অ্যাপশহর

ফের বেলাইন ট্রেন, জলপাইগুড়িতে দাঁড়িয়ে রাজধানী এক্সপ্রেস

ফের রেল দুর্ঘটনা। এর ফলে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মেন রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

EiSamay.Com 17 Sep 2017, 5:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের রেল দুর্ঘটনা। এ বার লাইনচ্যুত হল একটি মালবাহী ট্রেন। খোলাইগ্রাম ও সালবাড়ি স্টেশনের মাঝখানে মালগাড়ির তিনটি বগি বেলাইন হয়ে যায়। দুর্ঘটনার জেরে বিপর্যস্ত ওই রুটের ট্রেন চলাচল।
EiSamay.Com goods train derailed in between kholaigram and salbari station rail services disrupted
ফের বেলাইন ট্রেন, জলপাইগুড়িতে দাঁড়িয়ে রাজধানী এক্সপ্রেস


এই দুর্ঘটনার জেরে প্রায় পাঁচশো মিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মেন রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। অসম থেকে কলকাতা ও দেশের বিভিন্ন এলকায় যাওয়ার সমস্ত ট্রেন নিউকোচবিহার, মাথাভাঙা, নিউ জলপাইগুড়ি রুটে চালানো হচ্ছে।



কিছু ট্রেনকে ডুয়ার্স রুটেও চালানো হবে। ডাউন কামরূপ এক্সপ্রেসকে মাথাভাঙা রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি রোড স্টেশনে আটকে পড়েছে আপ নয়াদিল্লি-ডিব্রুগর রাজধানী এক্সপ্রেস। ঘটনাস্থলে গিয়েছেন রেলের তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিক তদন্তে বগি গুলির চাকা জ্যাম হয়ে যাওয়ার সুত্র মিলছে। রেল পথ মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে।



(ছবি: রণি চৌধুরী)

#Goods train derailed in between Kholaigram and Salbari station, Rail services disrupted.

#Up New Delhi-Dibrugarh Rajdhani Express is stranded at Jalpaiguri Road station.

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল