অ্যাপশহর

গ্রেনেড হানায় ফের অভিযুক্ত গুরুং, শঙ্কার মেঘ পাহাড়ে

দার্জিলিংয়ের বিস্ফোরণের পর কালিম্পং থানায় গ্রেনেড হামলার ঘটনাতেও বিমল গুরুংকেই জড়ানো হল ইউএপিএ-তে৷

Ei Samay 21 Aug 2017, 8:22 am
সঞ্জয় চক্রবর্তী ■ কালিম্পং
EiSamay.Com darjeeling unrest gjm chief bimal gurung booked for unlawful activities following twin blasts
গ্রেনেড হানায় ফের অভিযুক্ত গুরুং, শঙ্কার মেঘ পাহাড়ে

দার্জিলিংয়ের বিস্ফোরণের পর কালিম্পং থানায় গ্রেনেড হামলার ঘটনাতেও বিমল গুরুংকেই জড়ানো হল ইউএপিএ-তে৷ দার্জিলিংয়ের বিস্ফোরণে বিমলের সঙ্গে আর যে দু’জনের নামে এফআইআর হয়েছে , কালিম্পংয়ের ঘটনাতেও তাদের অভিযুক্ত করেছে পুলিশ৷ গ্রেনেড হামলায় আরও দু’জন , অর্থাত্ মোট সাত জনের বিরুদ্ধে ইউএপিএ -তে মামলা রুজু হয়েছে৷ গ্রেনেড হামলা নিয়ে কিন্ত্ত নানা প্রশ্ন তুলছেন কালিম্পংয়ের বাসিন্দারা ও অন্য দলগুলির নেতৃত্ব৷

এলাকার প্রাক্তন বিধায়ক তথা কট্টর মোর্চা বিরোধী বলে পরিচিত হরকাবাহাদুর ছেত্রী বলেন , ‘মোর্চা এই ঘটনায় জড়িত বলে মনে করি না৷ কারা জড়িত , সেটা তদন্তকারী সংস্থা খতিয়ে দেখুক৷ আমার প্রশ্ন, দুষ্কৃতীরা গ্রেনেড ছুড়ে পালিয়ে গেল কী করে ? পুলিশের নজরদারি কোথায় ছিল ?’কালিম্পংয়ের ডম্বর চক এলাকার এক বাসিন্দা বলেন , ‘বিস্ফোরণের শব্দ শুনে রাতেই থানার সামনে গিয়ে দেখি তখন অনেক পুলিশকর্মী ভিড় করেছেন৷ ওঁদের কথাবার্তায় বুঝলাম , হামলার সময়ে কেউ সেখানে ছিলেন না৷ শুক্রবার রাতে দার্জিলিংয়ে বিস্ফোরণের পরে কী করে কালিম্পং থানার নিরাপত্তার ব্যবস্থা এত ঢিলেঢালা ছিল , বুঝতে পারছি না৷ কিন্ত্ত প্লিজ আমার নাম লিখবেন না৷ ’ দার্জিলিংয়ের ঘটনার পর সমস্ত থানায় অ্যালার্ট জারি করা হয়েছিল বলে শনিবার পুলিশ সূত্রে জানানো হয়েছিল৷ তার পর একেবারে থানায় গ্রেনেড হামলা নিয়ে প্রশ্ন তোলাকে অবশ্য ভালো চোখে দেখছেন না পুলিশকর্তারা৷ কালিম্পংয়ের পুলিশ সুপার অজিত যাদব বলেন , ‘এমন প্রশ্ন যাঁরা তুলছেন , তাঁরা পুলিশের মনোবল নষ্ট করতে চান৷ ’

শনিবার রাতে গ্রেনেডটি ছোড়া হয়েছিল কালিম্পং থানা লাগোয়া ত্রিকোণ পার্কের দিক থেকে৷ গ্রেনেডটি উড়ে গিয়ে থানার গেটের সামনে পড়লে বিস্ফোরণ হয়৷ ত্রিকোণ পার্কের সামনে প্রায় সব সময়ই ট্র্যাফিক পুলিশ থাকার কথা৷ ওই স্থান দিয়ে যানবাহন সোজা জেলাশাসকের দন্তরের দিকে যায়৷ আবার বাঁদিকে মেলা গ্রাউন্ডের পাশ দিয়ে মোটর স্ট্যান্ডের দিকেও যাওয়া যায়৷ গুরুত্বপূর্ণ এই এলাকায় সব সময়ই নজরদারি থাকার কথা৷ কালিম্পংয়ের পুলিশ সুপার অজিত যাদবের অবশ্য বক্তব্য , ‘পুলিশ না -থাকলে আমাদের সিভিক ভলান্টিয়ার মারা গেল কী করে ? হ্যান্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে বলে আমাদের সন্দেহ৷ মোর্চার সঙ্গে উত্তর -পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠীও থাকতে পারে৷ গোয়েন্দাদের কাছে তেমনই তথ্য পেয়েছি৷ ’ মোর্চার দিকে আঙুল না -তুললেও , নাশকতার আশঙ্কা করছে জিএনএলএফ -ও৷ দলের সম্পাদক মহেন্দ্র ছেত্রীর বক্তব্য , ‘নেপাল , ভুটান ও চিন লাগোয়া পাহাড়ে এই ঘটনায় বিদেশি শক্তির হাত থাকতে পারে৷ ’

কিন্ত্ত পুলিশ তাদের দায়ী করায় ক্ষুব্ধ মোর্চা৷ দলের নেতা জ্যোতিকুমার রাই বলেন , ‘পুলিশের ভূমিকা দুর্ভাগ্যজনক৷ আমরা একই সঙ্গে বিস্ফোরণ ও গ্রেনেড হামলার নিন্দা করেছি৷ এনআইএ -কে দিয়ে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করে বিবৃতি দিয়েছেন আমাদের সভাপতি৷ তার পরে অন্যায় ভাবে আমাদের জড়ানো হচ্ছে৷ ’ পর্যটনমন্ত্রী গৌতম দেব অবশ্য বলেন , ‘পাহাড়ে অশান্তি লাগিয়েছে মোর্চাই৷ ফলে তারা দায় নেবে না বললে কেউ মেনে নেবে না৷ ’ এমন নাশকতায় উদ্বিগ্ন পাহাড়ের দলগুলি৷ শনিবার রাতে কালিম্পংয়ে একটি বন বাংলোতে আগুন লাগার সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা৷ হরকাবাহাদুর বলেন , ‘এমন শব্দ হয় যে এলাকা কেঁপে ওঠে৷ চার দিক যেভাবে আলোকিত হয়ে ওঠে , তাতে ওখানেও বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল বলে মনে হচ্ছে৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল