অ্যাপশহর

'সরকারের মদতেই সন্ত্রাস’, রাজ্যকে তোপ দিনহাটার BJP প্রার্থীর

মঙ্গলবার নির্বাচনী প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে দিনহাটার BJP প্রার্থী Ashok Mandal। তোপ দাগলেন রাজ্য সরকারকে। তাঁর দাবি, তৃণমূলের কর্মী-সমর্থকরাই তাঁকা বাধা দেন।

Lipi 20 Oct 2021, 12:35 am

হাইলাইটস

  • দিনহাটা বিধানসভা উপ-নির্বাচনের আগে আবারও প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন BJP প্রার্থী অশোক মণ্ডল।
  • সোমবারের পুনরাবৃত্তি দেখা গেল মঙ্গলবারও।
  • রাজনীতিকের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই প্রচারে বাধা দিয়েছে।
EiSamay.Com Ashok Mandal BJP
অশোক মণ্ডল (ছবি সৌজন্য-ফেসবুক), বচসার মুহূর্ত (নিজস্ব ছবি)
এই সময় ডিজিটাল ডেস্ক: দিনহাটা বিধানসভা উপ-নির্বাচনের আগে আবারও প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন BJP প্রার্থী অশোক মণ্ডল। সোমবারের পুনরাবৃত্তি দেখা গেল মঙ্গলবারও। রাজনীতিকের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই প্রচারে বাধা দিয়েছে। যদিও নেতার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তবে ওই ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে দিনহাটায়। জানা গিয়েছে, এদিন সকালে নয়ারহাট বাজারে দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন দিনহাটার BJP প্রার্থী অশোক মণ্ডল। সে সময় একদল যুবক তাঁকে ঘিরে ধরে ‘গো ব্যাক’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। এরপরেই অশোক মণ্ডল অভিযোগ তোলেন, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরাই প্রচারে বাধা দিয়েছে। তাঁর কথায়, ‘এদিন নয়ারহাট বাজার-সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারে এসেছিলাম। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা প্রচারে বাধা দেয়৷’
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। সাধারণ মানুষই BJP-র উপর ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখিয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতা ডেভিড আখতারের। তিনি বলেন, ‘বিধানসভা নির্বাচনে জয়ের পরে এলাকায় BJP নেতারা আসেননি। গত ছ'মাস এখানকার বিধায়ক নিশীথ প্রামাণিকের দেখা পায়নি এলাকাবাসী। এখন উপ-নির্বাচনের আগে এসে প্রচারের নামে উসকানি দিচ্ছেন৷ তাই সাধারণ মানুষই বিক্ষোভ দেখিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয়।’

পুরভোটে অধীর-গড় দখলে মরিয়া তৃণমূল
যদিও বিক্ষোভকারীদের হাতে তৃণমূলের পতাকা ছিল বলে দাবি জানিয়েছেন এলাকার বিধায়ক মিহির গোস্বামী। তৃণমূল নেতার দাবির প্রেক্ষিতে তাঁর পালটা প্রশ্ন, ‘যাঁরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছে, তাঁরা সাধারণ মানুষ হয় কী করে?’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিক্ষোভকারীদের মধ্যে দেখা গিয়েছিল ডেভিড আখতারকেও। এ প্রসঙ্গে তৃণমূল নেতা সাফ জবাব, ‘জনগণ যেদিকে থাকবে, আমাদের তো সেদিকেই থাকতে হবে।’

ইটাহারে নেতা খুনে BJP-র ডাকা বনধে মিশ্র প্রভাব
যদিও BJP প্রার্থীকে প্রচারে বাধা দিয়ে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলে দাবি তুলেছেন BJP বিধায়ক। তাঁর সাফ কথা, 'মানুষই এর জবাব দেবে।' একইসঙ্গে শাসকদলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গত ছ'মাস ধরে এলাকায় নিঃশব্দ সন্ত্রাস চলছে। আর তা চলছে রাজ্য সরকারের সহযোগিতায়। উপ-নির্বাচনের দিন ঘোষণার পর থেকে সেই সন্ত্রাস চরমে পৌঁছেছে। BJP -র নেতা, আধিকারিকদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে। কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।'

তাঁর সংযোজন, 'ভোটের আগে থেকে যে সন্ত্রাস হয়েছে তা নিয়ে থানায় অভিযোগ করেছিলাম। কিন্তু, একজনকেও গ্রেফতার করেনি পুলিশ। একেবারে রাজ্য সরকারের মদতেই সন্ত্রাস চলছে দিনহাটাতে৷’ তৃণমূল প্রার্থী উদয়ন গুহর বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল