অ্যাপশহর

বনধে রান্মামে ব্যাহত বিদ্যুত্ উত্পাদন, মোর্চা কাঠগড়ায়

আন্দোলনের জেরে অচল হয়ে গিয়েছে দার্জিলিংয়ের কাছে রাম্মাম জলবিদ্যুত্ কেন্দ্রে বিদ্যুত্ উত্পাদন৷

EiSamay.Com 28 Jun 2017, 9:14 am
সঞ্জয় চক্রবর্তী ■ শিলিগুড়ি
EiSamay.Com darjeeling violence electricity production has become stagnant due to the movement
বনধে রান্মামে ব্যাহত বিদ্যুত্ উত্পাদন, মোর্চা কাঠগড়ায়

আন্দোলনের জেরে অচল হয়ে গিয়েছে দার্জিলিংয়ের কাছে রাম্মাম জলবিদ্যুত্ কেন্দ্রে বিদ্যুত্ উত্পাদন৷

অন্তর্ঘাতের কারণেই গত রবিবার থেকে উত্পাদন বন্ধ রাখতে রাজ্য জলবিদ্যুত্ কোম্পানি প্রকল্পটি বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে৷ কর্তৃপক্ষের তরফে সরাসরি বলা না -হলেও অভিযোগের তির মোর্চার কিছু কর্মী -সমর্থকদের দিকে৷ প্রকল্প থেকে পাওয়ার গ্রিডে বিদ্যুত্ সরবরাহের ফিডার লাইন প্রায় নিয়মিত কেটে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ৷ তাছাড়া প্রকল্পের গাড়ি ভাঙচুরের মতো দুষ্কর্ম তো লেগেই আছে৷

বন্ধের অজুহাতে কিছু কর্মী কাজ করতে অস্বীকার করায় অচলাবস্থা দেখা দেওয়ায় কর্তৃপক্ষ রাম্মাম প্রকল্পে উত্পাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বলে জানানো হচ্ছে৷

রাজ্য জলবিদ্যুত্ কোম্পানির উত্তরবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার প্রবীর ভট্টাচার্য বলেন , ‘এটা ঘটনা যে রাম্মামে আমরা জলবিদ্যুত্ উত্পাদন কেন্দ্রটি বন্ধ রাখতে বাধ্য হয়েছি৷ তবে চেষ্টা চলছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানো যায়৷ ’ রাম্মাম বন্ধ থাকলে রাজ্য সরকারের প্রচুর লোকসান হবে বলেও কর্তৃপক্ষের উপরে জানানো হয়েছে৷ কেন্দ্রটি থেকে এখন প্রতিদিন গড়ে প্রায় ৩৫ মেগাওয়াট বিদ্যুত্ তৈরি হয়৷ জুলাইয়ে বর্ষা প্রবল হলে উত্পাদন বেড়ে দাঁড়াত রোজ অন্তত ৫০ মেগাওয়াটে৷ এখন পাওয়ার গ্রিডের মাধ্যমেই বিদ্যুত্ গোটা দেশে সরবরাহ করা হলেও রাম্মামে উত্পাদিত বিদ্যুতের বড় অংশই সরবরাহ করা হয় উত্তরবঙ্গে৷ উত্পাদন বন্ধ হওয়ায় উত্তরবঙ্গে বিদ্যুত্ সরবরাহে সমস্যা তৈরির আশঙ্কা দেখা গিয়েছে৷ গত দু’দিন ধরে রোজ ভোরে শিলিগুড়িতে লোডশেডিং তারই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে৷

রাজ্যের এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপুর্ণ৷ বছরে সেখানে ২ লক্ষ ৪০ মিলিয়ন ইউনিট বিদ্যুত্ উত্পাদন হয়৷ জলবিদ্যুত্ উত্পাদনের মূল মরসুমই হল জুন থেকে নভেম্বর৷ এ সময় উত্পাদন ব্যাহত হলে রাজ্য সরকারের বিরাট আর্থিক ক্ষতি হবে৷ রাজ্য সরকারের জলবিদ্যুত্ উত্পাদন নিগম কর্তৃপক্ষ সমস্যা মেটাতে স্থানীয় মোর্চা নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন৷ কিন্ত্ত সমস্যা সমাধানের কোনও রাস্তা এখনও বের হয়নি৷ মোর্চার কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে , রাম্মামে বিদ্যুত্ উত্পাদন বন্ধ হওয়ার খবর তাঁদের কাছে নেই৷ তবে মোর্চার বন্ধের মধ্যে কর্মীদের জোর করে কাজ করানোর চেষ্টা হলে তাঁরা মানবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির নেতা তিলকচাঁদ রোকা৷

তিনি বলেন , ‘বন্ধ চলছে৷ তাহলে রাম্মামে কাজ হচ্ছে কী করে ? আর কর্মীরা দলের নির্দেশ মেনে কাজে যোগ দিতে অস্বীকার করলে কর্তৃপক্ষ কী জোর করে কাজ করাবে ?’ পর্যটনমন্ত্রী গৌতম দেব এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন৷ তিনি বলেন , ‘এমন ঘটনা হয়ে থাকলে নিন্দা করার ভাষা নেই৷ আমি বিস্তারিত খোঁজ নিচ্ছি৷’ জানা গিয়েছে , রাগ যেহেতু রাজ্য সরকারের উপর, তাই এই সরকারি বিদ্যুত্ উত্পাদন প্রকল্পে মোর্চা বাধা দিচ্ছে৷ কিন্ত্ত প্রশ্ন উঠেছে , রাজ্য সরকারের ক্ষতি করতে গিয়ে মোর্চা কি গোটা দেশেরই ক্ষতি করছে না ?’ গত শনিবার রাম্মামে একটি বেসরকারি সংস্থা এবং একটি কেন্দ্রীয় সরকারি সংস্থার সমীক্ষার কাজেও মোর্চা কর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ৷

এনএইচপিসির শিলিগুড়ির জনসংযোগ আধিকারিক ভরতেন্দু শর্মা বলেছেন , ‘রম্ভি ও কালীঝোরায় আমাদের বিদ্যত্ উত্পাদন কেন্দ্রে যাতে কোনও সমস্যা না -হয় , সেজন্য আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম কাজ করছে৷’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল