অ্যাপশহর

অনলাইনে খাবার অর্ডারের আড়ালে প্রতারণার ফাঁদ, বিক্রেতা খোয়ালেন ১৫ হাজার টাকা!

প্রতারকদের খপ্পরে বিক্রেতা... অনলাইন খাবার অর্ডারে সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য...অনলাইনে বিল দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা... সাইবার ক্রাইম বিভাগে এব্যাপারে লিখিত অভিযোগ দায়ের ...

EiSamay.Com 6 Jul 2021, 1:44 am
এই সময় ডিজিটাল ডেস্ক: খাবার অর্ডার করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর খবর আগেও সামনে এসেছিল। কিন্তু এবার শিকার বিক্রেতাই। খাবার ব্যবসায়ীকে ফাঁদে ফেলে অনলাইনে বিল দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা ৷ কোচবিহারে এমন অভিযোগ সামনে এসেছে৷ খাবার ব্যবসায়ীর প্রায় ১৫ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে৷ কোচবিহার পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী৷
EiSamay.Com online food


প্রায় ১৫ হাজার খোয়ানোর পর মিলেছে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে হোটেলে বসে খাওয়ার সুযোগ না থাকায় অনেকেই তৈরি করা খাবার হোম ডেলিভারী করার উদ্যোগ নিয়েছেন। কোচবিহার শহরের সুপ্রতিষ্ঠিত প্রায় দশটির বেশি প্রতিষ্ঠান হোম ডেলিভারী করছে৷ রেস্টুরেন্টের খাবারের অর্ডার ফোনে জেনে নিয়ে নির্দিষ্ট সময়ে তা পৌছে দেওয়া হচ্ছে। কেউ হাতে বা কেউ অনলাইনেও নেট ব্যাঙ্কিংয়ের এর মাধ্যমেও টাকা বিল মেটাচ্ছেন৷ তবে এবারে যে ধরনের অভিযোগ সামনে এসেছে তাতে রীতিমত চক্ষু চড়কগাছ এই খাবার বিক্রেতাদের।

অভিযোগ, এম জে এন রোডের রেস্তোরাঁ মালিক আনন্দ পালের কাছে ফোনে খাবারের অর্ডার আসে। সেই খাবারের বিল প্রায় সাড়ে চার হাজার টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রতারক ফোনে ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিস্তারিত তথ্য চান। সাড়ে চার হাজার টাকা বিল মেটানো তো দূর উল্টে তার অ্যাকাউন্টের থেকে প্রায় পনেরো হাজার টাকা কিছু সময়ের মধ্যে কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। কোচবিহার সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী। কোচবিহার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ কেউ বা কারা কোনও প্রতারকের খপ্পরে যাতে আগামীতে না পড়েন তাই সতর্ক থাকতেও বলা হয়েছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল