অ্যাপশহর

বেতনের দাবিতে প্রতীকী প্রতিবাদ টোলকর্মীদের

কিন্তু টোলপ্লাজা এখনও খোলেনি। এমনকি সেখানে কর্মরত ১২ কর্মী গত তিন মাস বেতন পাননি। তাই বেতনের দাবিতে শুক্রবার সকালে বন্ধ টোলপ্লাজার সামনে দাঁড়িয়ে প্রতীকী প্রতিবাদ করেন কর্মীরা। তাঁরা দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তির হস্তক্ষেপ দাবি করেন।

EiSamay.Com 16 May 2020, 10:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বেতনের দাবিতে সরব হলেন টোলপ্লাজার কর্মীরা। লকডাউনের জেরে রাতুড়িয়া–অঙ্গদপুর শিল্পতালুকের প্রবেশ পথে টোলপ্লাজাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকার শর্ত সাপেক্ষে কারখানা খোলার অনুমতি দিয়েছে। কারখানা খুলতেই ফের শিল্পতালুকে ভারী গাড়ির যাতায়াত শুরু হয়েছে। কিন্তু টোলপ্লাজা এখনও খোলেনি। এমনকি সেখানে কর্মরত ১২ কর্মী গত তিন মাস বেতন পাননি। তাই বেতনের দাবিতে শুক্রবার সকালে বন্ধ টোলপ্লাজার সামনে দাঁড়িয়ে প্রতীকী প্রতিবাদ করেন কর্মীরা। তাঁরা দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তির হস্তক্ষেপ দাবি করেন।
EiSamay.Com ২২
.


মেয়র বলেন, ‘একটি বেসরকারি সংস্থাকে টোল আদায়ের বরাত দেওয়া হয়েছিল। এখনও কেন তারা টোলপ্লাজা চালু করেনি, খোঁজ নেব। সমস্ত কর্মীর বেতন মিটিয়ে দেওয়ার কথা বলা হবে।’

হ্যানিম্যান সরনির এই টোলপ্লাজার কর্মীরা মার্চ মাস থেকে বেতন পাচ্ছেন না। তাঁরা জানান, বেতন চেয়ে একাধিকবার টোলের বরাতপ্রাপ্ত সংস্থার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ইতিবাচক সাড়া পাননি। ফলে সংসার চালাতে গিয়ে সমস্যায় পড়েছেন তাঁরা। উত্তম নাগ নামে এক কর্মী বলেন, ‘সামান্য বেতনে কাজ করি। ফলে জমানো টাকাও নেই। তাই বেতন না পেলে সংসার চলবে কী ভাবে? তাই প্রতীকী প্রতিবাদ করেছি। বেতনের জন্য আমরা মেয়রের হস্তক্ষেপ চাইছি।’ টোলের আরএক কর্মী স্বপন সেন বলেন, ‘প্রত্যেকের সংসার আছে। তিন মাস বেতন নেই। কবে পাব তাও জানি না। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। অবিলম্বে টোল চালু করে আমাদের বেতন মিটিয়ে দেওয়া হোক।’ প্রতিক্রিয়ার জন্য টোলের বরাতপ্রাপ্ত সংস্থার কর্ণধার মিন্টু বাগচিকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল