অ্যাপশহর

লাটাগুড়িতে জাতীয় সড়ক বেবাক বন্ধ রেখে গাছ কাটছে মরিয়া রাজ্য

রেল ওভারব্রিজ তৈরি করতে মরিয়া জেলা প্রশাসন জাতীয় সড়ক বন্ধ রেখে গাছ কাটা শুরু করল ডুয়ার্সের লাটাগুড়িতে৷

EiSamay.Com 7 Apr 2017, 12:43 pm
এই সময়, লাটাগুড়ি: রেল ওভারব্রিজ তৈরি করতে মরিয়া জেলা প্রশাসন জাতীয় সড়ক বন্ধ রেখে গাছ কাটা শুরু করল ডুয়ার্সের লাটাগুড়িতে৷ আট আন্দোলনকারীকে আটকও করে পুলিশ৷
EiSamay.Com govt stopped lataguri highway for cutting the trees to build an overbridge
লাটাগুড়িতে জাতীয় সড়ক বেবাক বন্ধ রেখে গাছ কাটছে মরিয়া রাজ্য


গোরুমারা জঙ্গল লাগোয়া লাটাগুড়ি রেলগেটের উপরে ৮০ কোটি টাকা ব্যয়ে ওভারব্রিজ তৈরি করবে রাজ্য সরকার৷ সোমবার ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মীরা গাছ কাটতে গেলে বাধা দেয় ডুয়ার্সের বেশ কয়েকটি পরিবেশপ্রেমী সংগঠন৷ তাঁদের সাফ কথা, ওভারব্রিজে আপত্তি নেই৷ তবে গাছ কাটা যাবে না৷ বোঝানোয় চেষ্টা বিফল হওয়ায় বৃহস্পতিবার সকালে ৩১(ডি) জাতীয় সড়ক বন্ধ করে দিয়ে গাছ কাটতে শুরু করে প্রশাসন৷ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলেও গুজব ছড়ায়৷ যদিও জলপাইগুড়ির জেলাশাসক রচনা ভগতের দাবি, ১৪৪ ধারা জারি ছিল না৷ তবে জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ৷ দুপুরে আন্দোলনকারীরা জোর করে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করতেই অনির্বাণ মজুমদার, বীরাজ চন্দ-সহ আট জনকে আটক করে পুলিশ৷ জেলাশাসক বলেন, ‘লাটাগুড়িতে পূর্ত দন্তরের জমিতে গাছ কাটা হচ্ছে৷ সে কারণে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের অনুমতির দরকার নেই৷ বন দন্তর কেবল গাছ কাটার ব্যবস্থা করছে৷ আন্দোলনকারীদের এ কথা বোঝানোর পরও তাঁরা কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানতে পেরেছি৷ সেই কারণেই সম্ভবত পুলিশ তাঁদের আটক করেছে৷’

সন্ধ্যা পর্যন্ত পুলিশ আটক যুবকদের ছাড়েনি৷ মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী বলেন, ‘তাঁদের ছেড়ে দেওয়া হবে কি না, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি৷ ’পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলনে নেমে পুলিশের হাতে গ্রেন্তার হওয়া উত্তরবঙ্গে নতুন নয়৷ এর আগে বাম জমানায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে সার কারখানা তৈরি নিয়ে আন্দোলনে গুলি চালায় পুলিশ৷ শিলিগুড়িতে চা বাগান তুলে উপনগরী তৈরির সময়েও চাঁদমণিতে পুলিশ গুলি চালায়৷ লাটাগুড়িতে আন্দোলন করছে জেলার কয়েকটি পরিবেশপ্রেমী সংগঠন৷ এ দিন সকাল থেকে কয়েকশো পুলিশের দাপাদাপি দেখে আন্দোলনকারীদের অধিকাংশই আতঙ্কে ঘর থেকে বেরোননি৷ গোটা এলাকা থমথমে৷ বন্ধ ছিল জিপ সাফারিও৷ গ্রিন লেভেল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অনির্বাণ মজুমদার বলেন, ‘ওই এলাকা গোরুমারা জঙ্গলের অংশ৷ এই জাতীয় সড়কের উপর দিয়ে বুনো জন্ত্ত রাস্তা পারাপার করে৷ গাছ কাটা হলে তারাও বিপাকে পড়বে৷ যত রকম ভাবে সম্ভব প্রতিবাদ গড়ে তুলব৷’

এ দিন লাটাগুড়ি রেলগেট এলাকায় গিয়ে দেখা গিয়েছে, অজস্র পোকামাকড় উড়ছে৷ এক বনকর্মী জানালেন, যে গাছগুলি কাটা পড়েছে, সেগুলি এই সমস্ত পোকামাকড়ের আশ্রয় ছিল৷ ওই বনকর্মী বলেন, ‘গাছ কাটা হলে পরিবেশের কত ক্ষতি হয়, এটা তার নমুনা৷’গাছ কাটা নিয়ে লাটাগুড়ির বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া৷ একদল মনে করেন, আন্দোলনকারীরা উন্নয়নে বাধা দিচ্ছেন৷ ওভারব্রিজ হলে লাটাগুড়ির চেহারা পাল্টে যাবে৷ আবার কয়েকজন বাসিন্দার দাবি, ওভারব্রিজ দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব নয়৷ বরং গাছ কাটলে এলাকার পর্যটন ব্যবসা মার খেতে পারে৷ ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে রেঞ্জ অফিসার অনিলচন্দ্র দাস জানান, এ দিন মাত্র দশটি গাছ কাটা হয়েছে৷ জাতীয় সড়কের দু’পাশে চিহ্নিত অন্তত ৩২১টি গাছ কাটা হবে৷ এর পর রেল লাইনের দু’পাশের গাছ কাটা হবে৷ জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও বিদ্যুত্ সরকার বলেন, ‘রেললাইনের দু’পাশের গাছ কাটার অনুমতি এখনও দেওয়া হয়নি৷ জাতীয় সড়কের গাছ যাতে দ্রুত কেটে ফেলা যায়, সে জন্য কর্পোরেশনের কর্তাদের বলা হয়েছে৷’নির্বিচারে বলি দেওয়া হচ্ছে শতাব্দীপ্রাচীন গাছ৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল