অ্যাপশহর

Didir Doot: 'জব কার্ডের জন্য টাকা...', দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে অভিযোগ শুনলেন উদয়ন

জব কার্ডের জন্য টাকা নিয়েছে পঞ্চায়েত সদস্য! দিদির দূত কর্মসূচিতে অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে উদয়নের কাছে

Produced byএলিনা দত্ত | Lipi 15 Jan 2023, 4:09 pm
PM Awas Yojana আবাস যোজনার ভুরি ভুরি অভিযোগের মাঝে এবার জব কার্ড নিয়েও বিস্ফোরক অভিযোগ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে পাশে পেয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ করলেন গ্রামের মানুষ । তাদের অভিযোগ, 'জব কার্ডের জন্য তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে টাকা দিতে হয়েছে ।তারপরেও হাতে পায়নি জব কার্ড।'
EiSamay.Com udayan guha
উদয়ন গুহের কাছে অভিযোগ


রবিবার দিদির দূত ও দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে জনসংযোগে বেরিয়ে এলাকাবাসী অভাব অভিযোগ শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। মন্ত্রীকে সামনে পেয়ে নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে থাকেন। পঞ্চায়েতের বিরুদ্ধে তোলেন বিস্ফোরক অভিযোগ। কোচবিহার -১ নম্বর ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে বের হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ।

Didir Suraksha Kavach : মন্ত্রীর সামনেই গ্রামবাসীকে 'দিদির দূত'-এর থাপ্পড়! দত্তপুকুরে 'সুরক্ষা কবচ' কর্মসূচিতে উত্তেজনা

চিলকির হাট গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষ মন্ত্রীকে কাছে পেয়েই সঙ্গে সঙ্গে এই গ্রামের কয়েকজন মানুষ গ্রাম পঞ্চায়েত সদস্য আনোয়ারা বেগমের বিরুদ্ধে জব কার্ডের জন্য তাদের কাছে টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন । এমনকী টাকা নিলেও এখনও তারা জব কার্ড হাতে পায়নি। এই অভিযোগ শুনেই সাংঘাতিক ক্ষুব্ধ হন উদয়ন গুহ। সঙ্গে সঙ্গে মন্ত্রী পঞ্চায়েত প্রধানের স্বামীকে পাশে পেয়ে ওই টাকা ফেরত দেওয়ার জন্য বলেন । এমনকী, গ্রামের ওই ব্যক্তিকেও তিনি বলেন, যদি টাকা না পান তাহলে যেন তাঁকে জানানো হয়। এই অভিযোগে তৎক্ষণাৎ অ্যাকশন দেখে বিরোধীরা দাবি তুলেছেন, ''শাসক দলের নেতারা যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার জন্য গ্রামের মানুষের কাছে টাকা নিয়েছেন তা আবারও এই ঘটনা প্রমাণ করল।'' যদিও সংবাদমাধ্যমের সামনে তাঁর দাবি, ''গ্রামে অনেক সময় ব্যক্তিগত সমস্যার কারণেও এরকম অভিযোগ করা হয়। ব্যাপারটা খতিয়ে দেখতে হবে।''

Kunal Ghosh : পাঁশকুড়ায় 'দিদির সুরক্ষা কবচ'-র প্রচার, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কুণাল

এছাড়াও এদিন চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ও গ্রামের মানুষের সঙ্গে দেখা করেন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রীকে পাশে পেয়ে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরেন তারা । যদিও এই বিষয় নিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, ''বিষয়টা শুনেছি তবে যাচাই করে দেখতে হবে কতটা সঠিক রয়েছে । তবে রাস্তাঘাট পানীয় জলে এই সমস্ত বিষয় নিয়ে তিনি বলেন সমস্ত কাজই হয়ে গিয়েছে মানুষের চাহিদা বেশি রয়েছে তবে সেগুলো শুনবার জন্য ও সমাধানের জন্য গ্রামের মানুষের সঙ্গে দেখা করতে এসেছি।'' যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, ''যাদের ঘর, জব কার্ড পাওয়ার কথা তারা পায়নি। ফলে বিক্ষোভ তো দেখাবেই। নেতা মন্ত্রীদের প্রশ্নের মুখে পড়তে হবে।''
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর