অ্যাপশহর

শীতলতম দিন বোঝাল দাপট কমবে ঠান্ডার

মঙ্গলবার থেকে পারদ চড়তে চড়তে পেরিয়ে যেতে পারে স্বাভাবিক সূচক

EiSamay.Com 16 Jan 2017, 9:58 am
এই সময় : শহরের শীতলতম দিনে ... দমদম দশে , আলিপুর এগারোয়৷ পুরুলিয়া , বীরভূম শৈত্যপ্রবাহের কবলে ছিলই৷ তালিকায় এল দিঘা , ডায়মন্ড হারবারের মতো উপকূলও৷ ঠিক যাকে বলে শীতের হাওয়ায় লাগল নাচন !ভাগ্যিস কাশ্মীর -হিমাচল -উত্তরাখণ্ডে প্রবল তুষারপাত হয়েছিল , না -হলে হয়তো শীতের অস্তিত্বই বোঝা যেত না এ বার ! পৌষ -মাঘের সন্ধিক্ষণে কনকনে বাতাসের সৌজন্যে জমাটি ঠান্ডার আনন্দ চেটেপুটে ভাগ করে নিতে পারলেন শীতবিলাসী আমজনতা৷ শখের গরম জামাকাপড় গায়ে চড়িয়ে পিঠে -পুলির আয়োজনে মাতামাতি , জমিয়ে পিকনিক , কাঠ জ্বালিয়ে আগুন পোহানো --- সবই চলল ক’দিন ধরে৷ কিন্ত্ত ঠান্ডার এমন সোহাগি পরশে এ বার দাঁড়ি পড়তে চলেছে৷ সোমবার তাপমাত্রা সামান্য বাড়বে৷ মঙ্গলবার থেকে পারদ চড়তে চড়তে পেরিয়ে যেতে পারে স্বাভাবিক সূচক৷ ২০ তারিখ পর্যন্ত শীতের আমেজ কম থাকারই সম্ভাবনা দেখছে হাওয়া অফিস৷ তার পর আবার কমতে পারে তাপমাত্রা
EiSamay.Com cold wave put down tempureture in all over state
শীতলতম দিন বোঝাল দাপট কমবে ঠান্ডার


কিন্ত্ত তখনও শীতের কামড় একই রকম হবে কি না , তা নিয়ে সংশয় যথেষ্ট৷ পশ্চিমি ঝঞ্ধা পাহাড়ে কতটা বরফ ঢালছে , বঙ্গোপসাগর কেমন শান্ত থাকছে , তার উপর নির্ভর করবে সবটা৷ শনিবার পৌষ সংক্রান্তিতে জমিয়ে ঠান্ডা পেয়েছিল গোটা বাংলা৷ মাঘ পয়লার সকালে ঠান্ডার দাপট আরও বেশি৷ দমদমের সর্বনিম্ন তাপমাত্রা নামে ১০ .২ ডিগ্রি সেলসিয়াসে৷ আলিপুরে ১১.২ ডিগ্রিতে৷ স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম৷ অঙ্কের হিসেবে মরসুমের শীতলতম দিন৷ শনিবার আলিপুরের পারা নেমেছিল ১১.৯ ডিগ্রিতে৷ কাছাকাছি অঙ্কে পারা নেমেছিল সেই ১৬ ডিসেম্বর --- ১২.৭ ডিগ্রি৷ কিন্ত্ত তার পর আর ঠান্ডার দাপট বাড়েনি৷ কতকটা গত মরসুমের মতোই৷ তবে ২০১৬ সালের জানুয়ারিতে শহর শীতলতম দিন পেয়েছিল ২৫শে , মাসের প্রায় শেষে৷ এ বার সেখানে কিছুটা আগেই জমজমাট শীত মিলল৷ অবশ্য রেকর্ডের ধারে -কাছে নেই এই পারাপতন৷ ইদানীংকালের মধ্যে সবচেয়ে ভালো শীত কলকাতা পেয়েছিল ২০১২ -১৩ মরসুমে৷

সে বার ডিসেম্বরে আলিপুরের পারদ নেমেছিল ১০ .০ ডিগ্রিতে , জানুয়ারিতে ৯ .০ ডিগ্রিতে৷ পরের চার বছরে অবশ্য খাস কলকাতার তাপমাত্রা সে মুখো হয়নি৷ পরিসংখ্যানেই তা স্পষ্ট৷ তাই দিন তিন -চারেকের এই ঠান্ডাই পড়ে পাওয়া চোদ্দ আনার মতো৷ জোরালো পশ্চিমি ঝঞ্ধার হাত ধরে হিমালয়ে প্রবল তুষারপাত হওয়ার পরই আবহবিদরা বলেছিলেন , মকরসংক্রান্তিতে জমাটি শীত অপেক্ষা করে আছে৷ বাস্তবে তাই -ই হল৷ শুক্রবার শৈত্যপ্রবাহের হানা শুরু হয়ে যায় বাংলায়৷ রবিবারও পুরুলিয়া , বীরভূমের পারা ছিল সাত ডিগ্রির নীচে৷ কনকনে বাতাসের দাপট বোঝা যায় দিঘা (৯ .৪ ডিগ্রি ), ডায়মন্ড হারবারের (৯ .০ ) তাপমাত্রায়৷ দু’জায়গাতেই পারদ নেমেছে স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি নীচে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল