অ্যাপশহর

Cooch Behar-এ আন্তর্জাতিক মানের Sports Hub তৈরির উদ্যোগ কেন্দ্রের, কটাক্ষ শাসকদলের

Cooch Behar Station সংলগ্ন এলাকায় স্পোর্টস হাব (Sports Hub) তৈরির জন্য আজ রেলের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। ২৫ একর জমিতে গড়ে উঠতে চলেছে এই স্পোর্টস হাবটি৷ এর জন্য ২৫০ কোটি টাকা ব্যয় করা হবে৷ রাজ্য সরকারের তরফে এজন্য জমি চাওয়া হয়েছিল বলেও দাবি করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক৷ যদিও তাঁকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল৷

Produced byRupa Saha | Lipi 21 May 2022, 10:30 am

হাইলাইটস

  • আন্তর্জাতিক মানের স্পোর্টস হাব তৈরি হবে কোচবিহারে।
  • আর্চারি থেকে শুরু করে বক্সিং, ভলিবল, রেসলিং ইত্যাদি স্পোর্টস অ্যাক্টিভিটিও থাকবে৷
  • এছাড়া অত্যাধুনিক সুইমিং পুল থাকবে ওই স্পোর্টস হাবে।
EiSamay.Com cooch behar
নিজস্ব চিত্র
আন্তর্জাতিক মানের স্পোর্টস হাব (Sports Hub) তৈরি হবে কোচবিহারে (Cooch Behar)। আজ, শনিবার ২১ মে নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় ওই স্পোর্টস হাব তৈরির জন্য রেলের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। ২৫ একর জমিতে গড়ে উঠবে এই স্পোর্টস হাবটি৷ এর জন্য ২৫০ কোটি টাকা ব্যয় করা হবে৷ রাজ্য সরকারের তরফে এজন্য জমি চাওয়া হয়েছিল বলেও দাবি করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক৷ যদিও রাজ্য সরকারে তরফে কোনও উদ্যোগ না দেখানোয় রেল দফতর এগিয়ে এসে জমি দান করেছে বলে দাবি তাঁর৷ যদিও তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল (TMC)৷ আসন্ন লোকসভা নির্বাচনে এবার মানুষের কাছে যেতে এসব করা হচ্ছে বলেও কটাক্ষ করেন কোচবিহারের পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ৷
Ankita Adhikary: "যা হয়েছে ভালো হয়েছে", হাইকোর্টের রায়ে খুশি অঙ্কিতা অধিকারীর স্কুলের পড়ুয়ারা
এই আন্তর্জান্তিক স্পোর্টস হাবে (Sports Hub) থাকবে অ্যাথলেটিকসের যাবতীয় পরিকাঠামো, সিন্থেটিক ট্র্যাক, ফুটবল মাঠ, হকির জন্য অ্যাস্ট্রস্টাফ। এছাড়া মাল্টিপারপাস হল হবে, যেখানে বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি হবে। আর্চারি থেকে শুরু করে বক্সিং, ভলিবল, রেসলিং ইত্যাদি স্পোর্টস অ্যাক্টিভিটিও থাকবে৷ এছাড়া অত্যাধুনিক সুইমিং পুল থাকবে ওই স্পোর্টস হাবে। থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত হলঘরও। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেল প্রতিমন্ত্রী দর্শনা জরাদোষী এবং কেন্দ্রীয় যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘একটা অত্যাধুনিক মানের স্পোর্টস হাব তৈরি করা হচ্ছে কোচবিহারে।’’
Paresh Adhikari -কে নিয়ে দ্বিধাবিভিক্ত জেলা তৃণমূল! পালটা অভিযোগ পার্থপ্রতিমের
প্রসঙ্গত, এর আগে স্পোর্টস কমপ্লেক্স তৈরির জন্য রাজ্য সরকারের কাছে জমে চেয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। গত জানুয়ারি মাসে কোচবিহারে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছিলেন, কোচবিহারে একটি স্পোর্টস হাব করার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক। সেখানে বিভিন্ন উন্নত মানের ক্রীড়া পরিকাঠামো থাকবে। কিন্তু জমির ব্যাপারে রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল৷ তবে তাদের তরফে তেমন কোনও সাড়া না মেলায় এবার রেল দফতরই এগিয়ে এসেছে জমি দিতে। সেই জমিতে শনিবার চুক্তি স্বাক্ষর হবে। যদিও গোটা বিষয়টি নিয়ে নিশীথ প্রামাণিককে কটাক্ষ করেছেন প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি বলেন, ‘‘জমি চাইতে গেলে নির্দিষ্ট প্রসিডিউর রয়েছে। কাগজে খবর করলে জমি মেলে না। গত চার বছরে নিশীথ প্রামাণিকের দেখা মেলেনি। সামনে লোকসভা নির্বাচন রয়েছে। তাই এখন এসব করে মানুষের কাছে যেতে চাইছেন।’’
লেখকের সম্পর্কে জানুন
Rupa Saha

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল