অ্যাপশহর

'হিংসাই যদি হবে, তবে ৯০ হাজার প্রার্থী কী করে?'

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যজুড়ে শাসকদলের বিরুদ্ধে মারদাঙ্গা করার যে অভিযোগ উঠেছে, তা সরাসরি নস্যাত্‍‌ করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

EiSamay.Com 11 Apr 2018, 8:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যজুড়ে শাসকদলের বিরুদ্ধে মারদাঙ্গা করার যে অভিযোগ উঠেছে, তা সরাসরি নস্যাত্‍‌ করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উলটে একশ্রেণির সংবাদপত্রের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, মিথ্যে খবর করে লোকজনকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে তারা বাংলার সম্মানহানিও করছে।
EiSamay.Com mamata-banerjee  F


পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগের জবাব এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। হিংসার অভিযোগ নস্যাত্‍‌ করতে গিয়ে মমতা বলেন, এখনও তো পঞ্চায়েত ভোট শুরুই হয়নি। মনোনয়নপর্ব চলছে। যদি বিরোধী দলগুলো সত্যিই বাধা পায়, তা হলে ৯০ হাজার আসনে প্রার্থী দিল কী করে?

মমতার মতে, সংগঠনই যাদের নেই, তারা প্রার্থী দেবে কী করে? নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ২০০৩ ও ২০০৮ সালে তৃণমূল ক'টি পঞ্চায়েত আসনে প্রার্থী দিতে পেরেছিল, সেই পরিসংখ্যানও তুলে ধরেন। যথাক্রমে ৩০ ও ৩৫ হাজার। তা হলে, সংগঠন ছাড়া বিজেপির পক্ষে রাতারাতি কি সব আসনে প্রার্থী দেওয়া সম্ভব? পালটা প্রশ্ন শাসকদলের নেত্রীর।

সংগঠন ছাড়া বিজেপি যে এতগুলো আসনে প্রার্থী দিতে পেরেছে, তার জন্য সরাসরি সিপিএমের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, সিপিএমের হার্মাদরা এখন বিজেপিতে গিয়ে ভিড়েছে।

বিজেপিকে সাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রে বিজেপি বিরোধিতা করে, রাজ্যে সেই বিজেপি'র-ই হাত ধরছে বাম-কংগ্রেস। ১৩ এপ্রিল রাজ্যে বামেরা ধর্মঘটের যে ডাক দিয়েছে, তা-ও নাটক বলে উল্লেখ করেন তিনি। রাজ্য যে এই ধর্মঘটের বিরেধিতা করবে, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 'পরিবহণ ব্যবস্থা সচল থাকবে। বাস-ট্যাক্সি সব চলবে।'

সাংবাদমাধ্যমের একাংশ ভোট হিংসার নাম দিয়ে যে খবর চালাচ্ছে, তার সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, সব মিলিয়ে ৫৮ হাজার বুথ রয়েছে। সেখানে হিংসার ঘটেছে মাত্র ৭টি জায়গায়। তার মধ্যে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, শাসন এবং উত্তর দিনাজপুরে তৃণমূলেরই স্থানীয় নেতা খুন হয়েছেন। বীরভূমের মহম্মদবাজার ও নলহাটির হিংসার উল্লেখ করে নেত্রী বলেন, এর পিছনে বিজেপির কারসাজি রয়েছে। বিজেপি দুমকা থেকে গুন্ডা এনে মহম্মদবাজারে অশান্তি পাকিয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল