অ্যাপশহর

Co Operative Election: পঞ্চায়েতের আগেই ফের ফ্লপ নন্দকুমার মডেল, হলদিয়ার সমবায়ে জোটকে হারিয়ে বিপুল জয় তৃণমূলের

বিজেপি, সিপিএম কংগ্রেসের সমন্বয় জোটকে পরাস্ত করে জয়ী তৃণমূলের।

Produced byএলিনা দত্ত | Lipi 17 Feb 2023, 7:32 pm
West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচন আসন্ন। আরও একবার ফ্লপ 'নন্দকুমার মডেল' (Nandakumar Model)। হলদিয়ায় দ্বারিবেড়্যা গ্রাম্য সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে নন্দকুমার মডেলকে দুরমুশ করে জয়ী শাসকদল তৃণমূল। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই জয় সংগঠনে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে শীর্ষ নেতৃত্ব।
EiSamay.Com co opertive election haldia


শুক্রবার সকাল ১০ টা থেকে হলদিয়ায় দ্বারিবেড়্যা গ্রাম্য সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। সমবায় সমিতির মোট ৪২ টি আসনে এদিন হয় ভোটগ্রহণ।

হলদিয়া কো-অপারেটিভ নির্বাচন



৪২ টি আসনে শাসকদল তৃণমূলের সঙ্গে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের অলিখিত সমন্বয় জোট গঠন করে লড়াই হয়। ৪২ টির মধ্যে শাসকদল তৃণমূল এককভাবে ৩৭ টি আসনে জয়লাভ করে। অন্যদিকে সমন্বয় জোটের ঝুলিতে আসে ৫ টি আসন।

Tripura Assembly Election 2023 : বাম-কংগ্রেস জোটকেই সমর্থন, ত্রিপুরায় ভোটের মুখে রাজার কথায় নয়া জল্পনা

জয়ের পর এদিন দ্বারিবেড়্যা কালী মন্দির প্রাঙ্গণে যেন সবুজ ঝড়। উচ্ছ্বাসে ফেটে পড়ে ঘাসফুল শিবির। সবুজ আবির উড়িয়ে তাসা বাজিয়ে চলে তৃণমূলের বিজয় উৎসব।

এর আগে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় ফ্লপ করেছিল এই 'নন্দকুমার মডেল'। তমুলকের (Tamluk) শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড় ব্যবধানে জয় পায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

সমবায়ের ৪৩টি আসনের মধ্যে ৩৯টিতেই জেতে ঘাসফুল। অন্যদিকে বাম-BJP জোটে ওখানে দখল করতে পারে মাত্র ৪টি আসনে। পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে আরও একবার মুখ থুবড়ে পড়ে নন্দকুমার মডেল।

Rabindranath Ghosh: 'BJP কর্মীরা ভোট চাইতে এলে কাটারি দেখান-ঝাঁটা মারুন...', নিদান রবীন্দ্রনাথ ঘোষের

নন্দকুমার মডেল



পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সমবায় সমিতির নির্বাচনে বাম বিজেপি জোটের জয়ের পরই এই সমন্বয় জোট রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দেয়। 'নন্দকুমার মডেল'-র সাফল্যের পর একের পর এক বিজেপি নেতা এর সপক্ষে সওয়াল করেছিলেন।

Narendra Modi At Tripura : 'বাম-কংগ্রেস দো ধারি তলোয়ার', ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকারের ডাক মোদীর
বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ বলেছিলেন, "আমরা সবাইকে সঙ্গে নিয়ে তৃণমূলকে হারাতে চাই। তৃণমূলকে হারাতে নিচুস্তরে অন্য দলের সঙ্গে জোট হলে তবে সমস্যার কিছু নেই।"
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর