়ে বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ভালোবাসেন ক্রিকেট, রান্না ও নতুন নতুন জায়গা ঘুরে দেখতে।... আরও পড়ুন

পরের খবর