অ্যাপশহর

বিস্ফোরণে লাভ কার, উত্তর খুঁজছে পাহাড়

বিস্ফোরণ ঘটিয়ে লাভ হল কার? কী উদ্দেশেই বা বিস্ফোরণ? শুক্রবার মাঝ রাতের পর থেকে এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে পাহাড়ে৷

Ei Samay 20 Aug 2017, 12:35 pm
সঞ্জয় চক্রবর্তী ■ দার্জিলিং
EiSamay.Com darjeeling blast massive explosion near motor stand 12 shops destroyed
বিস্ফোরণে লাভ কার, উত্তর খুঁজছে পাহাড়

বিস্ফোরণ ঘটিয়ে লাভ হল কার? কী উদ্দেশেই বা বিস্ফোরণ? শুক্রবার মাঝ রাতের পর থেকে এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে পাহাড়ে৷ গোর্খাল্যান্ড মুভমেন্ট কো -অর্ডিনেশন কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক কল্যাণ দেওয়ান প্রশ্ন তুলছেন , ‘রাস্তার মাঝখানে একটা বিস্ফোরণ ঘটানো হল , যার কোনও লক্ষ্যবস্ত্ত ছিল না ? ঘটনাটি সন্দেহজনক৷ দার্জিলিংয়ে আগে কখনও এমন ঘটনা ঘটেনি৷ ’ দার্জিলিংয়ের চকবাজারে ওই বিস্ফোরণের জন্য সরকার ইতিমধ্যে খোদ বিমল গুরুংকেই অভিযুক্ত করেছে৷ গুরুং -সহ তিন মোর্চা নেতার বিরুদ্ধে ইউএপিএ -তে মামলা রুজু করা হয়েছে৷ পাহাড়ের সাধারণ বাসিন্দারা তো বটেই , অন্য দলগুলিও কেউ এই ঘটনায় মোর্চাকে দোষারোপ করতে রাজি নয়৷

বরং তাদের বক্তব্য , লাভ হওয়া দূরের কথা , এই ঘটনায় মোর্চা যে আলোচনায় আগ্রহী , তার সম্ভাবনা সঙ্কুচিত হবে৷ মোর্চার কট্টর বিরোধী বলে পরিচিত জন আন্দোলন পার্টির শীর্ষ নেতা হরকাবাহাদুর ছেত্রী বলেন , ‘খুবই বিপজ্জনক ঘটনা৷ অতীতে দার্জিলিংয়ে এমন ঘটনা ঘটেনি৷ এই ধরনের ঘটনা পাহাড়ে অশান্তিই বাড়াবে৷ ’ জিএনএলএফের সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী বলেন , ‘১৯৮৮ -এর পর থেকে জিএনএলএফ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী৷ আমাদের সন্দেহ , শুক্রবার রাতে য .া হয়েছে , তা একটি ষড়যন্ত্রমূলক ঘটনা৷ আমাদের আন্দোলনকে ছত্রভঙ্গ করতে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে৷ ’ বিমল গুরুং এখন এই মামলায় ওয়ান্টেড৷ ফলে তাঁর পক্ষে সরকারের সঙ্গে এখন আলোচনায় বসা অসম্ভব হয়ে পড়ল৷ এমন ঝুঁকি থাকা সত্ত্বেও পুলিশের দাবি অনুযায়ী মোর্চা কেন বিস্ফোরণ ঘটাবে , সে প্রশ্নও উঠেছে৷

পর্যটন মন্ত্রী গৌতম দেব অবশ্য সরাসরি কারও নাম বলেনি৷ তাঁর বক্তব্য , ‘দার্জিলিংয়ে যা হয়েছে , তা অত্যন্ত বিপজ্জনক৷ রাতে বিস্ফোরণ হয়েছে৷ দিনে হলে মারাত্মক ক্ষতি হতে পারত৷ উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে৷ খুব শিগগির প্রমাণ হবে , কারা এই ঘটনায় জড়িত৷ ’ মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা জ্যোতিকুমার রাই বলেন , ‘আমরা তো আলোচনাই চাইছি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সেজন্যই আলোচনায় বসেছিলাম৷ কেন্দ্র আমাদের রাজ্য সরকারের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়৷ রাজ্যের সঙ্গে কথা বলব কিনা , সেটা নিয়ে দলে চিন্তভাবনা চলছে৷ এমন সময়ে কেন বিস্ফোরণ ঘটাতে যাব ? এটা পরিস্কার একটা ষড়যন্ত্র৷ ’ ধন্দে দার্জিলিংয়ের সাধারণ বাসিন্দারাও৷ শনিবার সকালে খবর পেয়ে তাঁরা দলে দলে ভিড় করেন চকবাজারে৷

এটা ঘটনা যে এ বার ৮ জুন থেকে নতুন করে পাহাড়ে আন্দোলন শুরু হওয়ার পর থেকে মোর্চার বিরুদ্ধে নেপাল থেকে অস্ত্র সংগ্রহের অভিযোগ উঠেছে৷ উত্তর -পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগের কথাও বলেছে সরকার৷ অবশ্য অতীতে পাহাড়ে এমন নাশকতার তেমন নজির নেই৷ ফলে এতে কে কাকে কী বার্তা দিতে চাইল , তার জবাব খুঁজছেন পাহাড়বাসী৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল