অ্যাপশহর

প্রবল বর্ষণের জের, ভারত থেকে বিচ্ছিন্ন কোচবিহার

কোচবিহার-তুফানগঞ্জ সড়কে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল।

EiSamay.Com 12 Aug 2017, 10:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টির জেরে ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল কোচবিহারের। সব রেল ও সড়কপথ ভেঙে পড়েছে। জেলা শহর-সহ কোচবিহার জেলার অধিকাংশ এলাকা জলমগ্ন৷ একাধিক নদীর জলস্ফীতিতে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রশাসন রেড অ্যালার্ট জারি করেছে।
EiSamay.Com coochbehar cut off from rest of india due to heavy rain
প্রবল বর্ষণের জের, ভারত থেকে বিচ্ছিন্ন কোচবিহার


আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ফলে বন্যার আশঙ্কায় প্রহর গুনছে কোচবিহার-আলিপুরদুয়ার। গত ২৪ ঘণ্টায় কোচবিহারে বৃষ্টি হয়েছে ২৩৩ মিলিমিটার। জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ২৯৫ মিলিমিটার। কোচবিহার রাজপ্রাসাদ চত্বরেও জল হাঁটুসমান। কোচবিহার-তুফানগঞ্জ সড়কে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গ ছেড়ে পুরোপুরি হিমালয়ের পাদদেশে অবস্থান করছে৷ ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিম দিক থেকে জোলো বাতাসের জোরালো প্রবাহ রয়েছে৷ যা পাহাড়ে ধাক্কা খেয়ে তেড়ে বৃষ্টি নামাচ্ছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল