অ্যাপশহর

বন্ধ ব্রিজ নির্মাণের কাজ, বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকির পারাপার ব্যবসায়ী-নিত্যযাত্রীদের

DVC জল ছাড়ায় অস্থায়ী ব্রিজ যে বন্ধ করা হয়েছিল, জল নামার পরেও সেটি খোলা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে হেঁটেই চলছে ক্যানেল পারাপার। অসুস্থ রোগী নিয়ে সমস্যায় গ্রামবাসী...

Lipi 26 Oct 2021, 7:48 am

হাইলাইটস

  • DVC-র সেচ ক্যানেলের উপর ব্রিজ তৈরির কাজ অসম্পূর্ণ
  • ক্যানেল পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো
  • গ্রামে কেউ অসুস্থ হলে চরম সমস্যা
EiSamay.Com Bamboo Bridge
কংক্রিট ব্রিজের বদলে বাঁশের সাঁকো দিয়ে পারাপার
এই সময় ডিজিটাল ডেস্ক: বছর ঘুরতে চলল। অথচ কাঁকসা থানার মলানদীঘি-রঘুনাথপুর যাওয়ার রাস্তার মাঝে DVC-র সেচ ক্যানেলের উপর ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। ফলে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে হেঁটেই ক্যানেল পারাপার করছেন মলানদীঘি বনকাটির বাসিন্দারা। আর গাড়ি নিয়ে শহরে যেতে হলে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। ফলে গ্রামে কেউ অসুস্থ হলে চরম সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তার পরিজনদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের গোড়ায় শুরু হয়েছিল কাঁকসা থানার মলানদীঘি-রঘুনাথপুর যাওয়ার রাস্তার মাঝে DVC-র সেচ ক্যানেলের উপর নতুন কংক্রিটের ব্রিজ নির্মাণের কাজ। কিন্তু রাজ্যের পূর্ত সড়ক দফতরের তত্ত্বাবধানে চলা এই কাজ বিগত চার মাস ধরে বন্ধ রয়েছে। আবার এই ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর যাতায়াতের জন্য পাশে একটি অস্থায়ী ব্রিজ করে দিয়েছিল পূর্ত দফতর। কিন্তু মাস দুয়েক আগে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এখন এলাকাবাসীর ক্যানেল পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। সেটি দিয়ে আবার বাইক বা গাড়ি নিয়ে যাওয়া যাবে না। হেঁটে পারাপার করাও যথেষ্ট ঝুঁকির।

বহু স্কুলের হাল বেহাল, শিক্ষামন্ত্রীকে চিঠি শিক্ষকের

সবমিলিয়ে, বিগত কয়েক মাস ধরে অতিষ্ঠ হয়ে উঠেছেন মলানদীঘি বনকাটির বাসিন্দারা। মলানদীঘি বনকাটির বাসিন্দাদের অভিযোগ, বিকল্প যোগাযোগের রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন এবং সেচ দফতর। কিন্তু সে কথা কথাই থেকে গিয়েছে। ফলে ঠিকাদারকে সামনে পেয়ে তাঁর উপরই ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা গনেশ মাকুড়, তাপস রুইদাসরা বলেন, ‘বীরভূম থেকে বহু মানুষ এই রাস্তা দিয়ে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় কর্মসূত্রে এবং চিকিৎসার উদ্দেশ্যে যায়। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অনেক ঘুরে যেতে হচ্ছে। কেউ অসুস্থ হলে ৪০-৪৫ কিমি ঘুরে মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে।’

'ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল’, কটাক্ষ শুভেন্দুর

এলাকাবাসী কাঞ্চন কর্মকারের কথায়, ‘জীবন ও জীবিকার তাগিদে প্রাণের ঝুঁকি নিয়েই এলাকাবাসী বাঁশের সাঁকো পারাপার করছে। একটি ছেলে সাইকেল নিয়ে যেতে গিয়ে জলে পড়ে গিয়েছিল। কোনক্রমে তাকে বাঁচানো হয়। বাইক নিয়েও যাওয়া যায় না।’ DVC জল ছাড়ায় অস্থায়ী ব্রিজ যে বন্ধ করা হয়েছিল, জল নামার পরেও সেটি খোলা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। যদিও অত্যধিক বৃষ্টি, বন্যা ও বালির সমস্যার জন্যই ব্রিজ তৈরির কাজ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখার্জী। শীঘ্রই কাজ শুরু করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমরা পূর্ত সড়ক দফতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সেচ ক্যানেলে জল থাকার কারণে এবং বালির সমস্যার জন্য কাজ আটকে আছে। তবে এবার কাজ শুরু হবে। শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল