অ্যাপশহর

রম্ভির বিদ্যুত্কেন্দ্রও বন্ধ, নেতারা মানছেন রাশ নেই

পাহাড়ের পরিস্থিতি উন্নতির কোনও লক্ষণ নেই৷ এ বার রম্ভি জলবিদ্যুত্ কেন্দ্রটিও বন্ধ করে দিলেন আন্দোলনকারীরা৷

Ei Samay 13 Jul 2017, 7:21 am
এই সময়, শিলিগুড়ি: পাহাড়ের পরিস্থিতি উন্নতির কোনও লক্ষণ নেই৷ এ বার রম্ভি জলবিদ্যুত্ কেন্দ্রটিও বন্ধ করে দিলেন আন্দোলনকারীরা৷ বুধবার ওই কেন্দ্রের সামনে জড়ো হন কয়েকশো মানুষ৷ স্লোগান ছিল, ‘বিদ্যুত্ উত্পাদন করা যাবে না৷ ’ তাত্পর্যপূর্ণ ভাবে, মোর্চা-সহ পাহাড়ের রাজনৈতিক দলগুলিকে নিয়ে তৈরি গোর্খাল্যান্ড মুভমেন্ট কোঅর্ডিনেশন কমিটির (জিএমসিসি ) যুগ্ম আহ্বায়ক মোর্চা নেতা কল্যাণ দেওয়ান কবুল করেছেন, আন্দোলনকারীরা এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে৷ অশনি সঙ্কেত সেটাও!
EiSamay.Com darjeeling unrest morcha stopped the rambhi power plant
রম্ভির বিদ্যুত্কেন্দ্রও বন্ধ, নেতারা মানছেন রাশ নেই


বর্ষায় জলবিদ্যুত্ প্রকল্পগুলি পুরোমাত্রায় বিদ্যুত্ তৈরি করে, যা বছরের অন্য সময়ে জলাভাবে অসম্ভব৷ কেন্দ্রীয় সরকার অধিগৃহীত সংস্থা এনএইচপিসি পশ্চিমবঙ্গ ছাড়া সিকিমেও তিস্তা নদীর উপরে একাধিক প্রকল্প তৈরি করেছে৷ উত্পাদিত বিদ্যুতের একটা অংশ এনএইচপিসি সংশ্লিষ্ট রাজ্যকেও সম্পূর্ণ বিনামূল্যে দেয়৷ সিকিমের প্রকল্পগুলি চললেও মোর্চার আন্দোলনে এ রাজ্যে এনএইচপিসির বিদ্যুত্ উত্পাদন বন্ধ হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছে রাজ্য৷ এনএইচপিসির রম্ভির জনসংযোগ আধিকারিক জে কে উপাধ্যায় বলেন , ‘এদিন দুপুরে গোলমালের পরে আমরা জলবিদ্যুত্ উত্পাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছি৷ ’ সন্ধ্যায় বন্ধ হয়ে যায় কালীঝোরাও৷ বিদ্যুত্ উত্পাদন ছাড়া তিস্তার জলও এখন নিয়ন্ত্রণ করে এনএইচপিসি৷ প্রতিদিন সন্ধ্যায় কালীঝোরা থেকে জল ছাড়া হয়৷ এ বার জল ছাড়া কী ভাবে নিয়ন্ত্রণ হবে , প্রশ্ন তা নিয়েও৷ এনএইচপিসির শিলিগুড়ির জনসংযোগ আধিকারিক ভরতেন্দু শর্মা বলেন , ‘নিরাপত্তা না -পেলে কী ভাবে কাজ করব ? আমরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি৷ ’রম্ভির ঘটনায় সবচেয়ে বেশি উদ্বিগ্ন খোদ মোর্চা নেতারাই৷ জিএমসিসির যুগ্ন আহ্বায়ক মোর্চা নেতা কল্যাণ দেওয়ানও স্বীকার করেছেন , ‘মানুষ এখন আমাদের কথাও শুনতে চাইছেন না৷ রম্ভিতে কী হয়েছে সেটা আমি জানি না৷ তবে রাজ্য সরকারের পুলিশ আমাদের কর্মীদের গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালানোয় এই ধরনের ঘটনা ঘটছে৷ পুলিশকে সংযত হতে হবে৷ পাহাড় থেকে সিআরপি সরাতে হবে৷ আমাদের দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে৷ না -হলে পরিস্থিতি শান্ত হবে না৷ ’

কয়েকদিন ধরেই মোর্চা কর্মীরা জলবিদ্যুত্ উত্পাদন বন্ধ করার জন্য হুমকি দিচ্ছিলেন৷ এনএইচপিসি মোর্চা নেতাদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে৷ সম্প্রতি মোর্চা সভাপতি হুমকি দেন , পাহাড়ে রাজ্য সরকারের সমস্ত জলবিদ্যুত্ উত্পাদন কেন্দ্র বন্ধ করে দিতে হবে৷ তার পরেই জলবিদ্যুত্ কেন্দ্রগুলিতে একের পর এক হামলা শুরু হয়৷ রাম্মাম স্টেজ -৩ প্রকল্প তৈরির ব্যাপারে এনএইচপিসি ছাড়াও অন্য এক বেসরকারি সংস্থা সমীক্ষা করছিল৷ প্রথমে সেখানে হামলা হয়৷ পুড়িয়ে দেওয়া হয় বেসরকারি সংস্থার বেশ কিছু গাড়ি৷ তার পরে রাম্মামের একদল মোর্চা কর্মী -সমর্থকই কাজ করতে অস্বীকার করেন৷ এক ঘটনা ঘটে জলঢাকায়৷ বন্ধ রম্ভিও৷ রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেছেন , ‘প্রশাসন অবগত৷ দেখা যাক , কী করা যায়৷ ’ মঙ্গলবার রাতে মিরিকে ডুপটিন গ্রাম পঞ্চায়েত অফিসে আগুন লাগানো হয়৷ ভাঙচুর হয় কালিম্পংয়ে লিম্বু উন্নয়ন বোর্ডের দন্তরও৷ তামাং উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্ধ্যা তামাংয়ের বাড়িতে ও সুকনার আরআই অফিসে আগুন লাগানো হয়৷ রাত ১২টা নাগাদ ম্যালের জিটিএ পরিচালিত ট্যুরিস্ট ইনফর্মেশন ব্যুরোতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷মোর্চা কর্মী -সমর্থকদের বিক্ষোভ৷ বুধবার রম্ভিতে --- বি এন শা৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল