অ্যাপশহর

দিঘায় জালে উঠল এমন মাছ, মুহূর্তে ৩৫ হাজারের মালিক মৎস্যজীবী

এমন মাছ তো রোজ রোজ জালে ওঠে না! মৎস্যজীবীদের নৌকা ফিরতে উৎসুকদের দল... সেলফি সেশন শেষের পর বাজারে যেতেই চড়া দামে বিকোল ১৫০ কেজির মাছ...

Lipi 29 Jul 2021, 1:31 am
এই সময় ডিজিটাল ডেস্ক : ভোলা মাছের নাম শুনেই অনেকে নাক সিঁটকোন। কিন্তু সেই ভোলা মাছেরই একটির দাম উঠল ৩৫ হাজার টাকা। শুনতে অবিশ্বাস্য লাগলেও দিঘা মোহনায় এমনটাই ঘটেছে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা মোহনা ও দিঘার মাছ-বাজারে। বিশালাকৃতির মাছটিকে দেখতে বুধবার দিঘা মোহনায় ভিড় জমান কৌতূহলী পর্যটকেরাও। মূলত ইলিশের খোঁজেই সমু্দ্রে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা। কিন্তু ঘোর বর্ষাতেও দিঘা সমুদ্রে ইলিশের দেখা নেই। তবে ইলিশ খুঁজতে গিয়ে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে বিশালাকৃতির একটি ভোলা মাছ।
EiSamay.Com digha fish koi bhola


বুধবার সকালেই সেটি দিঘা মোহনায় নিয়ে আসা হয়। যদিও জালে পড়ার পর সেটি ভোলা মাছ হবে বলে ভাবতে পারেননি মৎস্যজীবীরাও। জাল থেকে মাছটিকে নৌকায় ফেলার পরই বোঝা যায়, সেটি অন্য কোনও সামুদ্রিক মাছ নয়, ভোলা মাছ। মৎস্যজীবী অশোক কুমার সাহু বলেন, ‘ওড়িশার পারাদ্বীপের একটি মৎস্যজীবীদের ট্রলারে বিরাট আকারের ভোলা মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১৫০ কেজি।’ সেটি নিয়ে দিঘা মোহনায় আসতেই বিশালাকৃতির ভোলা মাছ জালে পড়ার খবর এলাকায় চাউর হয়ে যায়। তারপর বৃহৎ আকৃতির ভোলা মাছ দেখতে দিঘা মোহনায় ভিড় জমান পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। অনেকে আবার সেই বৃহৎ আকৃতির ভোলা মাছের ছবি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন।

বিরাট আকৃতির ভোলা মাছের সঙ্গে পর্যটকদের সেলফি তোলা শেষ হলে মাছটি সোজা দিঘা মোহনায় মাছের বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানেই মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি হয়। যা শুনে হতভম্ব হয়ে যান দিঘায় বেড়াতে আসা পর্যটকেরা। যদিও মৎস্যজীবীদের কাছে এটা নতুন কিছু নয়। অশোক কুমার সাহুর কথায়, ‘মাঝে-মাঝে এই ধরনের বড় মাছ আমাদের জালে ধরা পড়ে।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল