অ্যাপশহর

ভাসছে হুগলি-বাঁকুড়া, বাঁধ ছাড়া জলে বন্যার ভ্রূকুটি বাংলায়

কয়েক হাজার মানুষ ঘরছাড়া। ভেসে গিয়েছে বহু বাড়ি। বন্ধ আরামবাগ-বাঁকুড়া ও আরামবাগ-মেদিনীপুর রাজ্যসড়ক।

EiSamay.Com 23 Aug 2016, 4:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আরও ঘোরালো হয়ে উঠল রাজ্যের বন্যা পরিস্থিতি। একদিকে চন্দ্রকোণায় ভাঙল নদীবাঁধ। তার উপর আরও ৩৬ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি। এই দুইয়ের দাপটে জলের তলায় হুগলির বিস্তীর্ণ এলাকা। কয়েক হাজার মানুষ ঘরছাড়া। ভেসে গিয়েছে বহু বাড়ি। বন্ধ আরামবাগ-বাঁকুড়া ও আরামবাগ-মেদিনীপুর রাজ্যসড়ক। যুদ্ধকালীন তত্‍‌পরতায় উদ্ধারকাজ চালাচ্ছে NDRF। হুগলির পাশাপাশি বানভাসি শুখা জেলা বাঁকুড়াও। এদিকে, বিক্ষিপ্ত বৃষ্টিতে জমা জল ও যানজটে নাকাল হতে হল শহরবাসীকে।
EiSamay.Com flood situation became grave in west bengal as dvc releases huge water
ভাসছে হুগলি-বাঁকুড়া, বাঁধ ছাড়া জলে বন্যার ভ্রূকুটি বাংলায়


নিম্নচাপ সরে গেলেও মঙ্গলবারের বিক্ষিপ্ত বৃষ্টিতে জল জমে গেল কলকাতার বিভিন্ন রাস্তায়। জলমগ্ন হয়ে পড়ে রাসেল স্ট্রিট, জওহরলাল নেহরু রোড, মহাত্মা গান্ধী রোডের মতো বিভিন্ন ব্যস্ত রাস্তা। এর ফলে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের।

কলকাতার পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকলেও, প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হুগলি ও বাঁকুড়ায়। সোমবার ডিভিসি জল ছাড়ার পর বন্যার আশঙ্কা দেখা দিয়েছিল। তার উপর মঙ্গলবার সকালে ভেঙে যায় চন্দ্রকোণার বাঁধ। স্রোতের মধ্যে বিভিন্ন গ্রামে ঢুকে পড়ে দ্বারকেশ্বরের জল। এদিকে, এদিন ফের ৩৬ হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি। দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হয় ৭০ হাজার কিউসেক জল। এর ফলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

বহু বাড়ি তলিয়ে যায় জলের তলায়। ছাদে ও পিলারে ফাটল ধরে গিয়েছে অনেক বাড়িতে। ত্রাণশিবিরে আশ্রয় নিতে হয়েছে কয়েক হাজার মানুষকে। দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে উদ্ধারকাজ চালাচ্ছে NDRF। খোলা হয়েছে ৯টি রিলিফ ক্যাম্প। আরামবাগে জলের তোড়ে ভেসে গিয়েছেন এক ব্যক্তি। বন্ধ হয়ে গিয়েছে আরামবাগ-বাঁকুড়া ও আরামবাগ-মেদিনীপুর জাতীয় সড়ক।

বাঁকুড়াতেও জলের তলায় বিস্তীর্ণ অঞ্চল। গ্রামের পাশাপাশি জল ঢুকে পড়েছে শহরাঞ্চলেও। প্লাবিত সুলতানপুর, বৈকুণ্ঠপুর, যদুপুর, নরুয়া-সহ বিভিন্ন এলাকা। বর্ধমানের রায়নায় বিভিন্ন এলাকা প্লাবিত। বন্ধ বর্ধমান-জামালপুর রাজ্য সড়ক।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল