অ্যাপশহর

মহারাষ্ট্রে অপহরণের ঘটনায় দুর্গাপুর থেকে গ্রেফতার অভিযুক্ত, উদ্ধার নাবালিকা

Maharashtra-এর বীড থেকে এক নাবালিকাকে নিয়ে পালিয়ে আসার অভিযোগে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয় সোমবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুরাজ ভগত। মঙ্গলবার অভিযুক্তকে দুর্গাপুর (Durgapur) মহকুমা আদালতে তোলা হয়েছিল। ধৃতকে চারদিনের ট্রানজিট পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Lipi 24 May 2022, 10:56 pm

হাইলাইটস

  • নাবালিকা অপহরণের দায়ে দুর্গাপুরের অন্ডাল থেকে গ্রেফতার এক যুবক।
  • সুরাজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের ট্রানজিট পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
  • এখানে আসার পর থেকেই নিজের ফোন বন্ধ করে দিয়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সুরাজ।
EiSamay.Com durgapur news
নিজস্ব চিত্র
নাবালিকা অপহরণের দায়ে দুর্গাপুরের অন্ডাল থেকে গ্রেফতার এক যুবক। মহারাষ্ট্রের বীড থেকে এক নাবালিকাকে নিয়ে পালিয়ে আসার অভিযোগে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয় সোমবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুরাজ ভগত। মঙ্গলবার অভিযুক্তকে দুর্গাপুর (Durgapur) মহকুমা আদালতে তোলা হয়েছিল। ধৃতকে চারদিনের ট্রানজিট পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অণ্ডাল থানার উখড়া এলাকার বাসিন্দা সুরাজ ভগত। কয়েক বছর আগে কর্মসূত্রে সুরাজ ব্যাঙ্গালোরে (Bangalore) থাকত। তার সাথে সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের বীড জেলার বছর ১৬ 'র এক নাবালিকার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে মেয়েটির পরিবার বিয়েতে রাজি না হলে সুরাজ মেয়েটিকে নিয়ে দুর্গাপুরে নিজের বাড়িতে পালিয়ে আসে। এখানে আসার পর থেকেই নিজের ফোন বন্ধ করে দিয়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সুরাজ।
Tumpa News: রিয়েল লাইফ বাসন্তী! বাইক নিয়ে সাহায্যে ঝাঁপাচ্ছেন টুম্পা
চলতি বছরের ১৪ জানুয়ারি ওই নাবালিকাকে অপহরণ করার অভিযোগ দায়ের করে নাবালিকা'র পরিবারের লোকজন। বীড থানার পুলিশ অভিযোগ পাওয়া মাত্র ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্তের মোবাইল বন্ধ থাকায় তদন্ত শুরু হওয়ার প্রায় চার মাস পরেও কোনও সাফল্য পায়নি পুলিশ। অভিযুক্তের মোবাইল নম্বর চলতি মাসের ১৮ তারিখ চালু হতেই মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police) মোবাইল ফোন ট্রাক (Mobile Track) করে অণ্ডাল থানার উখড়া এলাকার ঠিকানা পেয়ে যায়। বীড থানার পুলিশ আধিকারিক রাজেন্দ্র বানকর ও সুনীল আলগেড সহ পাঁচ জনের একটি টিম সোমবার অভিযুক্ত সুরাজ ভগতের বাড়িতে হানা দেয়। সেখান থেকেই সুরাজকে গ্রেফতার করা হয়।
Paschim Bardhaman: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া পানাগড়ে, মৃত মায়ের পাশেই ৩দিন ধরে পড়ে অসুস্থ ছেলে
উলটোদিকে, ধৃত সুরাজ ভগতের ভাই অরুণ ভগত জানান, "দাদা'র সঙ্গে নাবালিকা'র প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির সম্পূর্ণ সহমতে এখানে নিয়ে এসেছে। মেয়েটিকে কোনোভাবেই ও অপহরণ করে ইচ্ছার বিরুদ্ধে এখানে আনেনি। মেয়েটিকে ওর বাপের বাড়ির লোক অন্যত্র বিয়ে দিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল বলেই ওকে এখানে নিয়ে এসেছিল। মেয়েটির সঙ্গে আমার ভাইয়ের বিয়েও হয়ে গিয়েছে। আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপহরণের মামলা দায়ের করা হয়েছে।" সুরাজের বাড়ি থেকে নাবালিকা'কে উদ্ধার করা হয়েছে। সুরাজকে গ্রেফতার করে পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এদিন সুরাজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের ট্রানজিট পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পরের খবর