অ্যাপশহর

বন্দেমাতরম ধ্বনি, গান স্যালুটে দীপককে শেষ বিদায় সবংয়ে

পরিবারের শোকাচ্ছন্ন হওয়া স্বাভাবিক৷ গোটা সবং কিন্ত্ত শহিদ দীপক মাইতির দেহের সামনে মুঠো শক্ত করে স্লোগান তুলল , ‘বন্দেমাতরম৷ ’

EiSamay.Com 6 Jun 2017, 11:50 am
সমীর মণ্ডল ■ সবং
EiSamay.Com dipak maiti was killed in an attack by militant group hizbul mujahideen on the jammu kashmir national road
বন্দেমাতরম ধ্বনি, গান স্যালুটে দীপককে শেষ বিদায় সবংয়ে

পরিবারের শোকাচ্ছন্ন হওয়া স্বাভাবিক৷ গোটা সবং কিন্ত্ত শহিদ দীপক মাইতির দেহের সামনে মুঠো শক্ত করে স্লোগান তুলল , ‘বন্দেমাতরম৷ ’ এই সেই মেদিনীপুরের মাটি , স্বাধীনতা সংগ্রামে যা বারবার কেঁপে উঠেছে বন্দেমাতরম ধ্বনিতে৷ সেই মাটিরই সন্তান সবংয়ের মশাগ্রামের বাসিন্দা দীপক নিজের জীবন দিয়েছেন সেই স্বাধীনতার মর্যাদা রক্ষার কাজ করতে গিয়ে৷ সবং তাই সোমবার চোয়াল শক্ত করে স্নোগান তুলল ‘বীর শহিদ দীপক মাইতি , তোমায় আমরা ভুলছি না , ভুলব না৷ ’

কাশ্মীর থেকে দমদম বিমানবন্দর হয়ে এ দিনই সকালে দীপকের দেহ পৌঁছয় মশাগ্রামে তাঁর বাড়িতে৷ দেহ পৌঁছনোর আগে থেকেই হাজার হাজার মানুষ জড়ো হন মশাগ্রামে৷ দীপককে শেষশ্রদ্ধা জানাতে ছুটে আসেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া , বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ , জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র৷

খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে নিহত সেনা জওয়ানের পরিবারের পাশে থাকার বার্তা দেন৷ তিনি ‘ভারত তথা বাংলার নির্ভীক সন্তান নায়েক দীপক মাইতির ’ প্রয়াণে শোকপ্রকাশ করে টুইটে লেখেন , ‘রাজ্য সরকার সমস্ত রকম সাহায্য করবে৷ এই শোকের সময় বাংলা তাঁর পরিবারের পাশে আছে৷ ’ গত শনিবার জম্মু-কাশ্মীর জাতীয় সড়কে সেনা কনভয়ে জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের হামলায় মৃত্যু হয়েছিল দীপক মাইতির৷ রাজনৈতিক মতবিরোধ থাকলেও তাঁর প্রতি এক সুরে শ্রদ্ধা জানান বিভিন্ন দলের নেতারা৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন , ‘দীপক মাইতি ভারতমাতার বীর সন্তান৷ তাঁর আত্মবলিদানের জন্য সবংয়ের মানুষ গর্বিত৷

আমরাও গর্বিত৷ দীপককে দেখে যুবকরা দেশের কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত হবেন৷ কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী তাঁর পরিবার ক্ষতিপূরণ পাবে৷ ’জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্রের বক্তব্য , ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত জওয়ানের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন৷ ’ সবংয়ের শহিদের দেহের সামনে দাঁড়াতে এ দিন মশাগ্রামে ভিড় করেছিলেন নারায়ণগড় , পটাশপুর , পিংলা ও ডেবরা এলাকার বাসিন্দারাও৷ সেনাবাহিনীর গাড়িতে কফিনবন্দি দেহ আনা হয়৷ গাড়ি থেকে নামিয়ে মার্চপাস্ট করে সেনা জওয়ানরা দেহ নিয়ে যান দীপকের বাড়িতে৷ তার পর বাড়ি থেকে ১৫০ মিটার দূরে শ্মশানে সেনাবাহিনী তাঁকে গান স্যালুট দেওয়ার পর শেষকৃত্য সম্পন্ন হয়৷ সেখানে তখন উপস্থিত কয়েক হাজার মানুষ৷ সকলেরই মুঠো উপরের দিকে তোলা৷ মুখে বন্দেমাতরম ধ্বনি৷ শোকের আবহের মধ্যেও শক্রপক্ষের বিরুদ্ধে কড়া বার্তা দেন দীপকের স্ত্রী রিক্তা মাইতি৷

সেনাবাহিনীর কাছে তিনি দাবি করেন , দীপকের মৃত্যুর জন্য দায়ী জঙ্গিদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়৷ ছেলের দেহ বাড়িতে পৌঁছনোর পর কান্নায় ভেঙে পড়েছিলেন দীপকের বৃদ্ধা মা কনকলতা৷ তাঁকে সান্ত্বনা দেন প্রতিবেশীরাই৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল