অ্যাপশহর

শিলিগুড়িতে 'রহস্যজনক' জ্বরে মানুষ মরছে, মেয়র চাইলেন বিশেষজ্ঞ দল

বাইরে থেকে ডেঙ্গির মতো লক্ষণ থাকলেও, জ্বরে মৃত কারও রক্তেই ডেঙ্গির অস্তিত্ব ধরা পড়েনি।

EiSamay.Com 5 Oct 2017, 12:47 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শিলিগুড়িতে 'ভাইরাল' জ্বরে গত দু-মাসে বেশ কয়েক জনের মৃত্যু হওয়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। বাইরে থেকে ডেঙ্গির মতো লক্ষণ থাকলেও, জ্বরে মৃত কারও রক্তেই ডেঙ্গির অস্তিত্ব ধরা পড়েনি। ফলে, ডাক্তাররাও বিভ্রান্ত হচ্ছেন। এহেন পরিস্থিতিতে 'রহস্যজনক' জ্বরের কারণ খুঁজতে কলকাতা থেকে উত্তরবঙ্গে বিশেষজ্ঞ টিম পাঠানোর আর্জি জানালেন শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য।
EiSamay.Com expert team to probe mysterious fever outbreak in siliguri
শিলিগুড়িতে 'রহস্যজনক' জ্বরে মানুষ মরছে, মেয়র চাইলেন বিশেষজ্ঞ দল


অশোক ভট্টাচার্য বুধবার বলেন, পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে। ডেঙ্গির মতোই সব লক্ষণ। অথচ, ডেঙ্গি নয়। রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। ফলে, ডাক্তাররাও বুঝে উঠতে পারছেন না জ্বরের কারণ। তাই জ্বরের কারণ খুঁজতেই কলকাতার স্কুল অফ ট্রপিকাল মেডিসিন থেকে শিলিগুড়িতে বিশেষজ্ঞ পাঠানোর কথা বলেছি।

মেয়রের দাবি অনুযায়ী, পুরসভা এলাকাতেই সবচেয়ে বেশি মানুষ এই জ্বরের শিকার। পাশাপাশি ডেঙ্গিতেও লোকজন আক্রান্ত হচ্ছেন। যার জন্য ডাক্তারদেরও সমস্যা হচ্ছে।

জানা গিয়েছে, ডেঙ্গির মতোই প্রচণ্ড জ্বরের সঙ্গে রয়েছে মাথাব্যথা। শরীরে র‌্যাশও বেরোচ্ছে। সেইসঙ্গে গাঁটে গাঁটে ও পেশিতে অসহ্য যন্ত্রণা। আক্রান্তদের কারও কারও মধ্যে খাবারে অরুচিও থাকছে। সঙ্গে গা-বমি ভাব।

সরকারি পরিসংখ্যান বলছে, এ বছর শিলিগুড়িতে এখনও পর্যন্ত ৭০০-র বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭ জন ইতিমধ্যেই মারা গিয়েছেন। পুরসভা এলাকার বাইরে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে আরও এক ব্যক্তির।

রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি নিজে স্বাস্থ্য দফতরের সচিবের সঙ্গে কথা বলবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও গোচরে আনবেন, যাতে তিনি কলকাতা থেকে বিশেষজ্ঞ দল পাঠানোর নির্দেশ দেন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল