অ্যাপশহর

জুহির পাশে দাঁড়িয়ে সওয়াল জারি রূপার

উত্তরবঙ্গের শিশুপাচার কাণ্ডের অন্যতম চক্রীর সঙ্গে রূপার ঘনিষ্ঠতা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সারা রাজ্যে৷

EiSamay.Com 21 Feb 2017, 10:07 am
এই সময়, নয়াদিল্লি: উত্তরবঙ্গের শিশুপাচার কাণ্ডের অন্যতম চক্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সারা রাজ্যে৷ কিন্ত্ত তার পরও জলপাইগুড়ির মহিলা মোর্চার নেত্রী জুহি চৌধুরীরই পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷ সোমবার চিকিত্সা সংক্রান্ত কাজে দিল্লি এসেছিলেন রূপা৷ সেখানেই তিনি সাফ জানিয়ে দেন , ‘আমি গত ৬ মাস ধরে জুহিকে খুব কাছ থেকে দেখেছি৷ ওর বাবা নাড়ুদা উত্তরবঙ্গের খুব পরিচিত একজন বিজেপি নেতা -কর্মী৷ সামনে ইলেকশন আসছে৷
EiSamay.Com child trafficking group leader juhi is closed to rupa ganguli
জুহির পাশে দাঁড়িয়ে সওয়াল জারি রূপার


তাঁর মেয়ের নামটা একবার কোনও কেলেঙ্কারিতে জড়াতে পারলে একটা পলিটিকাল হাইপ তৈরি করা যায়৷ আমি যতটুকু জুহিকে চিনি , তাতে ও এই কাজ করতে পারে না৷ এই প্রসঙ্গেই শিশুপাচার কাণ্ডে গ্রেন্তার দুই মহিলার রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন রূপা৷ তিনি বলেন, ‘আমি জানতে চাই যে যাদের পুলিশ ধরেছে সেই চন্দনা চক্রবর্তী এবং তার সহকারী সোনালি মণ্ডল কোন রাজনৈতিক দলের কর্মী ? এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত৷ যখন চন্দনা এবং সোনালি ধরা পড়েছে , তখন জুহি কী করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল?’ কিন্ত্ত জুহি যে চন্দনা এবং সোনালিকে সহায়তা করেছে বলে অভিযোগ করা হচ্ছে ? উত্তরে রূপা বলেন , ‘আমি যতটুকু শুনেছি , তাতে জুহির কাছে এই দু’জন মহিলা এসে বলেছিল ওদের হোম থেকে শিশু চুরি হয়েছে৷

জুহির বাবা যেহেতু দিল্লিতে অনেককে চেনেন , তাই ওর বাবার মাধ্যমে ওদের সহায়তা করতে চেষ্টা করেছিল৷ ’এ ব্যাপারে রূপা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন কেন্দ্রীয় সরকারের সংস্থা এনসিপিসিআর -র সঙ্গে৷ কেন্দ্রীয় শিশু সুরক্ষা বিষয়ক স্বয়ংশাসিত নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে যাবতীয় সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে আশাবাদী তিনি৷ রাজ্য পুলিশকে আক্রমণ করে বিজেপি সাংসদ বলেন , ‘পুলিশের উপরে ভরসা হারিয়ে যাচ্ছে৷ যখনই কিছু ধরা পড়ছে , বলা হচ্ছে সিপিএম আমলের৷ জুহি এই শিশু পাচারের মধ্যে থাকতে পারে কি না তা ওর বয়সই বলে দিতে পারে৷’ জুহি এবং অভিযুক্ত চন্দনা যে দিল্লিতে এসে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মহলে এসে যোগাযোগ করেছেন , সেটাকেও স্বাভাবিক ঘটনা বলে দাবি করেন রূপা৷ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ , জয়প্রকাশ মজুমদারের পরে মহিলা মোর্চা নেত্রী জুহিকে নিশানা করে তৃণমূল আসলে বিজেপির নেতা -নেত্রীদের যে কোনও ভাবে নিশানা করতে চাইছে বলে অভিযোগ করেন রূপা৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল