অ্যাপশহর

বিজেপির ত্রাণ বণ্টন কর্মসূচিতে বিক্ষোভ

এ দিন সকালে পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে হেড কোয়ার্টার মোড়ে এনভিএফ (ন্যাশনাল ভলান্টারি ফোর্স)-এর গেটে প্রায় দু'শো জন বাসিন্দা ত্রাণ নেওয়ার জন্য জড়ো হন। কর্মসূচি নিয়েছিল এনভিএ কর্মীদের বিজেপি সমর্থিত সংগঠন। কয়েকজনকে ত্রাণ দেওয়ার পরই কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, ত্রাণ না দিয়ে বাকিদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

EiSamay.Com 27 Apr 2020, 10:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ত্রাণ বণ্টনের নামে দুঃস্থ মানুষদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠল বিজেপি সমর্থিত এনভিএফ কর্মচারী সংগঠনের ছয় সদস্যের বিরুদ্ধে। ত্রাণ বণ্টনের কর্মসূচিকে ঘিরে সোমবার অশান্তি হল দুর্গাপুরের হেড কোয়ার্টার মোড়ে। পুলিশকে এসে পরিস্থিতি সামাল দিতে হয়। বিজেপির পাল্টা অভিযোগ, কর্মসূচি ভেস্তে দিতে চক্রান্ত করেছে তৃণমূল।
EiSamay.Com images
-


এ দিন সকালে পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে হেড কোয়ার্টার মোড়ে এনভিএফ (ন্যাশনাল ভলান্টারি ফোর্স)-এর গেটে প্রায় দু'শো জন বাসিন্দা ত্রাণ নেওয়ার জন্য জড়ো হন। কর্মসূচি নিয়েছিল এনভিএ কর্মীদের বিজেপি সমর্থিত সংগঠন। কয়েকজনকে ত্রাণ দেওয়ার পরই কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, ত্রাণ না দিয়ে বাকিদের ফিরিয়ে দেওয়া হয়েছে। ত্রাণ না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে কোক-ওভেন থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো সাঁতরা দলীয় কর্মীদের নিয়ে এলাকার মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেন। আলোর বক্তব্য, 'দুঃস্থ মানুষদের ত্রাণ দেওয়ার নামে প্রতারণা করা অন্যায় হয়েছে। সময় মতো পুলিশ না এলে বিশৃঙ্খলা হত। বিজেপির ত্রাণ দেওয়ার সামর্থ্য নেই যখন, তাহলে স্লিপ দেওয়া হল কেন। আমরা ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব।' ঘটনার নিন্দা করেছেন এনভিএফ-এর তৃণমূল সমর্থিত সংগঠনের দুর্গাপুর অঞ্চলের সম্পাদক দেবদুলাল মণ্ডল। তিনি বলেন, 'ত্রাণ না পেয়ে মানুষ গেটের সামনে বিক্ষোভ শুরু করে। তাদের শান্ত করতে এলাকার তৃণমূল কর্মীরা চালু-আলু জোগাড় করেন।'

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি সমর্থিত সংগঠনের পক্ষ থেকে বাড়ি বাড়ি যে স্লিপ দেওয়া হয়, তাতে সংগঠনের সিলমোহর রয়েছে। প্রায় দু'শো জনকে স্লিপ দেওয়া হয়। তৃণমূল কর্মীদের অভিযোগ, দুঃস্থ মানুষদের ত্রাণ দেওয়ার নামে বিজেপির সংগঠনের ছয় সদস্য স্লিপ দেখিয়ে বাজার থেকে অনেক টাকা তুলেছে। হাতে গোনা কয়েকজনকে ত্রাণ দেওয়ার ছবি তুলে বাকি টাকা আত্মসাৎ করার ছক করেছে। যদিও বিজেপি তৃণমূলের দিকেই আঙুল তুলেছে। বিজেপির জেলা কার্যকরী কমিটির সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'দলীয় সংগঠনের সদস্যরা ৫০ জনের জন্য ত্রাণের ব্যবস্থা করেছিলেন। সেই মতো স্লিপ দেওয়া হয়। তৃণমূল অনেক বেশি লোক জড়ো করে দেয়। ভেস্তে দেওয়া হয় কর্মসূচি। পরে অবশ্য আমাদের কর্মীরা বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন।' যে ছয় সদস্যকে ঘিরে গন্ডগোল তারা গা-ঢাকা দিয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল