অ্যাপশহর

গরমের ছুটি পর্যালোচনায় কাল বৈঠক শিক্ষাসচিবের

পরিস্থিতির ‘গুণগত’ পরিবর্তন হয়েছে মনে করে স্কুলে-স্কুলে ছুটির ফরমান খতিয়ে দেখতে চলেছে স্কুলশিক্ষা দপ্তর৷ কাল, শুক্রবার এ নিয়ে বৈঠক ডেকেছেন স্কুলশিক্ষা দপ্তরের প্রধান সচিব অর্ণব রায়৷

EiSamay.Com 5 May 2016, 11:18 am
এই সময়: আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে রাজ্যে সুদীর্ঘ ভোট-পর্ব৷ আবার লাগাতার তাপপ্রবাহ থেকেও কিঞ্চিত্ মুক্তি দিয়েছে কালবৈশাখী৷ দুইয়ে মিলে পরিস্থিতির ‘গুণগত’ পরিবর্তন হয়েছে মনে করে স্কুলে-স্কুলে ছুটির ফরমান খতিয়ে দেখতে চলেছে স্কুলশিক্ষা দপ্তর৷ কাল, শুক্রবার এ নিয়ে বৈঠক ডেকেছেন স্কুলশিক্ষা দপ্তরের প্রধান সচিব অর্ণব রায়৷
EiSamay.Com govt to rethink summer vacation terms as heat and poll enthusiasm decrease in state
গরমের ছুটি পর্যালোচনায় কাল বৈঠক শিক্ষাসচিবের


একাধিক বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এই বৈঠকের খবর জানিয়ে বলেন, ‘বিকাশ ভবনে শুক্রবার দুপুর তিনটের সময় সচিবের ঘরেই বৈঠক হওয়ার কথা৷ বিষয়, পুনরায় স্কুল খোলা৷ ওই বৈঠকে উপস্থিত থাকার কথা প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কর্তাদেরও৷’ যদিও স্কুলশিক্ষা সচিবের সঙ্গে ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি৷

প্রসঙ্গত, চলতি বছরের ৯ এপ্রিল অর্ণববাবু এক নির্দেশিকায় জানান, রাজ্যজুড়ে প্রবল তাপপ্রবাহের পরিস্থিতিতে ১১ এপ্রিল থেকে পুনরায় বিজ্ঞন্তি না দেওয়া পর্যন্ত সরকারি, সাহায্যপ্রান্ত এবং পোষিত সব স্কুল বন্ধ থাকবে৷ এমনকী প্রথা ভেঙে আইসিএসই এবং সিবিএসই বোর্ড-কর্তাদের কাছেও একই আর্জি জানান স্কুলশিক্ষা সচিব৷ অধিকাংশ বেসরকারি এবং ডিএ গেটিং স্কুল অবশ্য সেই আবেদনে তেমন সাড়া দেয়নি৷ সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষগুলি জানান, শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে যথাক্রমে হাজার ও বারোশো ঘণ্টা ক্লাস বাধ্যতামূলক৷ তাই দু’দফায় গরমের ছুটি দিলে ঘাটতি মেটানো অসম্ভব৷ সে জন্য অনেক স্কুল পুরো ছুটি না দিয়ে সকালে ক্লাস চালু করে৷

তবে তাপপ্রবাহ কিছুটা কমেছে রবিবার মরসুমের প্রথম কালবৈশাখীর পরে৷ ঝড়-বৃষ্টি হয়েছে বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায়৷ তার পর মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কালবৈশাখীর দাপটে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে৷ বাঁকুড়া ও পুরুলিয়া-সহ একাধিক জেলাতেও বুধবার সন্ধ্যা নামতেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে৷ ফলে আবহাওয়ার বেশ পরিবর্তন হয়েছে৷

বাঁকুড়ায় তাপমাত্রা ৪৪-৪৫ থেকে ৩৫-৩৬ ডিগ্রিতে নেমে এসেছে৷ বিকাশ ভবন সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা মোতাবেক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে এমনিতেই ২৩ মে থেকে ১১ জুন পর্যন্ত গরমের ছুটি থাকার কথা৷ ফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পর্যান্ত পঠনপাঠন ও প্র্যাকটিক্যাল ক্লাস অসম্ভব৷ সেই সঙ্গে বহু স্কুলেই পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম দফার সামেটিভ পরীক্ষাও এই সময়ে চলার কথা৷ প্রাথমিক স্তরেও এপ্রিল মাসে প্রথম পর্বের পার্বিক পরীক্ষা হওয়ার কথা ছিল৷ কিন্ত্ত ১১ এপ্রিল থেকে ছুটি পড়ায় অধিকাংশ স্কুলই তা করতে পারেনি৷

এ দিকে অবিলম্বে স্কুল খোলার দাবিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি বৃহস্পতিবার বিকাশ ভবনে স্কুলশিক্ষা সচিবকে ডেপুটেশন দেবে৷ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে ভীমসেন বিশওয়াল বলেন, ‘রাজ্যে গরমের দাপট ১৫ জুন পর্যন্ত থাকে৷ ফলে সকালে স্কুল হলে কোনও সমস্যাই হত না৷’ সিপিআই সমর্থিত বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির কলকাতা জেলা সম্পাদক স্বপন মণ্ডলের কথায়, ‘স্কুল দ্রুত খোলা দরকার৷ তবে ভবিষ্যতে গরমের ছুটি কমিয়ে নয়৷’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল