অ্যাপশহর

বিশাল ভিড়, তবু গ্রুপ ডি পরীক্ষা নির্বিঘ্নেই

পরীক্ষার্থীরা ছাড়াও সুষ্ঠু পরিচালনার জন্য প্রায় সব মিলে ৫০ লক্ষ মানুষ এ দিন রাস্তায় নামেন। দুপুর ২.৩০ মিনিট থেকে বিকেল ৩.৪৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়েছে।

EiSamay.Com 20 May 2017, 6:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার রাজ্য সরকারের অনুমোদিত ৬০০০ পদের জন্য পরীক্ষায় বসেন প্রায় ২৫ লক্ষ পরীক্ষার্থী। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে রাজ্য জুড়ে প্রায় ৬ হাজার কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীরা ছাড়াও সুষ্ঠু পরিচালনার জন্য প্রায় সব মিলে ৫০ লক্ষ মানুষ এ দিন রাস্তায় নামেন। দুপুর ২.৩০ মিনিট থেকে বিকেল ৩.৪৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়েছে।
EiSamay.Com group d examination finished peacefully
বিশাল ভিড়, তবু গ্রুপ ডি পরীক্ষা নির্বিঘ্নেই



বাঁকুড়ায় বাসে আর জায়গা নেই। অগত্যা মাথায় চড়েই যাত্রা। — এই সময়।

পরীক্ষার্থীদের সুবিধার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবার দিকে বিশেষ নজর দেওয়া হয়। পর্যাপ্ত বাস, ট্রেন এবং ফেরি পরিষেবা চালু রাখা হয়। তবুও রাস্তায়, বিভিন্ন স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। তার কিছু ছবি ধরা পড়ল ক্যামেরায়।


কৃষ্ণনগরেও একই চিত্র। ছবি তুলেছেন গৌতম ধোনি।


থিকথিকে ভিড় সোদপুর স্টেশনে। ছবি: অমল সরকার।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল