অ্যাপশহর

রাজ্যকে মোর্চার চ্যালেঞ্জ, পাহাড়ের আন্দোলনে নেপাল-কাশ্মীর যোগের প্রমাণ দিন

দার্জিলিঙের গোর্খাল্যান্ড আন্দোলনে নেপাল ও কাশ্মীরের যোগ রয়েছে বলে রাজ্য সরকার যে দাবি করেছে, তাকে সরাসরি চ্যালেঞ্জ জানাল গোর্খা জনমুক্তি মোর্চা।

Ei Samay 20 Jul 2017, 11:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দার্জিলিঙের গোর্খাল্যান্ড আন্দোলনে নেপাল ও কাশ্মীরের যোগ রয়েছে বলে রাজ্য সরকার যে দাবি করেছে, তাকে সরাসরি চ্যালেঞ্জ জানাল গোর্খা জনমুক্তি মোর্চা। সরকারের অভিযোগের সপক্ষে বৃহস্পতিবার প্রমাণ দাবি করল বিমল গুরুংয়ের দল।
EiSamay.Com gjm challenges w bengal govt to prove allegations regarding the partys nepal and kashmir links
রাজ্যকে মোর্চার চ্যালেঞ্জ, পাহাড়ের আন্দোলনে নেপাল-কাশ্মীর যোগের প্রমাণ দিন

সম্প্রতি রাজ্য গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়, গোর্খা জনমুক্তি মোর্চার প্রথম সারির নেতারা টেলিফোনে নেপালের মাওবাদী ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে। গোর্খাল্যান্ডের নামে পাহাড়ে যে হিংসাত্মক আন্দোলন চলছে, তাতে নেপালের মাওবাদীরাও শামিল হয়েছে বলে দাবি করেন গোয়েন্দারা।

মোর্চার সহকারী সম্পাদক বিনয় তামাং এদিন বলেন, 'রাজ্য গোয়েন্দারা দাবি করেছেন ৭ জুন আমার সঙ্গে নেপালের এক ব্যক্তির সঙ্গে কথা হয়েছে। একই সঙ্গে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি কাশ্মীরে ফোনে কথা বলেছেন। কী প্রমাণ আছে? শুধু মুখে বললে হবে না, কোন নম্বরে, কাকে আমরা ফোন করেছি, কী কথাবর্তা বলেছি, তা সরকার জনসমক্ষে আনুক। অভিযোগের সপক্ষে বস্তুনিষ্ঠ প্রমাণ চাই।'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখে পাহাড়ের আন্দোলনের নেপথ্যে চিনের তত্‍‌পরতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তার উল্লেখ করে তামাংয়ের অভিযোগ, তাঁদের এই আন্দোলনকে জাতীয়তাবাদ বিরোধীর তকমা দেওয়ার ষড়যন্ত্র চলছে। 'যদি সত্যিই প্রমাণ থেকে থাকে, রাজ্য সরকার কেন তদন্তের জন্য কেন্দ্রের কাছে তথ্যপ্রমাণ দিয়ে রিপোর্ট পাঠাচ্ছে না?'

নেপালে ফোন নিয়ে তামাংয়ের ব্যাখ্যা, 'দার্জিলিঙের বাসিন্দাদের অনেকেরই নেপালে আত্মীয়স্বজন রয়েছে। তাঁদের টেলিফোনে কথাবর্তা বলতেই হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাঝেমধ্যে ফোন করেন। তার মানে কি এই, তাঁর সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের যোগসাজশ রয়েছে?'

এদিকে, মদন তামাং হত্যা মামলায় মোর্চা প্রেসিডেন্ট বিমল গুরুং-সহ ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য বুধবারই কলকাতা হাইকোর্ট নগর দায়রা আদালতকে নির্দেশ দিয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল