অ্যাপশহর

অভ্যর্থনা গৌতমকে, বনধ তুলতে অনীতের সভা

নেপালি কবি ভানু ভক্তের জন্মজয়ন্তী পালন করতে গিয়ে যাঁদের তাড়া খেয়ে পালাতে হয়েছিল , রবিবার তাঁরাই সাদরে বরণ করে নিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেবকে৷

EiSamay.Com 11 Sep 2017, 1:11 pm
সঞ্জয় চক্রবর্তী ■ লোহাগড়
EiSamay.Com darjeeling unrest west bengal tourism minister gautam deb slams gjm for resorting to vandalism
অভ্যর্থনা গৌতমকে, বনধ তুলতে অনীতের সভা

নেপালি কবি ভানু ভক্তের জন্মজয়ন্তী পালন করতে গিয়ে যাঁদের তাড়া খেয়ে পালাতে হয়েছিল , রবিবার তাঁরাই সাদরে বরণ করে নিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেবকে৷ গত ১৩ জুলাই মিরিক ব্লকের পানিঘাটায় ভানু ভক্তের জন্মজয়ন্তী পালন করতে গিয়েছিলেন পর্যটনমন্ত্রী৷ সেদিন রাস্তা আটকে , পুলিশের গাড়ি ভাঙচুর করে , টায়ার জ্বালিয়ে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা৷ লাগাতার বনধে জেরবার সেই বাসিন্দাদেরই অবস্থান বদলের নমুনা দেখলেন গৌতম৷ পর্যটনমন্ত্রীকে রবিবার পানিঘাটা ছাড়াও লোহাগড় এবং পুটংয়ে গাড়ি দাঁড় করিয়ে খাদা পরিয়ে তাঁর সঙ্গে মিছিলে হেঁটে অভ্যর্থনা জানালেন এলাকাবাসী৷ এলাকার বেহাল রাস্তাঘাট দেখিয়ে মোর্চা নেতাদের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিলেন তাঁরা৷ লোহাগড়ে মন্ত্রী এ দিন বাস সার্ভিস চালু করেন৷

তৃণমূলের পক্ষ থেকে তিনি লোহাগড় , পুটুং এবং পানিঘাটায় তিনি ত্রাণও বিলি করেন৷ পাহাড়ে মোর্চা নেতাদের প্রতি বিতৃষ্ণা বাড়ার এ দিন আরও একটি উদাহরণ বিনয় তামাংয়ের ঘনিষ্ঠ অনীত থাপার সভা৷ তিনধারিয়ায় ওই জনসভার পরে বেশ কিছু দোকান খুলে যায়৷ পাহাড়ের সামগ্রিক পরিস্থিতির এই উন্নতিতে উত্সাহিত পর্যটনমন্ত্রী বলেন , ‘রাজ্য সরকার সব সময়েই পাহাড়ের বাসিন্দাদের পাশে রয়েছে৷ পানিঘাটায় ভানুভক্তের জন্মজয়ন্তী অনুষ্ঠান করতে এসে যতই তিক্ত অভিজ্ঞতা হোক না কেন , আমি জানতাম কয়েকজন মোর্চা নেতার উস্কানিতে এখানকার মানুষ চিরদিন মুখ ফিরিয়ে থাকতে পারবেন না৷ ’ বিশাল কনভয় নিয়ে পর্যটনমন্ত্রী প্রথমে লোহাগড়ে যান৷ বেহাল রাস্তা , ভাঙা সেতুর অবর্ণনীয় দুর্ভোগের বর্ণনা তাঁর জিটিএ -র কাজে প্রশ্ন তোলা কাজ সহজ করে দেয়৷

লোহাগড়ে ভাষণে তিনি বলেন , ‘মোর্চা জিটিএ ’তে ক্ষমতায় থাকার সময়ে তাহলে করল কী ?’ বন্ধের কারণে উত্পাদন বন্ধ থাকায় লোহাগড় চা -বাগানের বাসিন্দাদের না -খেয়ে মরার দশা হয়েছিল৷ শেষপর্যন্ত জীবন বাঁচাতে মোর্চার ফতোয়া উপেক্ষা করে তাঁরা চা বাগান খুলে দিয়েছেন৷ স্থানীয় বাসিন্দা স্যামুয়েল কুজুর বলেন , ‘জিটিএ তৈরির পরে কখনও এই এলাকায় কোন কাজ হয়নি৷ বন্ধের সময়ে কোন মোর্চা নেতা আমাদের হাল দেখতে আসেননি৷ ’ এলাকার আর এক বাসিন্দা সুমতি টপ্পো বলেন , ‘বর্ষায় আমরা কী ভাবে বেঁচেছিলাম , সেটা ভগবানই জানেন৷ বন্ধের মধ্যে সেতু ভেঙে গেলে মেরামতি হয়নি৷ কোমর সমান জল ভেঙে নকশালবাড়িতে যাতায়াত করতে হয়েছে৷ ’ পর্যটনমন্ত্রী পৌঁছনোর পর এ দিন এলাকার মোর্চা নেতাদের আর দেখা যায়নি৷

সদ্য রাজ্যসভায় নির্বাচিত শান্তা ছেত্রীও মিছিলে যোগ দেন৷ এলাকার বাসিন্দা বাসন্তী রাই বলেন , ‘ভানু ভক্ত জয়ন্তীতে পানিঘাটার মানুষ মন্ত্রীকে ঢুকতে দেয়নি৷ এখন আমরা বুঝতে পারছি , বন্ধ করে আমাদের কোন লাভই হয়নি৷ গোর্খাল্যান্ড তো দূরের কথা , রুজি রোজগারও বন্ধ হয়ে গিয়েছিল৷ ’ এ দিন বিকেলে পানিঘাটা থানার সামনে তৃণমূলের আর একটি সভা হয়৷ দলের পাহাড় কমিটির সভাপতি রাজেন মুখিয়ার দাবি করেন , সোমবার পানিঘাটার সমস্ত স্কুল খুলে দেওয়া হবে৷ দার্জিলিংয়ের তৃণমূল নেত্রী সারদা রাই সুব্বা বলেন , ‘মোর্চা নেতাদের ছেলেমেয়েরা বড় শহরের নামি স্কুলে পড়ে৷ আর পাহাড়ের স্কুল -কলেজ বন্ধ করে রাখা হয়েছে৷ এখন পাহাড়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে স্কুল -কলেজ খোলাতে চাই আমরা৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল