অ্যাপশহর

পথকুকুরের উপর বাস চালিয়ে দিলেন চালক, সারমেয়র মৃত্যু ঘিরে উত্তেজনা শিল্পশহরে

একটি কুকুরের উপর দিয়ে বাস চালিয়ে দিল চালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে (Durgapur) সিটি সেন্টারের কাছে গান্ধী মোড় সংলগ্ন এলাকায়। তারপর স্থানীয়দের চিৎকারে চালক বাস থামিয়ে কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করলেও বাঁচানো যায়নি। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। বাস চালকের উদাসীনতায় ও নির্দয়তায় সারমেয়টির মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

Produced byShukla Bhattacharjee | Lipi 12 Jun 2022, 9:21 pm
চারপেয়ীদেরও প্রাণ রয়েছে। অবলা জীব ওরা। দুর্গাপুরে (Durgapur) সিটি সেন্টারের কাছে গান্ধী মোড় সংলগ্ন এলাকায় একটি কুকুরের উপর দিয়ে বাস চালিয়ে দেওয়ার মর্মান্তিক ঘটনায় এমন কথা-ই উঠে আসছে। বাস চালকের উদাসীনতায় ও নির্দয়তায় সারমেয়টির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। গোটা ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ন্যক্করজনক একাজ করে রেহাই পায়নি ওই বাসের চালক। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই বাসটিকে আটক করে এবং ওই বাসের চালককে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা।
EiSamay.Com Dog
পথকুকুরের মর্মান্তিক মৃত্যু।


Hooghly News: চিকিৎসকের ভুলে পা বাদ গেল প্রিয় পোষ্যের! শাস্তির দাবিতে আদালতের দ্বারস্থ মালিক
পুলিশ জানায়, অভিযুক্ত বাস চালকের নাম দেবু কোরা। দুর্গাপুরে একটি বেসরকারি বাসের চালক দেবু কোরা রবিবার দুপুরে ইচ্ছাকৃতভাবে একটি কুকুরের উপর দিয়ে বাস চালিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাসচালক দেবু কোরাকে আটক করেছে দুর্গাপুর থানার অন্তর্গত সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। লিখিত অভিযোগ পেলেই তাকে গ্রেফতার করা হবে।

Siliguri News: অস্ত্রোপচারের আগেই হাসপাতাল থেকে খোয়া গেল রোগীর কাটা হাত! খুবলে খেল কুকুর
স্থানীয় সূত্রে জানা দিয়েছে, এদিন দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারে (Durgapur City Centre) গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসের নীচে শুয়ে ছিল একটি কুকুর। সেই সময় ওই বাসের চালক কুকুরটির উপর দিয়ে বাস চালিয়ে দেন বলে অভিযোগ। এমনকি ঘটনাস্থলে উপস্থিত পথচলতি মানুষজন বাসটি থামাতে বললেও চালক কোনও কথায় কর্ণপাত করেননি বলে অভিযোগ। তারপর স্থানীয়দের চিৎকারে সারমেয়টির উপর কিছুটা চালিয়ে নিয়ে যাওয়ার পর বাস থামান চালক। বাসটি থামলে স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি ক্ষতবিক্ষত সারমেয়টিকে বাসের চাকা থেকে উদ্ধার করেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থায় খবর দেন। তারপর স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করলেও বাঁচাতে পারেননি। চিকিৎসা চলাকালীনই কুকুরটির মৃত্যু হয়। এভাবে একটি অবলা জীবের প্রাণ যাওয়ায় ঘাতক বাসচালকের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন এলাকাবাসী।

Trending News: আজব শখ! মানুষ থেকে কুকুর হলেন যুবক, খরচ পড়ল ১২ লাখ!!
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, বাসের নীচে কুকুর শুয়ে রয়েছে এবং বাস না চালানোর ব্যাপারে চালককে বলা হয়। কিন্তু চালক কোনও কথায় কর্ণপাত না করে বাসটি আরও জোরে কুকুরটির উপর দিয়ে চালিয়ে দেন। এরপর স্থানীয়রাই চিৎকার-চেঁচামেচি করে বাসটি থামাতে বাধ্য করেন এবং চালক সহ বাসটি আটক করেন। তারপর দুর্গাপুর থানার পুলিশের হাতে ওই চালককে তুলে দেন উত্তেজিত জনতা।

Howrah News: পথ কুকুরদের জন্য খাবার ও জলের পৃথক জায়গা হাওড়ার পঞ্চায়েতে, ছবি ভাইরাল নেটমাধ্যমে
এভাবে পথকুকুরের মৃত্যুর ঘটনায় সরব হয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। গোটা ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সর্বসাধারণের প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রেশমি আচার্যের বার্তা, কুকুর-বিড়ালদেরও প্রাণ রয়েছে। ওরা অবলা জীব। ওরা না থাকলে প্লেগের মতো নানান রোগ ছড়িয়ে পড়বে। এরকম নির্দয় হবেন না। স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে ওই বাস চালকের বিরুদ্ধে FIR করবেন বলেও জানিয়েছেন তিনি।
লেখকের সম্পর্কে জানুন
Shukla Bhattacharjee

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল