অ্যাপশহর

দোকান খোলা, গাড়ি চলবে, তবু বন্‌ধ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় থেকে নেমে আসার পর ২৪ ঘণ্টাও কাটল না , গোর্খা জনমুক্তি মোর্চা অনির্দিষ্ট কালের বন্ধেই ফিরে গেল৷

EiSamay.Com 11 Jun 2017, 9:02 am
সঞ্জয় চক্রবর্তী ■ দার্জিলিং
EiSamay.Com gjm calls for indefinite strike in darjeeling from monday for the demand of separate state
দোকান খোলা, গাড়ি চলবে, তবু বন্‌ধ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় থেকে নেমে আসার পর ২৪ ঘণ্টাও কাটল না , গোর্খা জনমুক্তি মোর্চা অনির্দিষ্ট কালের বন্ধেই ফিরে গেল৷ তবে সোমবার থেকে লাগাতার বন্‌ধ সর্বাত্মক হবে না৷ সরকারি দপ্তর , ব্যাঙ্ক , জিটিএ ও পুরসভা বন্ধ রাখা হবে বলে ঘোষণা করা হলেও ছাড় দেওয়া হয়েছে দোকানপাট , যানবাহন ও স্কুল -কলেজকে৷ ফলে স্বাভাবিক জনজীবন ও পর্যটন ব্যবসা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই৷ এমন আংশিক বন্ধের ডাকের পিছনে মোর্চার দিশাহীনতাই ফুটে উঠেছে বলে মনে করা হচ্ছে৷ পরবর্তী পদক্ষেপ নিয়ে দ্বিধা ও দলে মতবিরোধ থাকার জেরেই শুধু সরকারি -আধা সরকারি সংস্থাগুলিকেই নিশানা করা হল৷

সরকারও যে কড়া হাতে বন্ধের মোকাবিলা করবে , তা স্পষ্ট হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে৷ শনিবার দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর সন্ধ্যায় মোর্চা নেতৃত্ব বন্‌ধ ঘোষণার কয়েক ঘণ্টা আগে দুপুরেই শিলিগুড়িতে উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘বন্‌ধ বেআইনি৷ হাইকোর্ট বলেছে৷ আশা করছি , শুভবুদ্ধির উদয় হবে৷ ’ পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন , ‘রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে বন্ধের বিরোধিতা করা হবে৷ ’ সরকার এ বার কঠোর পদক্ষেপের পথেই হাঁটতে চলেছে বলে মনে করছেন দার্জিলিংয়ের প্রশাসনিক কর্তারা৷ জেলা প্রশাসনের এক কর্তা বলেন , ‘শুক্রবারের বন্‌ধেই সমস্ত সরকারি দন্তরে কর্মীরা হাজির ছিলেন৷ সোমবার থেকেও তার অন্যথা হবে বলে মনে হয় না৷ কর্মীদের ভয় দেখাতে গেলে মোর্চা নেতাদেরই এ বার বিপাকে পড়তে হবে৷ ’মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন , ‘পৃথক রাজ্যই আমাদের লক্ষ্য৷ সেই লক্ষ্য পূরণে সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য পাহাড়ে বন্ধ হবে৷ ’ পাহাড়ের সমস্ত ইংরাজি ভাষায় লেখার ফতোয়াও জারি হয়েছে এ দিনের বৈঠকে৷ পর্যটন মরসুমে শুক্রবার বন্ধ ডাকার জন্য ইতিমধ্যে দুঃখপ্রকাশ করেছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং৷ শুক্রবার তিনি বলেছিলেন , শনিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷ শনিবার দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ঢোকার আগেও তাঁর মন্তব্য ছিল , ‘আমি বন্‌ধের বিরোধী৷ গতকালের বন্‌ধ আমি ডাকিনি৷ যুব মোর্চা ডেকেছিল৷ ’ তার পরেও বন্ধের সিদ্ধান্তের পিছনে মোর্চায় মতবিরোধের আভাস পাচ্ছে প্রশাসন৷ মুখ্যমন্ত্রী এখন বেশি আগ্রহী জিটিএ -র নির্বাচন নিয়ে৷

শিলিগুড়িতে তিনি বলেন , ‘যে কোনও মুহূর্তে জিটিএ -র নির্বাচন হতে পারে৷ মানুষের রায় নিতে হবে৷ তার আগে দেখতে হবে পরিস্থিতি কী আছে৷ ’ তাঁকে গ্রেপ্তারের জল্পনার মধ্যে বিমল এ দিন হুমকি দিয়ে বলেন , ‘আমাকে গ্রেপ্তার করা হলে তার পরিণতির জন্যও প্রস্ত্তত থাকতে হবে সরকারকে৷ ’ মুখ্যমন্ত্রী অবশ্য বলেন , ‘বিমল গুরুংকে গ্রেপ্তার করা হবে কি না , সেটা স্বরাষ্ট্রসচিব দেখছেন৷ কোন আইনে মামলা দায়ের করা হয়েছে , সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে৷ ’ মুখ্যমন্ত্রী পাহাড়ে এলেই কালো পতাকা দেখানোর যে হুমকি এ দিন গুরুং দিয়েছেন , তার উত্তরে মমতা বলেন , ‘হাজার বার পাহাড়ে আসব৷ এর পিছনে কারা মদত দিচ্ছে , তা সবাই জানে৷ ’উত্তরবঙ্গে জয়েন্ট ফোরামের ডাকা চা শিল্পের ধর্মঘটকেও বেআইনি ঘোষণা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী৷ ওই ফোরামে সামিল আছে মোর্চার শ্রমিক সংগঠনও৷ মজুরি বৃদ্ধির দাবিতে ১২ ও ১৩ জুন ডাকা ওই ধর্মঘটকে কটাক্ষ করে মমতা বলেন , ‘আমাদের সময়েই মজুরি বাড়ানো হয়৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল